
বরাবরের মতো কথা থাকে সপ্তাহে
না, হ্যাঁ মতে জয়ী কোনো একদিন কথার মাহফিল বসাবো;
সেদিন——–
ভেজা রোদে চুড়ুই পাখির গড়াগড়ি মাখা বালি
এক উলঙ্গ মাছরাঙার ঠোঁটে আহত একটি মাছ
আবার- সব কিছু আহত করে বসবে চোখের সামনেই।
দৃষ্টি দুর্বল করে ফিরে যাবে এসব
দেখবে না- নিশ্চুপ আমি কত অবহেলিত সেই বিশেষ দিনে
অভিভাবকহীন চার দেয়ালে তুমি কত অসহায়
অব্যক্ত রূপ- সেদিন তোমার কাছে যেন শুকনো রুটির মতো
বারবার ব্যর্থ এসবের কারণ জিজ্ঞেস করে
স্বপ্রণোদিত হয়ে থেমে যাবো সেই আমি বিশেষ এক দিনে।
চুড়ুই পাখি, মাছরাঙা,ভেজা রোদ
সবাই আমাদের দৃষ্টিকটু অবহেলার ক্লান্তিতে ঘুমিয়ে যাবে।
ঠিক পৃথিবীর মধ্যাকর্ষণ শক্তির নিয়মেই
চলে যায়- দুজনার ছদ্মবেশে কারো কারো সেই বিশেষ দিনটি।
নেত্রকোনা, ময়মনসিংহ।
২১টি মন্তব্য
তৌহিদ
সেই বিশেষ দিন যেন কোনোদিনও না আসে এই কামনাই করি। কবিতা ভালো লেগেছে নাজমুল।
শুভকামনা রইলো ভাই।
নাজমুল হুদা
অনেক অনেক ধন্যবাদ ভাইয়া 😍।
শামীম চৌধুরী
কবিতাটিতে বেশ কয়েকটি পাখির নাম আনায় কবিতায় প্রকৃতির ছোঁয়া পেলাম। ভালো লাগলো কবিতাটি।
নাজমুল হুদা
অফুরন্ত ধন্যবাদ শ্রদ্ধেয় ভাইয়া 😍
নিতাই বাবু
এইদিন একদিন সেইদিন হয়ে যায়। এটাই হয়তো পৃথিবীর নিয়ম! তাই আমার এই সময় একদিন সেই -সময় হয়ে যাবে, যেদিন আমি থাকবো না।
লেখককে ধন্যবাদ। সাথে শুভেচ্ছা।
নাজমুল হুদা
অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধেয় কবি
প্রদীপ চক্রবর্তী
বিশেষ কোন একদিন!
..
প্রকৃতিময় কবিতা।
নাজমুল হুদা
ধন্যবাদ ভাই 😍
জিসান শা ইকরাম
ছোট কবিতায় অনেক ভালো লাগা।
নাজমুল হুদা
ধন্যবাদ ভাইয়া 😍
আরজু মুক্তা
প্রকৃতি হচ্ছে মা। তাঁকে বাদ দিয়ে কি কিছু হয়?
নাজমুল হুদা
প্রকৃতি হচ্ছে মা । দারুণ একটা অনুভুতি।
ধন্যবাদ আপু 😍। ভালো থাকবেন সবসময়।
ব্লগে নিয়মিত হবো সবার লেখা পড়বো।
বন্যা লিপি
চমৎকার প্রকৃতির বর্ননায় হতাসার আবেদন।
এমন বিশেষ কোনো একদিন ক্রমশঃ এগিয়ে আসছে আমাদেরই ভুলে।
ভালো লাগলো লেখা নাজমুল!
নাজমুল হুদা
অসংখ্য ধন্যবাদ আপু 😍
একটু মানসিকভাবে চাপে থাকার কারণে সবার লেখা পড়ে মন্তব্য করতে পারি না । আশাকরি তাড়াতাড়ি ব্লগে নিয়মিত হবো ।
ভালো থাকবেন সবসময় 😍।
মনির হোসেন মমি
ভেজা রোদে চুড়ুই পাখির গড়াগড়ি মাখা বালি
এক উলঙ্গ মাছরাঙার ঠোঁটে আহত একটি মাছ
আবার- সব কিছু আহত করে বসবে চোখের সামনেই।
দারুণ কবিতা দাদা।
নাজমুল হুদা
অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাইয়া 😍
একটু মানসিকভাবে চাপে থাকার কারণে সবার লেখা পড়ে মন্তব্য করতে পারি না । আশাকরি তাড়াতাড়ি ব্লগে নিয়মিত হবো ।
ভালো থাকবেন সবসময় 😍
মনির হোসেন মমি
কোন সমস্যা নাই ভাইয়া। সমস্যা কেটে যাক এই কামনা।তারপর না হয় হবে চুকিয়ে আড্ডা। ভাল থাকবেন ।
রেহানা বীথি
বিষাদ আছে, আছে প্রকৃতি।
ভালো লাগলো বেশ ।
নাজমুল হুদা
অফুরন্ত ধন্যবাদ আপু 😍
ভালো থাকবেন সবসময়।
সাবিনা ইয়াসমিন
বিশেষ দিনগুলো বিশেষ ভাবেই চলে যায়। শুধু রয়ে যায় বিশেষ অনুভূতিরা। চমৎকার লাগলো কবিতাটি।
শুভ কামনা 🌹🌹
নাজমুল হুদা
ধন্যবাদ প্রিয় আপু 😍
ভালো থাকবেন সবসময়।