
হৃদয়ের গভীর থেকে উঠে আসা,
শব্দগুলো যখন,
খাতার পাতায় একত্রিত সমাবেশে,
কবিতা হয়ে ফোটে।
ঠিক তখনই তুমি এসে,
হাজির হও আমার সামনে।
কিশোরী কন্যার মতো
বেনী দুলিয়ে।
সলাজ নয়নে,নত মাথায়।
আড়ে আড়ে চেয়ে দেখো
অদেখা কোন সুন্দরকে।
তুমি কবিতা না প্রেমিকা?
আমি মেলাতে পারিনা কিছুতেই।
১৭টি মন্তব্য
হালিম নজরুল
চমৎকার কবিতা।
ইসিয়াক
ধন্যবাদ ভাইয়া।
ছাইরাছ হেলাল
কবিতার প্রেমিক হয়ত একেই বলে।
ইসিয়াক
ধন্যবাদ ও শুভকামনা রইলো ভাইয়া ।
সুপর্ণা ফাল্গুনী
কি সুন্দর করে বললেন। তুমি কবিতা না প্রেমিকা? ভালো থাকুন শুভ কামনা রইলো
ইসিয়াক
আপনার প্রতি ও শুভকামনা রইলো আপু্
মনির হোসেন মমি
তুমি কবিতা না প্রেমিকা।বাহ্ চমৎকার জিজ্ঞাসা।
ইসিয়াক
কৃতজ্ঞতা রইলো ভাইয়া।
ভালো থাকুন সবসময়।
ফয়জুল মহী
সুনিপুণ লেখা।
ইসিয়াক
শুভবিকাল
সাবিনা ইয়াসমিন
কবিতায় ধরা দেয় প্রেমিকা,কবিতা প্রেমের চমৎকার বহিঃপ্রকাশ করলেন ইসিয়াক ভাই।
শুভ কামনা 🌹🌹
ইসিয়াক
শুভকামনা রইলো আপু।
সুপায়ন বড়ুয়া
কবিতা কবিতাই ,
প্রেমিকা নয়,
প্রেমিকাকে নিবেদিত
কিছু শব্দ গুচ্ছ যেখানে আছে কিছু কাব্যিক নির্যাস।
শুভ কামনা
ইসিয়াক
ভালো থাকুন দাদা সবসময়।
শুভকামনা।
আরজু মুক্তা
কবিতা আর প্রেমিকা একি মুদ্রার এপিঠ ওপিঠ
ইসিয়াক
ধন্যবাদ আপু্
জিসান শা ইকরাম
প্রেমিকাই কবিতা হয়ে আসে,
সুন্দর কবিতা।
শুভ কামনা।