
নাতিঃ-
দাদাগো ও দাদা,একটু শোন মন দিয়া,
বয়স অনেক হইছে,এবার করাও বিয়া।
দাদাঃ-
সারা দেশে লকডাউন দেখসনা চাইয়া,
এই অবস্থায় তোরে কে দেবে মাইয়া।
নাতিঃ-
বিয়ার কথা কইলেই,তুমি দেখাও অজুহাত,
একটি বারও করনা,আমার বিয়ার পক্ষপাত।
দাদাঃ-
দেশে আইছে করোনা তুইতো আছিস রঙ্গে,
তোর এই ভাবটা দেখলে জ্বলন ধরে অঙ্গে।
নাতিঃ-
এইবার বিয়া না করাইলে চিরকুমার থাকব,
সারাজীবন এই বুকেতে,দাদীর ছবি আঁকব।
৮টি মন্তব্য
আরজু মুক্তা
হা হা। দারুণ হয়েছে কবিতা
শামীনুল হক হীরা
ধন্যবাদ অনন্ত চমৎকার মন্তব্যের জন্য।।
আলমগীর সরকার লিটন
চমৎকার কবি দা
শামীনুল হক হীরা
ধন্যবাদ সতত সম্মানিত কবি।
রোকসানা খন্দকার রুকু
হা হা হা। আহারে! কেন যে বিয়া করাচ্ছে না। বহুত কিপটা দাদা।
শুভ কামনা ভাই।🤣🤣
শামীনুল হক হীরা
সত্যি তাই।।ধন্যবাদ সহ ভালবাসা নিবেন।
সুপর্ণা ফাল্গুনী
দাদা রে ভালোই শায়েস্তা করলেন , দেখা যাক এবার দাদা নাতিরে বিয়া দেয় কিনা। দাদা নাতি মানেই ঠাট্টা মশকরা। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা অবিরাম
শামীনুল হক হীরা
একদম।।দারুণ বলেছেন সম্মানিত কবি।। ধন্যবাদ সহ ভালবাসা রইল।