
পাবলিক বাসে চলার সুবাদে মাঝে মাঝে মাঝে একটি বিষয় খুব পীড়া দেয়। বাসে ছাত্রদের হাফ ভাড়া দেয়া। প্রায়ই হাফ ভাড়া নিয়ে ছাত্রদের সাথে বাসের চালক ও হেলপারের সাথে তর্ক বিতর্ক হয়। শুধু তর্ক বিতর্ক নয় , এনিয়ে ছাত্রদের কটুকথা শুনতে হয়।
কিছুদিন আগে তেলের মূল্য বৃদ্ধি করা হয়। বাস মালিকরা বাস ভাড়া বৃদ্ধির দাবি তোলেন। এক্ষেত্রে তারা সফল হোন। প্রসঙ্গ বাস মালিকরা ছাত্রদের হাফ ভাড়া গ্রহণ করতে রাজি নন। তখনই ছাত্ররা প্রতিবাদস্বরূপ মাঠ নেমে আসে। প্রশাসন বিআরটিসি বাসে শিক্ষার্থীদের হাফ ভাড়া নেওয়ার ঘোষণা দেন। এরপর বেসরকারি মালিকানাধীন বাসে রাজধানী ঢাকায় শিক্ষার্থীদের অর্ধেক ভাড়া নেয়ার ঘোষণা করা হয়। ছাত্ররা ঢাকার বাইরে ও হাফ ভাড়া গ্রহণের জন্য দাবি জানিয়ে আসছে।
২০১৮ সালের ২৯ জুলাই রাজধানীর বিমানবন্দর সড়কে এক দূর্ঘটনায় দুজন স্কুল শিক্ষার্থী প্রাণ হারায়। ছাত্ররা তখন নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন করে এবং নয় দফা দাবি জানায়। ছাত্রদের দাবি বাস্তবায়নের কথা বলা হলেও, কার্যত সড়ক দুর্ঘটনায় বেড়েই চলেছে।রোড সেফটি ফাউন্ডেশনের এক জরিপে প্রকাশ- চলতি বছর সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে ১১৯ জন।
একটি দূর্ঘটনা সারা জীবনের কান্না। যার প্রিয়জন হারায় সেই বুঝতে পারে কতটা কষ্ট পার করতে হয়। নিরাপদ সড়ক চাই। এ দাবি শুধু ছাত্রদের নয়, এ দাবি আমাদের সকলের। চলচ্চিত্র নায়ক ইলিয়াস কাঞ্চন দীর্ঘদিন ধরে “নিরাপদ সড়ক চাই” আন্দোলন করে আসছেন। আমাদের শুভ বুদ্ধির উদয় হোক। ছাত্রদের হাফ ভাড়া দেওয়ার বিষয়ে সরকার প্রজ্ঞাপন জারি করলে । ছাত্রদের সাথে বাসের হেলপার এর সাথে বচসা হবে না। নিরাপদ সড়ক আমরা কখনো পাবো কি না জানি না।
১৮টি মন্তব্য
সাবিনা ইয়াসমিন
নিরাপদ সড়ক চাই ” এটা আমাদের সবার দাবী।
সড়ক দুর্ঘটনায় নিহতদের আত্মার শান্তির জন্য প্রার্থনা করি।
হালিমা আক্তার
সবার দাবি সত্ত্বেও নিরাপদ সড়ক অধরা থেকে গেল। অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা রইলো।
আলমগীর সরকার লিটন
আমরা সবাই ক্ষমতা লভি এই হাফ ভারা অনেকে থেকেই ছিল কিন্তু বর্তমান সরকার কি বলব ———-
হালিমা আক্তার
একদম সত্যি কথা বলেছেন। ধন্যবাদ ও শুভকামনা রইলো।
মোঃ মজিবর রহমান
সুন্দর একটি পোষ্ট কিন্তু সরকার গায়ে লাগাছেনা এটা খুবই মর্মাহত ব্যাপার। সরকার ইচ্ছা করলে খুব সহজেই এটা প্রজ্ঞাপনাকারে জারি করে সমাধান করতে পারে। অবস্থা দৃষ্টে মনে হচ্ছ এসরকার ঘোলা পানিতে কাজ করতে চাচ্ছে। যাহা কারো জন্যই মঙ্গাগলজনক নহে।
সরকার সাপের লেজ নিয়ে খেলছে তাই লেজেই এখন সরকারকে নিয়েও খেলছে।
সড়ক মন্ত্রী বলেছেন এর পিছনে কোন দলের হাত রয়েছে সেটা যেমন সত্য আবার সরকারও এই দলকে শায়েস্তা করার জন্যই বেশি খেলা খেলছে বলে মনে হই।
হালিমা আক্তার
চমৎকার মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা রইলো।
রোকসানা খন্দকার রুকু
সরকার এবং বাস মালিকদের এটা এক রকম আতাত। যা ঘটে ঘটুক সব জনগণের উপরদিয়ে যাক।।।
হালিমা আক্তার
জনগন যেন গিনিপিগ । চমৎকার মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ও অভিনন্দন রইলো।
বোরহানুল ইসলাম লিটন
সুন্দর লেখা!
দাবি উঠে কর্তৃপক্ষ মানতে চায় না
যদি মেনে নেয় বাস্তবায়ণ করতে চায় না।
এমনই এক ভঙ্গুর নীতিতে চলছি আমরা।
আন্তরিক শুভ কামনা জানবেন সতত।
হালিমা আক্তার
সুন্দর বলেছেন। ভঙ্গুর নীতিতে চলছি আমরা। আপনাকেও শুভেচ্ছা ও শুভকামনা।
নার্গিস রশিদ
বাচ্চাদের কোথায় যদি শুভ বুদ্ধির উদয় হয় । সুন্দর প্রকাশ। শুভ কামনা।
হালিমা আক্তার
অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা রইলো।
সুপর্ণা ফাল্গুনী
শুধু মৃত্যু নয় , আহত হয় যারা তারাতো সমাজের, পরিবারের কাছে অভিশপ্ত হয়ে যায়। যাদের বুক খালি হয় তারাই বুঝে এই ব্যথা। ক’দিন আগে বাবা তার প্রথম শ্রেণীর বাচ্চাকে স্কুলে ভর্তি করাতে গিয়ে দুজনেই মারা যায় এ যে কতটা মর্মস্পর্শী তা ভাষায় প্রকাশ করা যায় না। বাস ভাড়া বাড়িয়েই যাচ্ছে নানান অজুহাতে , জিম্মি হয়ে আছি আমরা সাধারণ জনগণ। সুন্দর বিষয় নিয়ে লেখার জন্য ধন্যবাদ আপু
হালিমা আক্তার
চমৎকার মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা রইলো।
মনির হোসেন মমি
পরিবহন সেক্টরে আমরা জিম্বি।তবে এটাও ঠিক ছা্ত্রদের এই একটি হাফ ভাড়া চালু ছাড়া আর কোথাওকী হাফ আছে৴বেতন সেশন ফি প্রাইভেট পড়ানো ভর্তি ফি কোথাও নেই হাফ।আন্দোলন সর্বোস্তরে হাফ হলে ভালো হত।
হালিমা আক্তার
সব জায়গায় কি হাফ করা সম্ভব। সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা রইলো।
ছাইরাছ হেলাল
ভাড়া বেড়ে যায় আবছেয়ে, কিন্তু হাফ হলেই তুলকালাম,
যাক, তবুও প্রাপ্তি।
হালিমা আক্তার
একদম সত্যি কথা বলেছেন। সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা।