
সোনেলা ব্লগের অন্যতম লেখিকা সাবিনা ইয়াসমিন আপুর হাত ধরেই সোনেলা ব্লগে প্রথম হাতে খড়ি।
আমি তেমন ভালো কোনো লেখক নই। কাজেই,লেখার চাইতে পড়তে এবং শিখতে বেশি সাচ্ছন্দ্যবোধ করি।
সবার সাবলীল আচরণ আর সুশৃঙ্খল মনোভাব আমায় মুগ্ধ করেছে। মনে হয় সোনেলা ব্লগ আমার পরিবারের বাইরে অন্য আরেকটি পরিবার।
সাম্প্রতি ঘটে যাওয়া পৌষসংক্রান্তি উৎসব আয়োজনে গল্পে অংশগ্রহণকারি সকলেকে অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করছি।
উক্ত প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছেন শ্রদ্ধেয় নিতাই বাবু। দ্বিতীয় সম্মানিত লেখিকা রেহানা বীথি এবং তৃতীয় বিজয়ী তুখোড় লেখিকা শবনম মোস্তারী।
কবিতা লেখায় প্রথম স্থান অর্জন করেছেন সোনেলা ব্লগ এর সম্মানিতা লেখিকা সুপর্না ফাল্গুনী। দ্বিতীয় সোনেলা ব্লগে সম্মানিত লেখক অনন্য অর্নব এবং তৃতীয় বিজয়ী হয়েছেন, সোনেলা ব্লগের সম্মানিত লেখক এস জেড বাবু (অনুপস্থিত)।
সন্মাননা স্বারক ক্রেস্ট বিতরণ করেন, ব্লগ সঞ্চালক সম্মানিত জিসান শা ইকরাম।
সকলকে অনেক অনেক বিজয়ী শুভেচ্ছা ও অভিনন্দন। সোনেলা সকল ব্লগারের সুস্বাস্থ্য কামনা করছি। সকলের জন্য অফুরন্ত ভালোবাসা ও শুভকামনা রইলো।
সূত্রঃ নিতাই বাবু দাদা। ছবিঃ সংগ্রহীত।
২৮টি মন্তব্য
ছাইরাছ হেলাল
আপনি এলে আর ও ভালো হতো,
আপনাকে শুভেচ্ছা।
আমরা কেউ-ই তেমন কিছু লিখি না, আপনি আপনার মত-ই লিখুন ও পড়ুন।
সৈকত দে
ধন্যবাদ আপনাকেও। ভালো থাকবেন সবসময়। শুভ কামনা রইলো 🌹🌹
মনির হোসেন মমি
ভাইয়াকে মিস করেছি।না আসতে পারলেও মিলন মেলাকে মনে প্রানে ধারণ করে ছিলেন তাই জেনে খুবই ভাল লাগছে। আসলেই তাই আমরা সোনেলা পরিবার।দেখা হবে আবারো কোন মেলায়। ভাল থাকবেন।
সৈকত দে
অসংখ্য ধন্যবাদ। পাশে থাকবেন সবসময় এই প্রত্যয়ে সবার জন্য শুভ কামনা রইলো।
দেখা যাক ✋✋
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ দাদা। সত্যিই মিলনমেলা মনের মেলা হয়ে গেছিলো। আপনার জন্য ও শুভকামনা রইলো
সৈকত দে
বিজয়ী শুভেচ্ছা
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ দাদা
ইঞ্জা
আন্তরিক ধন্যবাদ দাদা, বেশ সুন্দর ও তথ্য নির্ভর লেখা।
সৈকত দে
আপনাকেও ধন্যবাদ। শুভকামনা আপনাকেও।
ইঞ্জা
শুভেচ্ছা রইলো।
হালিম নজরুল
সকলের জন্য রইল শুভকামনা
সৈকত দে
অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবসময়।
ফয়জুল মহী
খুবই ভালো লাগলো। ♥️
সৈকত দে
পাশে থাকার জন্য অশেষ ধন্যবাদ।
নিতাই বাবু
প্রাণের সোনেলা পরিবারের সকলকে দেখার জন্যই সহধর্মিণী অসুস্থ থাকা সত্বেও মিলনমেলায় ছুটে গিয়েছিলাম! কিন্তু না, সোনেলা ব্লগে অ্যাক্টিভ থাকা অনেকেই ছিলেন অনুপস্থিত! আবার অনেককে দেখার জন্যও অধীর আগ্রহে ছিলাম। কিন্তু না, দেখা আর হলো না। তবে অনেকের সাথেই দেখা হয়েছে, কথা হয়েছে। যা আমার জন্য ছিল একরকম ভাগ্য। সত্যি আমি ভাগ্যবান! আপনার সাথে দেখা হলে কথা হতো! পরিচয়ও হতো। তাও হয়নি! তবে আগামীতে মিস করবেন না, কিন্তু!
সোনেলা ব্লগ কর্তৃপক্ষ, মডারেটর-সহ অ্যাডমিনদের ধন্যবাদ জানিয়ে, আপনার জন্য শুভকামনা। আর সকল বিজয়ীদের জন্য শুভেচ্ছা অভিনন্দন।
সৈকত দে
আশীর্বাদ করিয়েন। দেখা হবে,কথাও হবে।
সুপায়ন বড়ুয়া
সকলকে বিজয়ী শুভেচ্ছা ও অভিনন্দন।
সাথে লেখককে ও
শুভ কামনা।
সৈকত দে
অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন সবসময়।
কামাল উদ্দিন
আপনার প্রতিও রইল অফুরান শুভেচ্ছা আর ভালোবাসা।
সৈকত দে
আপনাকেও শুভেচ্ছা ও ভালোবাসা।
জিসান শা ইকরাম
আপনি এলে আমাদের আরো ভালো লাগতো।
আমরা চেয়েছি সবাই আসুক।
মিলনমেলায় উপস্থিত না হয়েও মিলনমেলা নিয়ে লিখে আপনি প্রমান করেছেন যে সোনেলাকে আপনি কতটা ভালোবাসেন।
আগামী মিলনমেলায় আপনার উপস্থিথি কামনা করি।
শুভ কামনা, শুভ ব্লগিং।
সৈকত দে
আমি আগে থেকে খবর পাই নি। পরের বার দেখা হবে আশা করি।
আরজু মুক্তা
সামনে নিশ্চয় দেখা হবে সবার সাথে।
সৈকত দে
অবশ্যই। কেন নয়? শুভ কামনা।
সঞ্জয় মালাকার
দাদা সবার জন্য আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা।
শুভ ব্লগিং
ভালো থাকুন সব সময় নিরন্তর কামনা করছি ।
সৈকত দে
পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।
তৌহিদ
এমন মিলন মেলা প্রতিবছর অনুষ্ঠিত হয় এবং সামনে হবে। যদিও আমি উপস্থিত থাকতে পারিনি তবে সবাইকে খুব মিস করেছি। আপনার লেখার জন্যে ধন্যবাদ।
ভালো থাকবেন।
সৈকত দে
আমিও মিস করেছি।সবার জন্য শুভ কামনা। ভালো থাকবেন সবসময়।