
উদাসীন পৃথিবীর এক কোণে বিজারিত যুথীকায়
তোমার ঠোঁট নিঃসৃত অমৃতকে সঞ্চিত করেছি-
আত্মদহনে, আমার গানের সুরে।
আমাকে ভুলে যাও সরে যাও ক্ষতি নেই;
সম্পূর্ণ ভোলার আগেই নিজের পদচিহ্ন এঁকে দিলাম-
চৈত্রদুপুরে, তোমার আঙিনায় দুয়ার পাশে।
তপ্ত বালিয়াড়ির বুকচিরে আহরিত কামনির্যাসের গাত্রোত্থানে
কিংবা নিরন্তর বয়ে চলা ঘাঘটের অন্ধকার অতল কূপে;
শতাব্দীর শেষ যে স্রোত ফুঁসে উঠবে
সেই ধারায় এখনো উঠছে আর নামছে-
খোঁপায় বাঁধা হলুদ এলামান্ডাটি।
আজ উদঘাটিত হয়েছে অতীতের সব ইতিহাস
আমি ছিলাম আছি থাকবো- সৃষ্টির আদি হতে অন্তে,
অসম মিলনের আলোক প্রকাশে;
নয়তো গড়ের মাঠের বিযুক্ত হংস রহস্যে।
ভালোবাসার অমৃত পেয়ালা হাতে নিয়ে
ঐ দূর পাণে, আকাশে জ্যোতির্ময় কালপুরুষ হয়ে;
যে রাত্রে সকল চিহ্নরা অচিনের মাঝে যায় মিশে
দ্বিধায়, ভয়ে- প্রবল কামোত্তাপের অগ্নি খরাতে।
২৪টি মন্তব্য
রেহানা বীথি
অপূর্ব লিখলেন
তৌহিদ
আপনারা পড়েন বলেই লিখতে উৎসাহ পাই আপু। তবে লেখায় ভুলভ্রান্তি হলে অবশ্যই ধরিয়ে দেবেন। লেখক হিসেবে আমি এখনো শিশু কিন্তু ☺
শুভকামনা জানবেন।🌹🌹
শফিক নহোর
পড়লাম বেশ ভাল লাগলো । শুভ কামনা রইল ।
তৌহিদ
পড়েছেন জেনে খুশি লাগছে। পাঠকরাই হচ্ছে লেখকের প্রাণ। আপনারা পড়েন বলেই উৎসাহিত হই দাদা।
শুভকামনা জানবেন।🌹🌹
প্রদীপ চক্রবর্তী
মনোমুগ্ধকর লেখনী দাদা।
অসাধারণ শব্দচয়ন।
শুভকামনা দাদা।
তৌহিদ
পড়ার জন্য ধন্যবাদ দাদা। ভালো থাকবেন।
নাজমুল হুদা
শব্দগুলো অনেক বলিষ্ঠ। যা লেখার ভিতরে রস ভেবে চিন্তে বের করে আনতে হয়। ঠিক লেখাটির মমার্থ ভালোবাসার দিকেই ইঙ্গিত করে।
সুস্থ থাকবেন ভাইয়া সবসময় 😍
তৌহিদ
আপনিও ভালো থাকবেন নাজমুল।
মনির হোসেন মমি
আজ উদঘাটিত হয়েছে অতীতের সব ইতিহাস
আমি ছিলাম আছি থাকবো- সৃষ্টির আদি হতে অন্তে,
অসম মিলনের আলোক প্রকাশে;
নয়তো গড়ের মাঠের বিযুক্ত হংস রহস্যে।
দারুণ বাক্য এ যেন কবি নজরুলের কবিতা পড়লাম।
তৌহিদ
কার সাথে কার তুলনা!! ভাই কবিতা আর লেখা যাবেনা। গল্পই ভালো মনে হচ্ছে।
আরজু মুক্তা
বাহ্ বা! মনের মাধুরি দিয়ে লিখেছেন।
ভালো লাগলো
শুভকামনা!
তৌহিদ
ধন্যবাদ আপু। ভালো থাকবেন।
বন্যা লিপি
দাঁত কি শুধু আমিই ভাঙি?
গ্রোথিত বাক্য রহস্য উন্মোচিত হতে হতে
একবেলা হোঁচট খেয়ে পড়া……
আমি ছিলাম
আমি আছি
রেখে, এঁকে দিয়ে যাবো আমার পদচিহ্ন।
তৌহিদ
দাঁত ভেঙে গেলো এত সহজেই? রহস্যের কি আর শেষ আছে? সবেতো শুরু। কালে কালে কত কিছু যে দেখবেন!!
পদচিহ্নের ছবি তোলার এখনো যে বাকী। একখান ক্যামেরা হইলে মন্দ হইতোনা কিন্তুক ☺☺
বন্যা লিপি
লিখে আবার মুছে ফেলেছিলাম। যাক আপনিই বলে দিলেন ….. “সবে তো শুরু ” এত কম কম দাঁত ভাঙতে হাজির হলে চলবে? একজন কবি মহারাজ, একজন তৌহিদ সাব…. বাহ বাহ বাহ্…..ব্লগাররা সব নড়বড়ে দাঁতের চিকিৎষায় এখানেই জড়ো হবে।😂😂😂
তৌহিদ
কার সাথে কার তুলনা!! মহারাজতো মুকুটধারী, আমি নগন্য ফুল পূজারি মাত্র।
দাঁত আমার নিজেরই নড়বড়ে, একজন ডাক্তারের ঠিকানা দেনতো আপু। তবে হ্যা, সেই ডাক্তার যেন নরম মনের হয়। দাঁতের রোগ সারাতে আবার ভালো দাঁতই না তুলে ফেলে।
সাবিনা ইয়াসমিন
কয়েকবার পড়লাম। ভীষন মনছোঁয়া লেখাটি। আসলেই সব কিছুর সমাপ্তি হয়না। কিছু চিহ্ন রয়েই যায়। অনেক ভালো লাগা রইলো কবিতায়।
শুভ কামনা 🌹🌹
তৌহিদ
আমার কবিতা কয়েকবার পড়তে হলে বুঝতে হবে পাঠকের বিশ্রাম দরকার!! ☺☺
ভালো লেগেছে জেনে উৎসাহ পেলাম আপু।☺
নিতাই বাবু
মান ছোঁয়া লেখা পড়ে মনটা ভরে গেল।
তৌহিদ
পড়ার জন্য ধন্যবাদ দাদা। ভালো থাকবেন।
ছাইরাছ হেলাল
কবি দেখছি আদি অনন্তের প্রেমের উপাখ্যান লিখে ফেলেছেন!
চলুক চলুক।
তৌহিদ
প্রেমতো অনন্তই। এখন ঘোর কলিযুগ বুঝলেন কিনা! চিহ্ন রেখে না আসলে সব অস্বীকার করে যে!!
কবি বলে খোটা দিলেন নাকি ভাইজান!!☺☺
ছাইরাছ হেলাল
নাহ্! খোটা না, তবে বেশি মনোযোগ দিতে বলছি।
এমন কিছু লিখলে। বোঝাতে পারলাম!!
তৌহিদ
বুঝতে পেরেছি ভাইয়া। মনে থাকবে।