
কোন এক সিঁদুর রাঙ্গা গোধূলির ক্ষণে-
আকাশটা নেমে এসেছিল কপোল চুয়ে
বৃষ্টি-প্রেমিকের হাত ধরে;
জীবনের অঙ্কশাস্ত্রে কিছু যোগ-বিয়োগ,
গুণ-ভাগের পসরা সাজিয়ে-
পদ্ম-পাতায় জলকণার সৌন্দর্য বিকোতে।
মুছে যাওয়া পথ খুঁজে ফিরে অপেক্ষার দৃষ্টি;
পথ-হারা পথিক অশ্রুজলের আধারে নিমজ্জিত।
আলো-আঁধারির লুকোচুরি খেলায়
ঠিক-বেঠিক হিসাবটা গড়মিল ঠেকে অঙ্গুলির কড়ে;
চিল-শকুন ঘুরছে/উড়ছে উলঙ্গ নীলিমায়-
নৈর্ঋত থেকে ঈশানে মড়কের আশে।
রৌদ্রের লুকোচুরি খেলায় বিদিশা মানসচিত্ত।
আধো জাগ্রত/আধো নিষুপ্তিতে জীবন রহস্য কুঁড়িতেই দোদুল্যমান।
৩৮টি মন্তব্য
ফয়জুল মহী
অনন্য লেখা। অপরিসীম ভালো লাগলো।
সুপর্ণা ফাল্গুনী
প্রথম মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা অবিরত
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
অনবদ্য, সুন্দর লেখা। শুভ কামনা রইল।
সুপর্ণা ফাল্গুনী
অফুরন্ত কৃতজ্ঞতা জানাই। খুব ভালো লাগলো মন্তব্য। ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ কামনা রইলো
পার্থ সারথি পোদ্দার
বা!বা! বেশ ভালো লাগল কবিতাখানা।
সুপর্ণা ফাল্গুনী
অনেক দিন পর আপনার মন্তব্য পেয়ে খুব খুশি হলাম। আশা করি ভালো আছেন। অফুরন্ত কৃতজ্ঞতা ও ধন্যবাদ দাদা। শুভ কামনা অবিরাম
সুপায়ন বড়ুয়া
“কোন এক সিঁদুর রাঙ্গা গোধূলির ক্ষণে-
আকাশটা নেমে এসেছিল কপোল চুয়ে”
প্রকৃতির অপরুপ সাজে সজ্জিত আঙিনায়
দিদির আনন্দ উচ্ছলতায় বিদিশা মানসচিত্ত
ভাল লাগলো। শুভ কামনা।
সুপর্ণা ফাল্গুনী
দাদা মুগ্ধ হই বারবার আপনার সুন্দর মন্তব্যে। অবিরাম ধন্যবাদ ও কৃতজ্ঞতা। ভালো থাকবেন সুস্থ থাকবেন । নিরন্তর শুভকামনা
বন্যা লিপি
কবিতায় জীবনচিত্র প্রতীয়মান। প্রকৃতি আজ খেলছে লুকোচুরির খেলা। মানসচিত্ত বিদিশাসম অস্থির।
সকল মানবকুলের মঙ্গল প্রার্থনা।
শুভ কামনা।
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য। সকল মানবকুল, প্রাণীকুল ভালো থাকুক। নিরন্তর শুভেচ্ছা ও শুভকামনা 🌹🌹
প্রদীপ চক্রবর্তী
পদ্ম-পাতায় জলকণার সৌন্দর্য আমার কাছে বেশ ভালো লাগে কিন্তু তা অচিরে ঝরে পড়ে।
.
ভালো লাগলো দিদি।
সুপর্ণা ফাল্গুনী
ঠিক তাই দাদা। সৌন্দর্য বেশীক্ষণ স্থায়ী হয়না , তাই হয়তো সৌন্দর্যের এতো কদর। খুব ভালো লাগলো মন্তব্য। ভালো থাকবেন সবসময় শুভ কামনা রইলো
ইঞ্জা
সিঁন্দুর রাঙ্গা আকাশ, বাহ চমৎকার লিখেছেন আপু। 😉
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। অফুরন্ত ভাললাগা ও শুভকামনা রইলো আপনার জন্য
ইঞ্জা
শুভেচ্ছা আপু।
ইঞ্জা
😊😊
নিতাই বাবু
কবিতায় বাস্তবতা প্রতীয়মাণ। দারুণ লিখেছেন দিদি। শুভকামনা থাকলো।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ দাদা। আপনার মন্তব্যে খুশি হলাম। ভালো থাকবেন সবসময় শুভ কামনা অবিরাম।
ইসিয়াক
গোধুলি বেলার কাব্যে ভালো লাগা। ভালো লাগলো।
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ ভাইয়া। ভালো লাগলো জেনে খুশি হলাম। ভালো থাকুন শুভ কামনা রইলো।
ছাইরাছ হেলাল
‘আধো জাগ্রত/আধো নিষুপ্তিতে’ দারুন শব্দ-ব্যঞ্জনা সহ ভাব-মঞ্জুরি।
আপনি ঠিক ই বলেছেন হিসেবের সঠিকতা আমরা আজ ও নিরুপণ করতে পারিনি।
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ ভাইয়া । আপনার কাছ থেকে এত সুন্দর মন্তব্যে মুগ্ধতা ছাড়া আর কিইবা করার থাকে! আর্শীবাদ নিরন্তর কাম্য। ভালো থাকুন সর্বদা।
খাদিজাতুল কুবরা
শব্দের কারুকাজে সজ্জিত কবিতাটি খুব ভালো লেগেছে।
শুভেচ্ছা রইলো দিদি ।
সুপর্ণা ফাল্গুনী
ভালো লেগেছে জেনে যারপরনাই খুশী হলাম। অনুপ্রেরণায় ধন্য করেছেন। আশা করি আগামীতেও পাশে পাবো। শুভ কামনা রইলো অবিরাম
তৌহিদ
জীবনটা এরকমই, সবসময় হিসেবের খাতা মেলেনা আবার সবকিছু পূর্ণতাও পায়না। তবু আশায় বুক বেঁধে এগিয়ে যাই সামনে। এটাই জীবন কিন্তু!
বরাবরের মতই চমৎকার লেখা আপু। শুভকামনা সবসময়।
সুপর্ণা ফাল্গুনী
আপনার সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া। সহমত আপনার সাথে। ভালো লাগলো জেনে খুব ভাল লাগছে। নিরন্তর শুভকামনা
সাবিনা ইয়াসমিন
অপেক্ষার দিন ফুরিয়ে সুদিন/ সুসময় ফিরে আসুক।
শুভ কামনা 🌹🌹
সুপর্ণা ফাল্গুনী
সবার এটাই চাওয়া হোক আর তা যেন পূর্ণতা পায়। অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। শুভ কামনা নিরন্তর। 🌹🌹💓💓
সঞ্জয় মালাকার
কোন এক সিঁদুর রাঙ্গা গোধূলির ক্ষণে-
আকাশটা নেমে এসেছিল কপোল চুয়ে
বৃষ্টি-প্রেমিকের হাত ধরে;
জীবনের অঙ্কশাস্ত্রে কিছু যোগ-বিয়োগ,
গুণ-ভাগের পসরা সাজিয়ে-
পদ্ম-পাতায় জলকণার সৌন্দর্য বিকোতে।
অসাধারণ লেখা দিদি, বেশ ভালো লাগলো।
ভালো থাকবেনা সব সময় শুভ কামনা 🌹🌹
সুপর্ণা ফাল্গুনী
‘ ভালো থাকবেনা সব সময় শুভ কামনা ‘- দাদা ভালো থাকবো না? খুব ভালো লাগলো আপনার মন্তব্য। ভালো থাকুন সুস্থ থাকুন 🌹🌹
আরজু মুক্তা
কুঁড়িটা ফুল হয়ে ফুটুক
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ আপু । ভালো থাকুন সুস্থ থাকুন।
জিসান শা ইকরাম
প্রথম অংশে জীবনের উপলব্দি
২য় অংশে আধ্যাত্বিকতা।
সুন্দর হয়েছে ছোটদি।
শুভ কামনা।
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ দাদা ভাই। ভালো থাকবেন সুস্থ থাকবেন। নিরন্তর শুভেচ্ছা ও শুভকামনা রইলো
মোহাম্মদ আলী
দিভাই তোমার এই প্রথম কবিতা পড়লাম।
সত্যি তুমি অসাধারণ লেখো।
তোমার ফেজবুক আইডিতে এড হওয়ার ইচ্ছা জাগছে।
কিভাবে তোমার ফেজুবুজ আইডিতে এড হইতে পারবো।
আমার অন্য?
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আমার কবিতা পড়ার জন্য এবং ভালো লাগলো জেনে মুগ্ধ হলাম। ভালো থাকবেন সুস্থ থাকবেন
হালিম নজরুল
পথ-হারা পথিক অশ্রুজলের আধারে নিমজ্জিত।
—————ভাললাগা পঙিক্ত
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা আবারো নিয়মিত মন্তব্য ও অনুপ্রেরণার জন্য। ভালো থাকুন সুস্থ থাকুন