বেজন্মা প্রেমিক

পাগলা জাঈদ ১০ অক্টোবর ২০১৩, বৃহস্পতিবার, ০৭:২১:৪৬অপরাহ্ন কবিতা ৯ মন্তব্য

বেদনার সহবাসে বেতাল বালুকা
প্রতিনিয়ত বেলাল্লাপনার কারুকাজে প্রেমের সন্ধি ?
প্রেয়সির ধিক্কারে তোর বুকে ভালবাসার তুফান !
লেজ নাড়া কুকুরের ভক্তিতে ভালবাসা হয়না বালক,
হৃদয় খেকো জানোয়ার হতে পারলেও ভাল হত,
তোর স্বভাবে আমি তাও খুঁজে পাইনা,
পচা ডোবায় ডুবে থেকে সাগর সঙ্গম !!

মুখোশের অন্তরালে মুখোশ
তেষ্টা পেলে কজন দেখে গ্লাসে নোংড়া ছিল ?
আসলে দিকভোলা পিঁপড়ের মত তুই একা,
হতচ্ছাড়া তুই বড্ড একা
বুঝেও না বোঝার ভান করে হরদম তবু প্রেয়সীরে দেখা,
তোর একতরফা ভালবাসার কসম খেয়ে বলছি বালক–
তুই শালা পরন্ত বিকেলের এক বেজন্মা প্রেমিক।

 

 

৫৭৯জন ৫৭৯জন
0 Shares

৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ