বিষণ্ণ শব্দেরা

ছাইরাছ হেলাল ২৮ সেপ্টেম্বর ২০১৬, বুধবার, ০৫:০১:১৪পূর্বাহ্ন একান্ত অনুভূতি ৩৪ মন্তব্য

তবুও শব্দেরা নেচে উঠবে
বিনা হিসাবের রাত-বিরাতে
আনন্দ ঝংকারের সুর তুলে,
বিকেলের পিঠে সোনা রোদ ফেলে
আবনান্ত বীথিপথের বাঁকে বাঁকে;
বিমূঢ় সন্ধ্যার ডাক শুনে।

অনলস অথচ নিষ্ফল শব্দেরা
কাচের রহস্যময়তায় বকবক করে,
কটূক্তি করে সবল জ্যেষ্ঠতায়,
ভাবেনা শব্দবার্ধক্যের কথা!!
শব্দে আঁকা কল্পনার শব্দছবি
অবোধ্য আড়াল নীরবতার অনুচিত বিষণ্ণতায়
টুঁ-শব্দটি না করে রয়ে যায় নিঃসাড় অনাবৃতে;

————————————-
শ্রদ্ধায় থাকুন সৈয়দ হক;

৪৩৯জন ৪৩৯জন

৩৪টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ