বিশেষ কোনো একদিন

নাজমুল হুদা ২৪ আগস্ট ২০১৯, শনিবার, ১২:০৯:৪২পূর্বাহ্ন কবিতা ২১ মন্তব্য

বরাবরের মতো কথা থাকে সপ্তাহে
না, হ্যাঁ মতে জয়ী কোনো একদিন কথার মাহফিল বসাবো;

সেদিন——–
ভেজা রোদে চুড়ুই পাখির গড়াগড়ি মাখা বালি
এক উলঙ্গ মাছরাঙার ঠোঁটে আহত একটি মাছ
আবার- সব কিছু আহত করে বসবে চোখের সামনেই।

দৃষ্টি দুর্বল করে ফিরে যাবে এসব
দেখবে না- নিশ্চুপ আমি কত অবহেলিত সেই বিশেষ দিনে

অভিভাবকহীন চার দেয়ালে তুমি কত অসহায়
অব্যক্ত রূপ- সেদিন তোমার কাছে যেন শুকনো রুটির মতো

বারবার ব্যর্থ এসবের কারণ জিজ্ঞেস করে
স্বপ্রণোদিত হয়ে থেমে যাবো সেই আমি বিশেষ এক দিনে।

চুড়ুই পাখি, মাছরাঙা,ভেজা রোদ
সবাই আমাদের দৃষ্টিকটু অবহেলার ক্লান্তিতে ঘুমিয়ে যাবে।

ঠিক পৃথিবীর মধ্যাকর্ষণ শক্তির নিয়মেই
চলে যায়- দুজনার ছদ্মবেশে কারো কারো সেই বিশেষ দিনটি।

নেত্রকোনা, ময়মনসিংহ।

৭৭৩জন ৬১৮জন

২১টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ