তোমার পোষাকে লেখা ছিলো, ‘মেইড বাই ব্লাড।
‘হাজার কন্ঠের আর্তনাদে কেঁপেছে আকাশ,কেঁদেছে বাতাস !
ফেলানীরা ঝুলে থাকে মানবতার কাঁটাতারের বেড়ায়
বিদায় তোকে দুঃখী তেরো,চৌদ্দ তোমায় স্বাগত জানাই।
পথে পথে জ্বলেছে মটর,কাবাব হয়েছে শ্রমিক
পুড়েছে বাংলা, কেঁদেছে সন্তানহারা মা,
গণতন্ত্রকে বলেছি না, রক্তের হলিতে গণতন্ত্র বাচাই !
বিদায় তোকে দুঃখী তেরো,চৌদ্দ তোমায় স্বাগত জানাই।
স্বাধীন দেশে হায়েনারা নেচেছে উদোম গাঁয়ে
ধর্মের নামে বলী হলো মানুষ, লুটেছে ধর্মালয় !
হায় হায় হায় রোল উঠেছে আমার সোনার বাংলায় ।
বিদায় তোকে দুঃখী তেরো,চৌদ্দ তোমায় স্বাগত জানাই।।
১২টি মন্তব্য
জিসান শা ইকরাম
সব আঁধার কেটে গিয়ে জেগে উঠবে সোনালী রোদ
শুভ নববর্ষ -{@
নীলকন্ঠ জয়
শুভ নববর্ষ। -{@
অনেক অনেক প্রার্থনা প্রিয় ভাইয়ার জন্য।
মোঃ মজিবর রহমান
২০১৩ সাল আমাদের কুরফার সাল বিদায় তোমাই, স্বাগত ২০১৪।
-{@ (3
নীলকন্ঠ জয়
আমার ভালো মন্দে কেটেছে। তবে হতাশারই ছিলো বেশিটা।
নতুন বছরের শুভেচ্ছা। -{@
ছাইরাছ হেলাল
সব গ্লানি মুছে ফেলে স্বাগত ‘চৌদ্দ’ তোমাকে ।
নীলকন্ঠ জয়
নতুন বছরের শুভেচ্ছা ভাইয়া। -{@
খসড়া
এমন দু:খজনক বছর যেন আর না আসে।
নীলকন্ঠ জয়
হুম। নতুন বছরের শুভেচ্ছা। -{@
হলুদ পরী সাদা নাকফুল
পুরাতন কে ভুলে নতুনের আলোয় নিজেকে আলোকিত করুন এই কামনাই করি ………শুভ নববর্ষ।
নীলকন্ঠ জয়
ধন্যবাদ। নতুন বছরের শুভেচ্ছা আপনাকেও -{@
শিশির কনা
কিছু ভালো এবং বেশ কিছু কষ্টের স্মৃতি আছে ২০১৩ সনে। নতুন বছর আসুক হাসি আর সুখ নিয়ে ।
শুন্য শুন্যালয়
তোমার পোষাকে লেখা ছিলো, ‘মেইড বাই ব্লাড।
সব কস্ট গুলো মিলিয়ে যাক ..
চৌদ্দ তোকে স্বাগত জানাই..