বেদনার সহবাসে বেতাল বালুকা
প্রতিনিয়ত বেলাল্লাপনার কারুকাজে প্রেমের সন্ধি ?
প্রেয়সির ধিক্কারে তোর বুকে ভালবাসার তুফান !
লেজ নাড়া কুকুরের ভক্তিতে ভালবাসা হয়না বালক,
হৃদয় খেকো জানোয়ার হতে পারলেও ভাল হত,
তোর স্বভাবে আমি তাও খুঁজে পাইনা,
পচা ডোবায় ডুবে থেকে সাগর সঙ্গম !!
মুখোশের অন্তরালে মুখোশ
তেষ্টা পেলে কজন দেখে গ্লাসে নোংড়া ছিল ?
আসলে দিকভোলা পিঁপড়ের মত তুই একা,
হতচ্ছাড়া তুই বড্ড একা
বুঝেও না বোঝার ভান করে হরদম তবু প্রেয়সীরে দেখা,
তোর একতরফা ভালবাসার কসম খেয়ে বলছি বালক–
তুই শালা পরন্ত বিকেলের এক বেজন্মা প্রেমিক।
৯টি মন্তব্য
খসড়া
পোস্টের শেষে কি লিখেছেন ভাই। মনে হয় ভুল হয়েছে। এডিট করুন প্লিজ।
আবু জাঈদ
করেছি, ধন্যবাদ 🙂
জিসান শা ইকরাম
কবিতায় ভালো লাগা -{@
আবু জাঈদ
মন্তব্যে ভাল লাগা 😉
প্রিন্স মাহমুদ
দারুন
আবু জাঈদ
ধন্যবাদ 🙂
আদিব আদ্নান
তেষ্টা পেলে কজন দেখে গ্লাসে নোংরা ছিল ?
এ লাইনটি অদ্ভুত সুন্দর ।
আবু জাঈদ
dhonyobad
রিমি রুম্মান
শেষ দিকটায় দারুন ক্ষোভ… আহা… এমন করে বলিস না!! ভাল লাগলো…