
বিজয় তুমি মাঝির হাতে বেঁয়ে যাওয়া বৈঠা।
বিজয় তুমি শীতের সকালে খেজুর গুড়ের পিঠা।
বিজয় তুমি রৌদ্র পুড়া কৃষকের মাথাল ও লাঙল।
বিজয় তুমি গৃহ বধুর ধান উড়ানো কুলা ও আঁচল।
বিজয় তুমি কাছাড়ি বাড়ি রবীন্দ্রনাথের গান।
বিজয় তুমি সমাধিস্হ কাজী নজরুলের প্রাণ।
বিজয় তুমি শেখ মুজিবের ৭ই মার্চের ভাষণ।
বিজয় তুমি শহীদ জিয়ার ধানের শীষের ঘ্রাণ।
বিজয় তুমি শেখ হাসিনার দেশের প্রতি টান।
বিজয় তুমি খালেদা জিয়ার দেশ গড়া আহবান।
বিজয় তুমি ৭ বীরশ্রেষ্ঠের রেখে যাওয়া বাংলাদেশ।
বিজয় তুমি লাখো শহীদের রক্তে আঁকা দেশ।
বিজয় তুমি মুক্তিযোদ্ধার জীবন বলিদান।
বিজয় তুমি মুক্তিযুদ্ধে আমার মায়ের সন্মান।
বিজয় তুমি মাথা উঁচু করে আমার বেঁচে থাকা।
বিজয় তুমি প্রতিনিয়ত পতাকা বুকে আঁকা।
২২টি মন্তব্য
সুরাইয়া পারভিন
চমৎকার লিখেছেন
বিজয় দিবসের শুভেচ্ছা রইলো
নৃ মাসুদ রানা
ধন্যবাদ, বিজয় দিবসের শুভেচ্ছা রইলো।
ইঞ্জা
অসাধারণ অনুভাবী লিখণ, মুগ্ধতা অনিঃশেষ।
ধন্যবাদ ভাই।
নৃ মাসুদ রানা
ধন্যবাদ প্রিয়, মুগ্ধ হলাম।
ইঞ্জা
শুভেচ্ছা
সৈকত দে
বিজয় দিবসের
রেহানা বীথি
বাহ্, ভীষণ সুন্দর লিখলেন।
সবকিছুর মাঝেই মিশে আছে আমাদের বিজয়।
নৃ মাসুদ রানা
আসলেই, আমি আপনি আমাদের সবার মাঝেই…
নিতাই বাবু
বিজয়ের জয়ধ্বনি শুনলেই মনে পড়ে যায় সেসব দিনগুলোর কথা। কারণ আমি একজন ৭১-এর জীবন্ত সাক্ষী, তাই।
ভালো লিখেছেন। বিজয় দিবসের শুভেচ্ছা জানবেন।
নৃ মাসুদ রানা
ধন্যবাদ কবিবর। বিজয় দিবসের শুভেচ্ছা
সুপর্ণা ফাল্গুনী
অনেক সুন্দর, ছন্দময় একটি কবিতা। বিজয় দিবসের শুভেচ্ছা রইল
নৃ মাসুদ রানা
শুভেচ্ছা রইলো
সৈকত দে
বিজয় দিবসের শুভেচ্ছা জানাই। কবিতা টা সত্যিই অন্যরকম।
ছাইরাছ হেলাল
বিজয়ের শুভেচ্ছা আপনাকে।
নৃ মাসুদ রানা
আপনাকেও অনেক অনেক শুভেচ্ছা।
তৌহিদ
বিজয়ের সোনালী শুভেচ্ছা আপনাকে, বিজয়ের লেখা কবিতা ভালো হয়েছে।
শুভ কামনা রইলো।
নৃ মাসুদ রানা
অনেক অনেক শুভেচ্ছা
এস.জেড বাবু
বিজয় তুমি ৭ বীরশ্রেষ্ঠের রেখে যাওয়া বাংলাদেশ।
বিজয় তুমি লাখো শহীদের রক্তে আঁকা দেশ।
দারুন লিখেছেন
নৃ মাসুদ রানা
ধন্যবাদ প্রিয়, বিজয়ের শুভেচ্ছা।
মনির হোসেন মমি
এ বিজয় সকল দল মতের উর্ধে..বিজয়ের স্বপ্নকে যারা কলংকিত করতে চেয়েছিল কবিতায় তাদেরও আনাগোনা।ভাল লেগেছে কবিতা।আরো ভাল হত যদি বিতর্কীত নামগুলো না আসত। এ বিজয় যারা বয়ে এনেছিলো তাদের অনেককে তারা হত্যা করেছিলো। এ কথা ভুলে গেলে চলবে না অপরাধ যারা করে আর অপরাধীদের সাথে যারা চলে তারা উভয় অপরাধী।বিতর্কীত কিছু মুক্তিযুদ্ধারাই এ দেশে রাজাকারদের ক্ষমতায় এনেছেন।
ধন্যবাদ ভাইয়া কিছু মনে করবেন না।মত প্রকাশের স্বাধীনতা সবারই আছে সে জন্য এক অর্থে আপনার কবিতায় আমি মুগ্ধ।
নৃ মাসুদ রানা
একদম ঠিক বলেছেন, আমারও একই মত।
জিসান শা ইকরাম
অনেক সুন্দর কবিতা,
বিজয় মাসের শুভেচ্ছা নিন।