
বৃষ্টির পাশে বসে
বৃষ্টিকে কাছে নিয়ে ভিজতে কার না ভাল লাগে,
আনমনে মিহি আনন্দের উচ্ছল-উচ্ছ্বাস-উল্লাসে,
গান গাইতে, গান শুনতে;
ছুঁড়ে দেয়া জলটুকু গায়ে মেখে,
একটু জল ছুঁড়ে দিতে,
তোমার প্রান্ত সীমায় আলগোছ-আলস্যে;
জোনাক-আলো শেষে, শিশির ভোরের আলো ছুঁয়ে,
এই ভেজা ভেজা জলের সাথে জীবনের জড়িয়ে থাকা
প্রফুল্লের শুরু থেকে শেষের শেষে;
ক্ষণিকের আলাপ-অপরিচিততায় অস্তিত্ব ঋণ নিয়ে
অনাবিল আনন্দের জল কণায় নিজেই নিজেকে
জ্বালিয়ে রাখি, চোখের নব নব সূচনায়, স্নান-মেঘের পরশে;
আকাশের ভিড়ে জল-মেঘ এখন আগন্তুক নয়
আকণ্ঠ সান্নিধ্যের জল-পান সে এবার করাবেই, আঁজলা ভরে;
ছবি নেট থেকে।
২৪টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
বৃষ্টির পাশে বসে বৃষ্টিকে নিয়ে ভিজতে তো ভালোই লাগবে। রোমান্টিক আবহ খুঁজে পাচ্ছি। এমন সান্নিধ্যে ডুবে যান চুপিচুপি কেউ দেখছি না আমরা। এতো শোরগোল করলে সব বৃষ্টিতে ভেস্তে যাবে। ভালো থাকবেন
ছাইরাছ হেলাল
বৃষ্টির দিনে, ওই যে
এমন দিনে তারে (বৃষ্টিকে) বলা যায় ঘন ঘোর বরিষায়।
চুপি চুপি আর হলো কৈ! লিখেই তো জানিয়ে দিলাম।
অনেক অনেক ধন্যবাদ। আপনি প্রথম।
সুপায়ন বড়ুয়া
বৃষ্টি ভেজা দিনে কার না লাগে ভাল
মহারাজের কাব্যে তাই তো উঠে এলো।
ভাল লাগলো। শুভ কামনা।
ছাইরাছ হেলাল
বৃষ্টিকে ভালোবাসার একটু নমুনা পেশ করলাম মাত্র।
ভাল থাকবেন আপনি।
সুরাইয়া পারভীন
বর্ষণমুখর দিনে
বৃষ্টি মেয়েকে সাথে নিয়ে
বৃষ্টি মেয়ের আলতো স্পর্শ শরীরে মেখে
বৃষ্টির সাথে ভিজায় ভালো
এতে অন্তত ক্ষণিক রোমান্টিক ক্ষণ শেষে
চিরস্থায়ী যন্ত্রণা সইতে হয়/হবে না
ছাইরাছ হেলাল
হা হা হা, অনুভবের বৃষ্টিকে মেয়ে সাজতে হবে কেন!
বৃষ্টি তো বৃষ্টি-ই। আর বৃষ্টিতে সআরাক্ষণ ভিজলে করোনা হয়ে যাবে তো!
নিরাপদে থাকুন।
সৌবর্ণ বাঁধন
অসাধারণ কবিতা! যেনো বৃষ্টি ছুয়ে দিয়ে গেলো।
ছাইরাছ হেলাল
পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।
কামাল উদ্দিন
বৃষ্টিতে ভিজতে ভালোলাগে, কিন্তু এখন করোনা আর বজ্রপাতের ভয়ে সেটা আর সম্ভব হচ্ছে না।
ছাইরাছ হেলাল
কল্পনার বৃষ্টিতে যত খুশি ভিজতে থাকুন, নির্ভয়ে।
ফলাফল জানার অপেক্ষায় রইলাম।
ভাল থাকুন।
নিতাই বাবু
মনে হচ্ছে আমার পাথুরে জীবনটা নিয়েই লেখা। শ্রদ্ধেয় কবি মহারাজকে অশেষ ধন্যবাদ ।
ছাইরাছ হেলাল
লেখকের ভাবনায় কত কিছুই না থাকে, আপনি নিজেকে খুঁজে পেয়েছেন
দেখে ভাল লাগল।
ভাল থাকবেন আপনি।
আরজু মুক্তা
আপনি বৃষ্টিকে পারসোনিফিকেশন করে দারুণ একটা কবিতা লিখলেন। সেই আকাঙ্খিত জনের অপেক্ষায় আমরা। প্রভু নিশ্চয় আমাদের কথা শুনবেন।
আর গানটিও চমৎকার ভাবে গেয়েছেন সাকিরা। সমসাময়িক ঘটনাগুলোর আক্ষেপ তুলে ধরলেন, মনে হয়।
শুভকামনা
ছাইরাছ হেলাল
প্রভু খুব ব্যস্ত, নাদানের কথা শোনেন ঠিক-ই কিছু আমলে নেন না,
এই দুঃখ কৈ যে রাখি।
মনে কথা তো কোন না কোন ভাবে বলতেই হয়, অক্ষম প্রচেষ্টা মাত্র।
ভাল থাকবেন, অনেক ধন্যবাদ।
খাদিজাতুল কুবরা
“ছুঁড়ে দেয়া জলটুকু গায়ে মেখে,
একটু জল ছুঁড়ে দিতে,
তোমার প্রান্ত সীমায় আলগোছ-আলস্যে;”
মিষ্টি পঙক্তিতে সাজানো কবিতাটি খুব ভালো লাগল,
বরাবরই সুন্দর কবিতা লিখেন আপনি।
শুভেচ্ছা রইল ভাইয়া।
ছাইরাছ হেলাল
সুন্দর কী না জানি না, তবে মনে যা চায় তাই ই লিখে রাখি এখানে।
নিরাপদে থাকুন। নিয়মিত পড়ার জন্য ধন্যবাদ।
আলমগীর সরকার লিটন
বেশ অনুভূতির প্রকাশ কবি দা
ছাইরাছ হেলাল
ধন্যবাদ আপনাকে।
ইসিয়াক
বৃষ্টি নিয়ে কবিতায় সুন্দর রোমান্টিক ভাবনা। বৃষ্টিতে এখন ভিজলে বিপদ আছে ভাইয়া সেক্ষেত্রে সাবধানে থাকাটাই শ্রেয়। সাকিরার গানটি ভালো লাগলো।
শুভকামনা।
ছাইরাছ হেলাল
বৃষ্টি-ভেজা সবাই হতে পার না, সবার জন্য ও না।
ধন্যবাদ পড়ার জন্য।
তৌহিদ
বৃষ্টি এবং বৃষ্টিকে নিয়ে আপনার ভাবনা দেখে হিংসে হচ্ছে। আমাকে বৃষ্টি বৃষ্টির পরশ নিতে দ্যায়না কেন!!
আমার নিজের জন্য দুঃখ হচ্ছে ভাইজান। আপনার জন্য শুভকামনা রইলো।
ছাইরাছ হেলাল
দেবে দেবে, একটু লেগে থাকুন।
দুঃখের কিচ্ছু নেই।
ধন্যবাদ।
সাবিনা ইয়াসমিন
প্রতি লাইনের শেষে এ-কারের ছন্দ মিলিয়ে দেয়ার ব্যাপারটা ভালো লাগলো 🙂
ছাইরাছ হেলাল
শতেক ব্যস্ততার মাঝেও লেখাটি পড়ার জন্য অনেক ধন্যবাদ।