
নিয়মের ঘূর্ণিপাকে আজ আমি শ্রান্ত,
গন্তব্যের ধ্বজা হারিয়ে গেছে দূর্বোধ্যতার উর্ণাজালে।
মননশীলতা থমকে গেছে ব্যর্থতার গড্ডালিকায়;
শূণ্যতার উপস্থিতি অহর্নিশি-
অমানিশার শামিয়ানা হয়ে আবর্তমান।
পথ হারিয়েছে পথের বিরাগ-অভিমানে;
অন্তর্জ্বালায় অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে ব্যথার শ্মশানঘাটে।
স্বপ্ন-জাগরণে ধেয়ে আসে অবিরত-বিরহের বিমূর্ততা;
ছুঁয়ে গেছে জীবনের চতুর্মাত্রিক পটভূমি;
ভবনদী বয়ে চলে সর্পিল গতিতে-
নিরাশার লন্ঠন হাতে নিয়ে।
চিরস্থায়ী ঠিকানার ডাক ভেসে আসে-
সুদূর তেপান্তরের মাঠ পেরিয়ে কর্ণযুগলে।
২৪টি মন্তব্য
ছাইরাছ হেলাল
দূর্বোধ্যতার উর্ণাজাল উজিয়ে মধুময় ডাক ভেসে আসে
তেপান্তরের মাঠ পেরিয়ে, আশার পিদিম জ্বেলে।
চলিবে।
সুপর্ণা ফাল্গুনী
নিরন্তর ধন্যবাদ ও কৃতজ্ঞতা। প্রথম হবার জন্যিও শুভেচ্ছা স্বাগতম। ভালো থাকবেন সাবধানে থাকবেন
প্রদীপ চক্রবর্তী
স্বপ্ন-জাগরণে ধেয়ে আসে অবিরত-বিরহের বিমূর্ততা;
ছুঁয়ে গেছে জীবনের চতুর্মাত্রিক পটভূমি;
ভবনদী বয়ে চলে সর্পিল গতিতে-
নিরাশার লন্ঠন হাতে নিয়ে।
.
ভবনদী সবসময় ভবঘুরে তার নেই যে ঠিকঠিকানা!
অনবদ্য কাব্যকথন দিদি।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ও কৃতজ্ঞতা দাদা। ভালো থাকুন সুস্থ থাকুন নিরন্তর শুভকামনা
মাহমুদুল হাসান
কবিতাটা হল অনেক ভালো
কবিতায় আজ মন হারালো।
সুপর্ণা ফাল্গুনী
হা হা হা । মন্তব্যে ছন্দ , লাগলো যে অনবদ্য। ভালো থাকবেন সবসময় শুভ কামনা রইলো
ফয়জুল মহী
কমনীয় ভাবনায় সৃজনশীল লেখা।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ভাইয়া শুভ কামনা রইলো। ভালো থাকুন সুস্থ থাকুন
সুপায়ন বড়ুয়া
“চিরস্থায়ী ঠিকানার ডাক ভেসে আসে-
সুদূর তেপান্তরের মাঠ পেরিয়ে কর্ণযুগলে।”
বিরহ ব্যাথায় কাতর হলে কি চলে
সুদিনের আশায় স্বপ্ন দেখার ছলে ?
ভাল লাগলো দিদি। শুভ কামনা।
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা দাদা। মন্তব্যে অনুপ্রাণিত হলাম। ভালো থাকুন সুস্থ থাকুন। নিরন্তর শুভকামনা
সাবিনা ইয়াসমিন
কবিতা পড়ে একটা কথাই কেবল মনে হচ্ছে,
এই কবিতার সম্পুর্ণ পাঠোদ্ধার করা আমার মতো মূর্খের পক্ষে সম্ভব না। মহারাজের ডিকসনারিটা যদি ধারে পাই তাহলে হয়তো চেষ্টা করতাম 🙁
যাই, মহারাজকে খুঁজে আনি..
সুপর্ণা ফাল্গুনী
🤭🤭 লজ্জায় মরে যাই। কি যে বলেন না। ভালোবাসা অফুরান ও কৃতজ্ঞতা
তৌহিদ
নিরাশার মাঝে একটুকরো খড়কুটো আশার আলো নিয়ে আসতে পারে। তবে কতটুকু কাজে দেয় তা নিজের কর্মের উপরেই নির্ভরশীল।
ভালো থাকুন।
সুপর্ণা ফাল্গুনী
ঠিক তাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা। ভালো থাকুন সুস্থ থাকুন।
শামীম চৌধুরী
আরেকটি ভাল লাগার কবিতা পড়লাম। ধন্যবাদ দিদিভাই।
সুপর্ণা ফাল্গুনী
আপনাকেও অনেক ধন্যবাদ আমার লেখাগুলো সময় নিয়ে পড়ে মন্তব্য করার জন্য। ভালো থাকবেন সুস্থ থাকবেন।
সঞ্জয় মালাকার
স্বপ্ন-জাগরণে ধেয়ে আসে অবিরত-বিরহের বিমূর্ততা;
ছুঁয়ে গেছে জীবনের চতুর্মাত্রিক পটভূমি;
ভবনদী বয়ে চলে সর্পিল গতিতে-
নিরাশার লন্ঠন হাতে নিয়ে।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ দাদা। ভালো থাকুন সুস্থ থাকুন। নিরন্তর শুভকামনা
জিসান শা ইকরাম
চিরস্থায়ী ঠিকানার ডাক ভেসে আসবে এত সকালেই!
কবিতা ভালো হয়েছে।
সুপর্ণা ফাল্গুনী
কখন কার ডাক আসে কেউকি বলতে পারে দাদা ভাই? ভালো থাকবেন শুভকামনা রইল। নিরাপদে থাকুন
হালিম নজরুল
নৈরাশ্যবাদ কেন!
হালিম নজরুল
সুন্দর কবিতা।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ও কৃতজ্ঞতা। ভালো থাকবেন সবসময় শুভ কামনা রইলো
সুপর্ণা ফাল্গুনী
তা একটু নৈরাশ্যবাদ ছাড়া মনুষ্য জীবন হয় কি?। ধন্যবাদ আপনাকে