বিভ্রম

ইসিয়াক ১৯ ফেব্রুয়ারি ২০২০, বুধবার, ০৫:৪১:৩৩অপরাহ্ন কবিতা ১৭ মন্তব্য

হৃদয়ের গভীর থেকে উঠে আসা,
শব্দগুলো যখন,
খাতার পাতায় একত্রিত সমাবেশে,
কবিতা হয়ে ফোটে।

ঠিক তখনই তুমি এসে,
হাজির হও আমার সামনে।
কিশোরী কন্যার মতো
বেনী দুলিয়ে।

সলাজ নয়নে,নত মাথায়।
আড়ে আড়ে চেয়ে দেখো
অদেখা কোন সুন্দরকে।

তুমি কবিতা না প্রেমিকা?
আমি মেলাতে পারিনা কিছুতেই।

১৩জন ৩৭০জন
0 Shares

১৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

ফেইসবুকে সোনেলা ব্লগ