
দাবার ছকে ফেলে ছক মিলিয়ে লিখি-না,
রাজা, প্রজা, উজির, নাজির, সেনাপতি মেরে কেটে লিখি-না,
রাতজাগা চোখের অদৃশ্য আয়না থেকে পালিয়ে বেড়াব
এমন ও ভাবি-না,
গোল হয়ে বসে অদৃশ্য স্বপ্ন-ডানার নিরক্ষরতা
ছুঁড়ে ফেলব, তাও ভাবি-না;
আলাদীনের প্রদীপ জ্বেলে,
যতি চিহ্নের ছাইচাপা আগুনগুলো উড়িয়ে দেব
তা কিন্তু ভাবি।
সবটুকু নীরবতা উপেক্ষায় রেখে, মুখে মার্বেল ফেলে
গো গো করে উগড়ে দেব লিখে/ভেবে রাখা
পাহাড় পাহাড় হাসি, রোদের বয়স না মেপে;
ঘেমে থাকা বুক পকেট শুষে নেবে রক্ত-বিষ
ধানের জন্ম-ঘ্রাণে;
পাটি গণিতের যোগ বিয়োগ পূরণ ভাগ শিশিরে ভিজিয়ে
ফেলে দেব বিচ্ছিন্ন কাদার পাহাড়ে, লাজুক লাজুক হাসিতে,
বৃক্ষ বেঁচে থাকবে কৌশল-ঘুমে, পুষে রাখা হাজার বছরে।
ছবি ও গান নেটের।
১৪টি মন্তব্য
জিসান শা ইকরাম
লেখা লেখি একটি সহজাত বিষয়,
কিছু ভেবে, কিছু হবে, এসব ভেবে লেখা হয় না। যাদের হয় তারা ফরমায়েশি লেখক।
লেখা আরো বিস্ফোরিত হোক।
ছাইরাছ হেলাল
বিস্ফোরণ হবে-না, নিভু নিভু হয়ে জারি থাকবে।
ধন্যবাদ।
সুপর্ণা ফাল্গুনী
হিসাব নিকাশ করে লেখালেখি হয় না। অংকে বরাবরই কাঁচা। কবিতা লিখতে গিয়ে অনেক অনেক হিসাব নিকাশ পাচ্ছি, জানছি। আমি ওসবে যেতে নারাজ। তবে শিরোনামে ‘বৃক্ষেরা’ কথাটি কি ঠিক? জানতে চাই। লেখা বাঁচিয়ে রাখুক আপনাকে অনন্তকাল। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা রইলো
ছাইরাছ হেলাল
‘শিরোনামে ‘বৃক্ষেরা’ কথাটি কি ঠিক?’ একটু বুঝিয়ে বলুন।
মন যে কত কী চায় কে জানে!! যখন যা মনে আসে তাতেই শান্তি শান্তি নিয়ে লিখে রাখি।
ধন্যবাদ।
লেখা কমিয়ে দিলেন না-কী!!
হালিমা আক্তার
লেখা-লেখি মনন জগতের সহজাত প্রবৃত্তি। ইচ্ছে করলেই লেখা যায় না। আবার গনিতের হিসাব নিকাশের সূত্র লেখার জগতের সাথে বেমানান। লেখার বৃক্ষ জাগ্রত থাকুক। শিকড়ে শিকড়ে ছড়িয়ে পড়ুক শব্দের স্ফুলিঙ্গ। শুভ কামনা।
ছাইরাছ হেলাল
বেশ সুন্দর করে গুছিয়ে বলে ফেলেছেন দেখতে পাচ্ছি।
স্ফুলিঙ্গ কৈ পামু, নিভু নিভু করে জ্বালিয়ে রাখতে পারলেই অনেক পারা।
ভাল থাকবেন।
উর্বশী
গানিতিক হিসাব করে কি লেখা সম্ভব? তবে ছন্দ ও লেখার থিম এগুলো কি গানিতিক হিসাবে ধরা যায় বা হয় ? হিসাব নিকাশ না বুঝলেও আপনার লেখা যে ভীষণ প্রিয়।বীজ গনিতে ভাল না হলেও পাটিগণিত ও জ্যামিতিতে ভাল ছিলাম কিছুটা। বৃক্ষরা বেঁচে থাকুক,চারিদিকে লেখার জ্যোতি ছড়িয়ে পড়ুক,ভাল ও সুস্থ থাকুন অফুরান শুভ কামনা সব সময়।
।
ছাইরাছ হেলাল
প্রশ্ন খুউব কঠিন হৈছে কিন্তু;
জ্যোতি-ফ্যোতি কৈ পামু, ঠিকানা দিয়েন।
আপনি আর-ও ভাল থাকবেন এই কামনা রাখি। ধন্যবাদ।
আরজু মুক্তা
কিছু বুঝি না তাও লিখি। কলম আছে তাই লিখি। লেখা দিয়েই মনের কথা বলুক, বিশ্বের কথা বলুক কবি।
শুভ কামনা
ছাইরাছ হেলাল
আমি তো আপনার দেখাদেখি লিখি!! যখন যা মন চায়। আমার কিন্তু ভাল কলম ও নেই।
তাও দিন চলে যাচ্ছে দিনের নিয়মে।
এহানে কবি দ্যাখলেন কৈ!! বুজছি!! আপনার কবি ভাবনায় পৃথিবী পদ্যময়!!
ভাল থাকুন।
আরজু মুক্তা
বাপরে। ব্লগ থেকে পালাতে হয় দেখি।
পৃথিবী যে কেমন হয়ে গেছে। গদ্য পদ্য কিছু বুঝি না।
কি করবো বলেন? যা পাই তা লিখলে সুবিধা। লেখাও হলো। চর্চাও হলো
ছাইরাছ হেলাল
পালাতে চাইলেও পালানো যায় না, হয়-ও-না।
রোকসানা খন্দকার রুকু
এমন করেই লেখা হয় তাহলে মহারাজের।
শুভ কামনা।
ছাইরাছ হেলাল
তবে আর যাই বলেন, আপনার মত কড়কড়ে করে লিখতে কিন্তু পারি-না। এখন -ও।
তবে সাহস হারাই না!
ভাল থাকবেন নিয়মিত।