
সকালের রোদ তখনও কৈশোর পেরিয়ে যৌবনে পদার্পণ করেনি, এমনি এক আলোকময় ক্ষণে বিভার জন্ম। সবার চোখ ধাঁধিয়ে গেল তার রূপের ঝলকে। বাবা-মায়ের অনেক সাধনার ধন এইমাত্র ধরিত্রীর বুকে অবস্থান নেয়া বিভা। বিভা এক পা হাঁটে দু’পা হাঁটে চারিদিকে শুধু আলোকরশ্মি ছড়িয়ে পড়ে।
কিন্তু বিভার জীবনের আলো একটু একটু করে নিভতে থাকে, জীবনের ভালো লাগা গুলো পরিণত হয় দূর্বিসহ যন্ত্রণায়। যেন প্রদীপের নিচে অন্ধকার বিভার জীবন । বিভা বের হতে চায় , হাসতে চায় কিন্তু অশুভ, শক্ত, নিষ্ঠুর করতলে চাপা পড়ে বিভার শৈশব, কৈশোর। বিভা নোংরা থাবায় বারবার কলুষিত হয়। চিৎকার করা কান্নাগুলো ঘরের বাইরে যেতে পারে না, হৃদয়ের গহীন অরণ্যে চাপা পড়ে, প্রতিফলিত হয় অন্ধকার হৃদয়-কুটিরে।
স্বপ্নের রঙীন পাখাগুলো একটি একটি ঝরে পড়ে অকালপ্রয়াত নোটিশে। এমন করেই বিভা হয়ে পড়ে স্বপ্নহীন, ধূসর বিবর্ণ মাতৃজঠরে। যেখানে কোনো নতুন আকার, রক্ত ধাবিত হয় না প্রজন্ম থেকে প্রজন্মে বিস্তারে। বিভারা এভাবেই উল্কাপিন্ডের মতো আলো ছড়িয়ে ঝরে পড়ে , হারিয়ে যায় কোনো গভীর খাদে যেখান থেকে আর ফেরা হয় না আকাশের চাঁদ, তারা হয়ে আলোর বাহক হবার।
‘নারী দিবসে’ নারীর মুক্তি আদৌ কি মিলেছে?? বিভারা জন্মায় মাংসপিন্ডের দলা নিয়ে, রাতের আঁধারে অন্ধ কুঠিরে শাহী খাদ্যভান্ডারে রূপান্তরিত হতে। নারীর মুক্তি নেই, মহাকাশে যতই নক্ষত্রের আলোক উৎসব পালন করো –
“বিভা-রা চিরবন্দী ঘরে-বাহিরে।”
ছবি-গুগল
১৮টি মন্তব্য
পপি তালুকদার
কথার সাথে একমত।নারীর আসলে মুক্তি নেই।চির বন্দীদশা নিয়েই তার জন্ম আমৃত্যু তা ধারন করতে হয়।
শুভ রাত্রি।
সুপর্ণা ফাল্গুনী
অভিনন্দন ও শুভকামনা রইলো প্রথম হবার জন্য। 💐💐। অসংখ্য ধন্যবাদ আপু সহমত পোষণ করার জন্য। নারী দিবসের শুভেচ্ছা ও শুভকামনা রইলো
সাবিনা ইয়াসমিন
কেউ বলে নারী একটি ফুলের মতো, সুবাসে মাতোয়ারা হবে ধরণী,
কারো কাছে নারী এক বহতা নদী, শ্রান্তিহীন, অক্লান্ত হয়ে কেবলই ছুটে চলবে,
আবার কারো কাছে নারী একটি জলন্ত প্রদীপ, নিজেকে পুড়িয়ে আলোকিত রাখবে চারিদিক,
বিশ্বের যত অন্তহীন চাওয়া প্রত্যাশা, কামনা-বাসনার আধার হিসেবে মানুষ নারীকেই বেছে নেয়। নারী সে যেন কেবলই এক নারী। মেয়েলোক, মেয়ে মানুষ, কখনো ফুল, কখনো নদী কখনো বিভা অথবা অরুন্ধতী! কিন্তু পরিচয় শুধু নারীতেই আটকে থাকে।
মানুষ হিসেবে বিভাদের মুক্তি মিলে না।
এমন লেখায় আরও অনেক কিছু বলা যেত, কিন্তু ইচ্ছে করছে না। ভালো থাকুন, নারী দিবসের শুভেচ্ছা আপনাকে।
সুপর্ণা ফাল্গুনী
এতো সুন্দর করে বিস্তারিত বলার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। ভালো থাকুন সুস্থ থাকুন। নারী দিবসের শুভেচ্ছা ও শুভকামনা রইলো
রোকসানা খন্দকার রুকু
“বিভা-রা চিরবন্দী ঘরে-বাহিরে।”
বিভাদের জন্য শুভকামনা। তারপরও ভালো থাকুক।
সুপর্ণা ফাল্গুনী
কতদিন পর আপনার মন্তব্য পেলাম 😍😍। খুব মিস করি আপনার মন্তব্য, লেখা। ভালো থাকবেন সবসময়। নারী দিবসের শুভেচ্ছা ও শুভকামনা রইলো
বোরহানুল ইসলাম লিটন
হৃদয়ের আগুনই মুক্তির পথ দেখায়
তাইতো আজ নারী পুরুষ সমান তালে চলছে ঘরে বাহিরে।
অনেক সুন্দর লেখায় মুগ্ধতা একরাশ।
আন্তরিক শুভেচ্ছা ও শুভ কামনা জানবেন নিরন্তর।
সুপর্ণা ফাল্গুনী
অফুরন্ত ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই কবি। চমৎকার মন্তব্য দিয়ে অনুপ্রেরণায় রাখার জন্য কৃতজ্ঞ। অবিরাম শুভেচ্ছা ও শুভকামনা রইলো
আরজু মুক্তা
এখন আমাদের উচিত সময়োপযোগী, আত্মবিশ্বাসী স্বাধীনচেতা মানবী তৈরি করা। যে এই কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়ে সমাজকে বোঝাবে। পরিবারকে বোঝাবে। বাধা তো আসবে। তবুও এগিয়ে যেতে হবে।
শুভকামনা।
সুপর্ণা ফাল্গুনী
ঠিক বলেছেন আপু। নিজেদের অধিকার, সম্মান নিজেদেরকে ই অর্জন করতে হবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে নারী দিবসের শুভেচ্ছা ও শুভকামনা রইলো।
খাদিজাতুল কুবরা
একদিন সুদিন আসবে সেই প্রত্যাশা রাখি আজকের নারী দিবসে।
বিভারা ইচ্ছে মতো ইচ্ছে গুলো পূরণ করবে।
খুব সত্যি বিভার ইতিবৃত্ত।
সব বিভাদের জন্য শুভকামনা অবিরত
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ আপু 💓🌹। নারী দিবসের শুভেচ্ছা ও শুভকামনা রইলো। ভালো থাকুন সুস্থ থাকুন
সুরাইয়া নার্গিস
চমৎকার লিখছেন দিদি ভাই।
শুভ কামনা রইল সকল নারীর জন্য
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ আপু। একরাশ শুভেচ্ছা ও শুভকামনা রইলো। নারী দিবসের শুভেচ্ছা রইল
তৌহিদ
পুরুষশাসিত সমাজে নারীদের মুক্তি দিতে আমরা পারিনি। নারীরা আজও ভোগ্য পণ্য হিসেবে বিবেচিত। এই অবস্থার উত্তরণ দরকার যা শুধুমাত্র মানসিকতা পরিবর্তনেই সম্ভব।
নারী দিবসের শুভেচ্ছা দিদি ভাই। শুভকামনা রইলো।
সুপর্ণা ফাল্গুনী
সত্যি গুলো বলার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা অবিরাম
ছাইরাছ হেলাল
আমরা তো দেখি নারী আর আগের মত আলাভোলা নিষ্পেষিত ছিচকাঁদুনে নির্জীব প্রাণী না,
সে তো অঘটন ঘটন পটিয়সী দুরন্ত দুর্বার!!
দিন পাল্টাইছে না!!
সুপর্ণা ফাল্গুনী
দিন তো বদলেছে সবার জন্যই কিন্তু মনমানসিকতা, ধ্যান ধারণা এখনো আগের মতই আছে নারীদের প্রতি। নারীরা এখন আরো বেশি ধর্ষিত, নিপীড়িত হচ্ছে ঘরে-বাইরে সমান তালে। কাজের ক্ষেত্র গুলো যেন আরো বিভীষিকাময়, শিশুরা ঘরে থেকে ও নিরাপদ নয় পুরুষের কাছে। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা অবিরাম