
বিষন্ন সন্ধ্যায়, বিপন্ন আমি
বিস্ময় সঙ্গী একাকী হৃদে!
খোঁজ নাই তোমার
খুঁজি নাই আমি!
মিনমিনে আলোয়
অবসন্ন দিন,
সময়ের আপেক্ষিকতায়
ভুলে গেছো তুমি;
আমিও কি ভুলেছি?
শ্যাওলা ঘেরা পুকুরে
পদ্মহীন অবেলায়
সমুদ্রের নোনাজলে
চোখ ভিজে যায়,
ভিজেছো কি তুমি?
তুমি কেন্দ্র হও
আমি পরিধি,
বিদায় না বলে
আসো বৃত্তে মিলি।
২৬টি মন্তব্য
নৃ মাসুদ রানা
সমুদ্রের নোনাজলে
চোখ ভিজে যায়
আরজু মুক্তা
একদম
রেহানা বীথি
বিদায় নয়, ভালোবাসা বেঁধে রাখুক একে অপরকে। বৃত্ত পূর্ণতা পাক।
সুন্দর লিখলেন।
আরজু মুক্তা
ধন্যবাদ আপু
সুপর্ণা ফাল্গুনী
“তুমি কেন্দ্র হও
আমি পরিধি,
বিদায় না বলে
আসো বৃত্তে মিলি।”- খুব ভালো বলেছেন তো আপু। ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন সবসময়
আরজু মুক্তা
জি আপু দোয়া রাখবেন।
আর আপনিও ভালো থাকবেন
মনির হোসেন মমি
বিদায় না বলে আসো বৃত্তে মিলি ,,দারুণ অনুভুতি।
আরজু মুক্তা
ধন্যবাদ, ভাই
সুপায়ন বড়ুয়া
“তুমি কেন্দ্র হও
আমি পরিধি,
বিদায় না বলে
আসো বৃত্তে মিলি।”
পরিধি সব সময় সম দুরত্ব বজায় রেখে চলে
কখনো হয়না মিল।
প্রস্তাব শুনে সখি আমার
হাসছে কিল কিল।
ভাল লাগলো শুভ কামনা।
আরজু মুক্তা
তারপরেও মিলার চেষ্টা
ফয়জুল মহী
পরিপক্ব ও পরিপাটি লেখা ।
আরজু মুক্তা
ধন্যবাদ ভাই
সঞ্জয় মালাকার
তুমি কেন্দ্র হও
আমি পরিধি,
বিদায় না বলে
আসো বৃত্তে মিলি।”
চমৎকার লিখেছে দিদি, আপনার জন্য অনেক অনেক শুভ কামনা।
আরজু মুক্তা
শুভকামনা
রেজওয়ান
চমৎকার 😇
আরজু মুক্তা
ধন্যবাদ, ভাই
আলমগীর সরকার লিটন
বাহ চমৎকার এক ভাবনা ছোঁয়ে গেলো কবি আপু
অনেক শুভেচ্ছা রইল——————-
আরজু মুক্তা
ভালো থাকবেন, ভাই
ছাইরাছ হেলাল
এ দেখছি মহাকালের বৃত্ত,
সব কিছু হাপিস হয়ে যাচ্ছে/যাবে।
অনেকদিন পর লিখলেন, যদিও এই একটি লেখাই অনেক অনেক লেখা!
আরজু মুক্তা
অনুপ্রাণিত। ভালো লাগলো কমেন্ট। এবং এটাই পরম পাওয়া। ভালো থাকবেন।
শুভকামনা।
তৌহিদ
বিরহ বিচ্ছেদের প্রেম কাব্য দারুণ লিখলেন কিন্তু। মিলিত হলে তবেই স্বার্থকতা। এতদিন পরে পরে হাজিরা দিলে হবে?
ভালো থাকবেন আপু।
আরজু মুক্তা
চেষ্টা করবো প্রতিদিন থাকতে।
শুভকামনা
জিসান শা ইকরাম
অনেক আবেগি কবিতা,
ভালো হয়েছে খুব।
শুভ কামনা।
আরজু মুক্তা
ধন্যবাদ।
ভালো থাকবেন।
হালিম নজরুল
মিনমিনে আলোয়
অবসন্ন দিন,
সময়ের আপেক্ষিকতায়
ভুলে গেছো তুমি
আরজু মুক্তা
না, ভুলিনি।
ভালো থাকবেন।