বৃত্ত

আরজু মুক্তা ১৮ মার্চ ২০২০, বুধবার, ০৯:০৬:০৩অপরাহ্ন কবিতা ২৬ মন্তব্য

বিষন্ন সন্ধ্যায়, বিপন্ন আমি
বিস্ময় সঙ্গী একাকী হৃদে!
খোঁজ নাই তোমার
খুঁজি নাই আমি!

মিনমিনে আলোয়
অবসন্ন দিন,
সময়ের আপেক্ষিকতায়
ভুলে গেছো তুমি;
আমিও কি ভুলেছি?

শ্যাওলা ঘেরা পুকুরে
পদ্মহীন অবেলায়
সমুদ্রের নোনাজলে
চোখ ভিজে যায়,
ভিজেছো কি তুমি?

তুমি কেন্দ্র হও
আমি পরিধি,
বিদায় না বলে
আসো বৃত্তে মিলি।

৯৮৭জন ৬১২জন
0 Shares

২৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ