যদি বুঝতে পারতাম “আসি” বলে চলে যাওয়া মানে,
আর ফিরে আসা নয়।
হয়তো তখন আমি “আচ্ছা এসো” বলতাম না।
তোমাকে বলা হয়নি,
ফিরে চলে যে যায়, তাকে আমি আর ফিরে দেখিনা।
হ্যামিল্টন, কানাডা
১৯ জুলাই, ২০১৬ ইং।
**ছবিটি টেমস নদীর। সেই ২০১০ সালে তোলা। আর এ কয়টি পংক্তির জন্ম হয়েছে প্রিয় বন্ধু ফুলের একটি লেখা পড়ে। কৃতজ্ঞতা ফুল।
৩৮টি মন্তব্য
জিসান শা ইকরাম
যে চলে যায় সে আর ফিরে আসে না,
ফিরে চলে যে যায়, তাকে আমিও আর ফিরে দেখিনা।
প্রায় একই ছবি দিয়ে একটি পোষ্ট দেব ভাবছিলাম।
নীলাঞ্জনা নীলা
নানা এই ছবিটি তোমায় আমি দিয়েছিলাম। মনে আছে ২০১০ সালে ওই যে ইংল্যান্ড বেড়াতে গেলাম, তখন তুলেছিলাম।
নানা কিছু কিছু মানুষকে সুস্থ মন-মানসিকতা জন্মানোর জন্য সময় দেই। তবে তা নির্ধারিত সময়। তারপর গুডবাই। :=
ভালো থাকো নানা। -{@
মৌনতা রিতু
আজ এ বিষন্নতায় চলে গেলাম আরো বিষন্নে। আকাশে আজ রোদ ওঠেনি। তাই নীলিমাও খেলেনি।
আমি নীলিমায় আঁকব এক নতুন কোনো ছবি।
সুন্দর হয়েছে।
নীলাঞ্জনা নীলা
মৌনতা আপু এটা বিষণ্ণতার কথা নয়তো! বরং আত্ম-সম্মানকে ধরে রাখার কথা বলেছি।
আজ মনে হচ্ছে তোমার খুব মন খারাপ। মন ভালো হোক। -{@
গাজী বুরহান
যে চলে যাবার সে যাবেই,
খাঁচার ভেতর বাইন্দা রাখলেও
যাবে…
তাঁর মন চলে যাবে। :c
নীলাঞ্জনা নীলা
এক্কেবারে ঠিক বলেছেন। তবে যাক না। 😀
ধন্যবাদ আপনাকে।
ইঞ্জা
মন খারাপ হয়ে গেলো। 🙁
নীলাঞ্জনা নীলা
মন খারাপ হলো কেন? এটা তো আত্ম-সম্মানকে বড়ো করতেই লেখা।
যাক মন ভালো হোক।
ইঞ্জা
মন খারাপ হওয়াটা একান্ত আমার কিছু স্মৃতি ফিরে আসায়।
নীলাঞ্জনা নীলা
আনন্দময় স্মৃতি রোমন্থন করার চেষ্টা করুন। যে স্মৃতি জ্বালা দেয় সেসব আমি ভুলেও মনে করিনা।
ভালো থাকুন।
ইলিয়াস মাসুদ
এই চলে যাওযা নিয়েই আজ দু দিন মাথার ভেতর কেমন যেন ঝিম ধরে আছে….
কি আশ্চর্য্য ……..
আসলে সব চলে যাওয়া মানে ফিরে আসা না
নীলাঞ্জনা নীলা
যে চলে যায় যাক। যে আছে সে থাকলেই হলো।
কি বলেন?
মোঃ মজিবর রহমান
বন্ধনে থাকে মনে
চলে যায় চক্ষুর অপারে।
ভাল লাগলো আপু।
নীলাঞ্জনা নীলা
সুন্দর বললেন মজিবর ভাই।
ভালো থাকুন।
মোঃ মজিবর রহমান
ভাল থাকুন।
নীলাঞ্জনা নীলা
ধন্যবাদ মজিবর ভাই। 🙂
শুন্য শুন্যালয়
বন্ধুর নাম ফুল? বেশ তো! 🙂 ভালো লিখেছো নীলাপু।
নীলাঞ্জনা নীলা
হুম আপু ওকে আমি ফুল বলেই ডাকি।
আনন্দ দেয় তো, তাই।
ভালো রেখো। -{@
ছাইরাছ হেলাল
কেউ কেউ সত্যিই ফেরে না,
ছোট লেখাও ছোট না,
আবারো প্রমানিত।
নীলাঞ্জনা নীলা
যারা ফেরে না, তাদের জন্য অপেক্ষাও থাকেনা।
তবে যে আছে সে থাকলেই হলো। 🙂
আবু খায়ের আনিছ
আসি বলে গেলো বন্ধু আইল না……………… গান মনে পড়ে গেলো।
নীলাঞ্জনা নীলা
আনিছ ভাই বন্ধুরা যায়না। যারা যায় তাদের শত্রুর পদও দিতে নেই। কি ঠিক বললাম?
আবু খায়ের আনিছ
একদম ঠিক, যারা চলে যাওয়ার জন্য আসে তারা শত্রুও হতে পারে না। শত্রু ত পিছনে লেগে থাকে ছায়ার মত।
নীলাঞ্জনা নীলা
এইতো আমার ভাইয়ের মতো কথা! 😀
একেবারে ঠিক বলেছেন আনিছ ভাই। 🙂
ব্লগার সজীব
বিনি- বর্তন অর্থ কি আপু? যে যাবার সে চলে যাক।
নীলাঞ্জনা নীলা
ভাভু ভাইয়া বিনি-বর্তন মানে হলো ফিরে আসা/প্রত্যাবর্তন। এখানে আত্মসম্মানবোধকে ফিরিয়ে আনার কথা বলা হয়েছে। 🙂
খেয়ালী মেয়ে
যাওয়া বলে কিছু নেই, সবকিছুই নাকি ফিরে আসে একদিন,,,
যে নদী বিলীন হয়ে যায়,সেও নাকি একসময় ফিরে আসে মেঘ হয়ে,,,
এত্তো ছোট্ট লেখা কিন্তু ভালো লাগা রইলো অনেক বিশাল -{@
নীলাঞ্জনা নীলা
এ আমি কাকে দেখছি!!!
আমাদের পরী আপু ফিরে এসেছে। ওয়াও!
কেমন আছেন আপু? 🙂
খেয়ালী মেয়ে
অনেক ভালো আছি আমি,,কেমন আছো তুমি আপু?
নীলাঞ্জনা নীলা
আমি দিব্ব্যি ফাঁটাফাঁটি আছি। তোমায় অভিনন্দন নতূন জীবনের জন্যে।
স্বস্তি ছুঁয়ে থাক তোমায় পরী আপু।
মেহেরী তাজ
যে যাবে তাকে নিয়ে মাথা ব্যথা নাই! ভালো থাকুক সে।
ভালো হয়েছে।
নীলাঞ্জনা নীলা
যে যায় যাক। যে আছে সে বহাল তবিয়তে থাক। 🙂
ভালো থাকুন পিচ্চি আপু। -{@
নাসির সারওয়ার
থাক, ছোট কথারও ধার দেখছি কমনা!
ফিরে আসে, আসতে হয় বলেই।
নীলাঞ্জনা নীলা
ভাইয়ূ ফিরে এলেও আর সেই জায়গা কি থাকে? যারা রাখে তাদেরকে মানুষ বলে মনে করিনা।
ঠিক লাগলো কি কথাটা আমার?
অলিভার
“ফিরে চলে যে যায়, তাকে আমি আর ফিরে দেখিনা”
সত্যিই কি তাই! সত্যিই কি ফিরে দেখি না?
মাঝে মাঝে মনে হয় কিছু আত্মসম্মান, কিছু অভিমান সকল আগ্রহকে চাদর দিয়ে ঢেকে রাখে।
কিন্তু মন তো বারংবার ফিরে দেখার আকাঙ্ক্ষায় বিভোরই থাকে সন্তর্পণে।
আত্মসম্মান ক্ষুণ্ণ করে নয়, বরং আকাঙ্ক্ষার প্রদীপ নেভার আগেই ফিরে আসুক প্রিয়জন 🙂
নীলাঞ্জনা নীলা
অলিভার যারা ফিরে দেখে তাদের জন্যও আমি কোনো জায়গা রাখিনা। সময়ের যে ফাঁক তা আর কোনো সময় যোগ করেও পাওয়া যায়না। যারা সেটা জেনেও বোঝেনা, তাদের সাথে কোনো সম্পর্ক রাখাটাও ভয়ঙ্কর। আমি সেটাই মনে করি।
খুব সুন্দর মন্তব্যের জন্যে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন।
অপার্থিব
“ফিরে এসো” বলেন কিংবা না বলেন এক সময় সব কিছুই কেন্দ্রে ফিরে আসে, আসতে হয়…
নীলাঞ্জনা নীলা
এইমাত্রই লিখলাম অলিভারের করা মন্তব্যের প্রতি-মন্তব্যে। সময়ের যে ফাঁক তা আর কোনো সময় যোগ করলেও ফলাফলে শূণ্যই আসে। অপেক্ষা তার জন্যেই রাখা উচিৎ যে অপেক্ষার যোগ্য।
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে। 🙂