
আমায় আর কেউ বলেনি এমন করে,
তোমার তরে পুরো পৃথিবীর দ্বার বন্ধ হলে-
তুমি চলে এসো প্রিয়া আমার দ্বারে।
অট্টালিকার না হোক কুঁড়ে ঘরের রাণী করে রাখবো !
বুকের উপর আসন পেতে বসিয়ে রাখবো।
ভালোবাসার আদর সোহাগে ভরিয়ে রাখবো।
প্রেমের ঘুড়ি করে হৃদয় আকাশে উড়াবো।
আমায় আর কেউ বলেনি এমন করে,
প্রিয়দর্শিনী তোমাকে দেখার পরে-
আর কাউকে দেখতে ইচ্ছে করেনি।
প্রিয়ভাষিণী তোমার কথা শোনার পর-
আর কারো কথা শুনতে ইচ্ছে করেনি।
সুহাসিনী তোমাকে ভালোবাসার পর-
আর কাউকে ভালোবাসতে ইচ্ছে করেনি।
নন্দিনী তোমাকে ছোঁয়ার পর-
আর কাউকে ছুঁতে ইচ্ছে করেনি।
আমায় আর কেউ এভাবে বলেনি বলেই বুঝি আমি তোমাতে হারিয়েছি আমাকে। তোমায় নিয়ে স্বপ্ন দেখেছি দুচোখ ভরে। প্রেমের ছবি এঁকেছি হৃদয়ের ক্যানভাসে। শুভ্র মেঘের ভেলায় ভেসে ভেসে চাঁদের দেশে গিয়ে ঘর বেঁধেছি। এতো দিন যা পাইনি তাই চেয়েছি। খুব করে চেয়েছি। কিন্তু ভাগ্য কখনোই আমাকে সঙ্গ দেয়নি। কল্পনায় যা যা চেয়েছি বাস্তবে তার ছিটেফোঁটাও পাইনি। না পাওয়া নিয়েও তো আছি। ভালোই আছি। কিন্তু কী জানো?
মনটা না বড্ড অবুঝ। লাজ লজ্জাহীন বড্ড বেহায়া। তাই তো সে সবুজের আমন্ত্রণ কখনো করতে পারেনি অবজ্ঞা। অবুঝ মন সবসময় চেয়েছে সবুজে সবুজে জড়িয়ে থাকতে। বিবর্ণ ধূসর জীবনে যে সবুজের শোভা বড্ড বেমানান তা অবুঝ মন কিছুতেই মানতে চায় না।
আজন্ম বিষণ্ণ বিষাদিত জীবনকে ফাল্গুনের মাতাল হাওয়া কখনোই করেনি স্পর্শ। রক্ত রাঙ্গা পলাশের রঙে মন হয়নি আনমন। কোকিলের সুমধুর ডাকে একটুও হয়নি রোমাঞ্চিত । কোকিলের সুরেলা কন্ঠে কন্ঠ মিলিয়ে তাই কখনোই গাওয়া হয়নি বসন্তের গান। জানি বসন্তের বাসন্তী বাতাস কখনোই দোলা দেবে না হৃদয়ে আমার। তবুও বড্ড সাধ জাগে
ফাল্গুনের দখিনা বাতাস হয়ে-
উন্মত্ত মাতাল করো আমাকে।
শিহরণ জাগাও আমার অস্তিত্বে।
উত্তাল তরঙ্গিণীকে-
ভাসিয়ে দাও প্রেমের জোয়ারে।
বসন্তের বাসন্তী বাতাস হয়ে-
ছুঁয়ে দাও গাত্রের প্রতিটি খাঁজ।
৩২টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
আমায় আর কেউ বলেনি এমন করে,
প্রিয়দর্শিনী তোমাকে দেখার পরে-
আর কাউকে দেখতে ইচ্ছে করেনি।
প্রিয়ভাষিণী তোমার কথা শোনার পর-
আর কারো কথা শুনতে ইচ্ছে করেনি।
সুহাসিনী তোমাকে ভালোবাসার পর-
আর কাউকে ভালোবাসতে ইচ্ছে করেনি।
নন্দিনী তোমাকে ছোঁয়ার পর-
আর কাউকে ছুঁতে ইচ্ছে করেনি। মনের কথাগুলোই বলে দিলেন। ধন্যবাদ আপু। খুব ভালো লেগেছে। শুভ কামনা রইলো
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন দিদি
ভালো থাকবেন সবসময় 💓
ছাইরাছ হেলাল
অপূর্ণতা আছে বলেই আমরা বসন্ত খুঁজি
কোকিলের ডাক শুনে শুনে কবিতায় কবিতায়
কবিতার কথা বলি।
সুরাইয়া পারভীন
কিছু অপূর্ণতা থাকা ভালো বোধহয়
আন্তরিক ধন্যবাদ জানবেন
ভালো থাকবেন সবসময়
আরজু মুক্তা
অপূর্ণতা থাকা ভালো। আগ্রহ বাড়ে।
ভালো লাগলো।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন আপু
ভালো থাকবেন সবসময় 💓
তৌহিদ
অপুর্ণতাই পারে পূর্ণতাকে পরিপূর্ণ করে তুলতে। আপনার সকল মনোবাসনা পূরণ হোক। বসন্ত আসুক প্রাণের উচ্ছাসে জীবনের সকল চাওয়াকে ভালোবাসার রুপ দিয়ে।
ভালো থাকবেন আপু।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকবেন সবসময়
নিতাই বাবু
এইতো শুরু হয়ে গেল বসন্তে ফাগুনে আগুন লাগার গান! এই বসন্তে সকল বাসন্তীদের মনের আশা পুণ্য হোক।
সুরাইয়া পারভীন
দাদা আন্তরিক ধন্যবাদ জানবেন
ভালো থাকবেন সবসময়
জাকিয়া জেসমিন যূথী
ফ্লাগুনের দখিনা বাতাস হয়ে-
উন্মত্ত মাতাল করো আমাকে।
শিহরণ জাগাও আমার অস্তিত্বে।
উত্তাল তরঙ্গিণীকে-
ভাসিয়ে দাও প্রেমের জোয়ারে।
বসন্তের বাসন্তী বাতাস হয়ে-
ছুঁয়ে দাও গাত্রের প্রতিটি খাঁজ।
খুবই সুন্দর।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন আপু
ভালো থাকবেন সবসময় 💓💓
কামাল উদ্দিন
সবুজের আমন্ত্রণ কে উপেক্ষা করার দরকার কি? শিমুল পলাশেরা মনকে বিমোহিত করতে না পারারই বা কারণ কি? কোকিলের ডাকের সাথে সুরেলা কন্ঠে কন্ঠ মেলানোর মজাই কিন্তু আলাদা, এক সময় মনে হয় কোকিল যেন বিরক্ত হয়ে ক্রমান্বয়ে তার সূর চড়িয়েই চলছে।
সুরাইয়া পারভীন
কিছু প্রশ্নের উত্তর রয়ে যায় অজানা
তবুও কেনো বৃথাই করা উত্থাপন?
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকবেন সবসময় ভাইয়া
কামাল উদ্দিন
ধন্যবাদ আপু, ভালো থাকু সব সময়।
পর্তুলিকা
আমায় আর কেউ বলেনি এমন করে,
প্রিয়দর্শিনী তোমাকে দেখার পরে-
আর কাউকে দেখতে ইচ্ছে করেনি।
প্রিয়ভাষিণী তোমার কথা শোনার পর-
আর কারো কথা শুনতে ইচ্ছে করেনি।
সুহাসিনী তোমাকে ভালোবাসার পর-
আর কাউকে ভালোবাসতে ইচ্ছে করেনি।
নন্দিনী তোমাকে ছোঁয়ার পর-
আর কাউকে ছুঁতে ইচ্ছে করেনি
এগুলো যেন আমারই কথা। খুব, খুব চাই আমাকেও কেউ এভাবে বলুক। কিন্তু কেউ বলে না কেন! কবিতাটা অনেক ভালো লিখেছেন।
সুরাইয়া পারভীন
আপনার প্রত্যাশা প্রাপ্তিতে পরিণত হোক।
শুভ কামনা রইলো আপনার জন্য
আন্তরিক ধন্যবাদ জানবেন
ভালো থাকবেন সবসময়
পর্তুলিকা
আপনার জন্যও শুভেচ্ছা শুভকামনা রইল। ভালবাসায় ভরে উঠুক আপনার চারপাশ।
জিসান শা ইকরাম
আমাদের ইচ্ছে অসীম, আকাঙ্ক্ষা সীমাহীন,
তারপরেও চাই আমাদের ইচ্ছেগুলো পূর্ণতা পাক।
আকাঙ্খিত জনের কাছে এমন চাওয়া খুবই সুনিপুন ভাবে প্রকাশ করেছেন।
লেখার প্রকাশে মুগ্ধ হয়েছি।
সুরাইয়া পারভীন
প্রত্যাশা সবসময় অনাকাঙ্ক্ষিত জনের কাছেই হয়। সত্যিই অদ্ভুত প্রাণী বটে আমরা
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকবেন সবসময়
মনির হোসেন মমি
জীবনের সব চাওয়াই যদি পূর্ণ হত তবে অপূর্ণস্বাধ কোথায় পেতাম। চাওয়া পাওয়ার মাঝে বসন্ত আসে যায় এইতো জীবন। খুব ভাল লাগল কাব্যিক লেখা।
সুরাইয়া পারভীন
একদম সঠিক বলেছেন ভাইয়া
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকবেন সবসময়
বন্যা লিপি
কিছু অপূর্ণ ইচ্ছেরা অবিরাম বেঁচেই থাকে আপন আয়ু নিয়ে। নাহলে বোঝাই যেতনা পূর্ণতা কাকে বলে! বিষাদিত ফাল্গুন ভরে উঠুক আশাবাদি ইচ্ছের তরীতে।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন আপু
ভালো থাকবেন সবসময় 💓💓
সুপায়ন বড়ুয়া
অন্যরকম ভাললাগার মতো
রোমান্টিক একটি কবিতা।
যখন প্রয়োজন হয়
দিয়ে দাও সবিতা।
শুভ কামনা।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন দাদা
ভালো থাকবেন সবসময়
সাবিনা ইয়াসমিন
ইচ্ছে গুলো বেঁচে থাকার অবলম্বন। যতদিন ইচ্ছেরা উজ্জীবিত থাকে ততোদিনই মানুষ জীবিত থাকার কারণ খুঁজে পায়। ইচ্ছে থেকে ইচ্ছেতে যোগান আসে, নিত্ত-নতুন ছন্দ আসে দৈনন্দিন জীবনে। আপনার মনোবাসনা পূর্ন হোক, বসন্ত আসুক অনাবিল আনন্দের বার্তা নিয়ে।
শুভ কামনা 🌹🌹
* ফ্লাগুন হবে নাকি ফাল্গুন?
সুরাইয়া পারভীন
দারুণ বলেছেন আপু।
আন্তরিক ধন্যবাদ জানবেন
ভালো থাকবেন সবসময়
ঠিক করে দিয়েছি। কিন্তু ল্যপটপ থেকে তাই ওমন হচ্ছে
সঞ্জয় মালাকার
অপূর্ণতা আছে বলেই আমরা বসন্ত খুঁজি।
জীবনের সব চাওয়াই যদি পূর্ণ হত তবে অপূর্ণস্বাধ কোথায় পেতাম।
ফ্লাগুনের দখিনা বাতাস হয়ে-
উন্মত্ত মাতাল করো আমাকে।
শিহরণ জাগাও আমার অস্তিত্বে।
পড়ে ভালো লাগলো খুব, শুভ কামনা দিদি 🌹🌹
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন দাদা
ভালো থাকবেন সবসময়
ফয়জুল মহী
চমৎকার সৃষ্টি, পাঠে মুগ্ধ
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন
ভালো থাকবেন সবসময়