যেসব তৎসম শব্দে ‘ষ’ রয়েছে তা বাংলায় অবিকৃত আছে। তৎসম শব্দের বানানে ষ এর সঠিক ব্যবহারের নিয়মই ষত্ব বিধান।
ষ ব্যবহারের নিয়ম
যেমন: ঋষি, বৃষ, বৃষ্টি।
যেমন: ভবিষ্যৎ, পরিষ্কার, মুমূর্ষ।
যেমন: অতিষ্ঠ, অনুষ্ঠান, নিষেধ, অভিষেক, বিষণ্ন(‘ণ্ন’ মূর্ধ-ণ পরে দন্ত্য-ন), সুষম।
যেমন: নিঃ + কাম > নিষ্কাম, দুঃ + কর > দুষ্কর, বহিঃ + কার > বহিষ্কার, নিঃ + পাপ > নিষ্পাপ।
যেমন: আষাঢ়, নিষ্কর, পাষাণ, ষোড়শ ইত্যাদি।
যেমন: সুষুপ্তি, বিষম, বিষয়, দুর্বিষহ, যুধিষ্ঠির ইত্যাদি।
কোথায় কোথায় ষত্ব বিধান নিষেধ বা খাটে না
যেমন: ভূমিসাৎ, ধূলিসাৎ, আকস্মাৎ।
যেমন: টেক্স, পুলিশ, জিনিস, মিসর, গ্রিস, স্টেশন, মুসাবিদা।
যেমন: পুরঃ + কার = পুরস্কার, ভাঃ + কর = ভাস্কর, তিরঃ + কার = তিরস্কার, পরঃ+ পর= পরস্পর, স্বতঃ + ফূর্ত= স্বতঃস্ফূর্ত
যেমন: মনঃ+ তাপ = মনস্তাপ, শিরঃ + ত্রাণ= শিরস্ত্রাণ
সুত্রঃ উইকিপিডিয়া
বানান নিয়ে যতকথা-(২) ই-কার না ঈ-কার
বানান নিয়ে যতকথা-(৩) ‘র’ না ‘ড়’
বানান নিয়ে যতকথা (৪) ণ-ত্ব বিধান
১৩টি মন্তব্য
ইকরাম মাহমুদ
উপকারী পোস্ট
নিহারীকা জান্নাত
ধন্যবাদ ভাই।
নীলাঞ্জনা নীলা
নিহারীকা আপা কতো কিছু যে মনে করিয়ে দিচ্ছেন আপনি।
অনেক অনেক ধন্যবাদ।
নিহারীকা জান্নাত
নিজের সাথে সাথে সবারই ব্যাকরণ ঝালাই হচ্ছে 🙂 সব তো প্রায় ভুলে খেয়েই ফেলেছিলাম।
পাশে থাকবার জন্য অনেক ধন্যবাদ আপা।
ছাইরাছ হেলাল
কী করে সবকিছু সবসময় মনে রাখব সেটা নিয়ে অতিদ্রুত জরুরী পোস্ট দিয়ে দিন,
দিতে হবে,
নিহারীকা জান্নাত
হ হেইডা মুইও ভাবতেয়াছিলাম 😀
জিসান শা ইকরাম
সমস্যা হইল এই বুড়া বয়সে এইসব আর মনে রাখুম ক্যামনে?
পোষ্টে লিংক দিতে পেরেছেন দেখে ভাল লাগছে 🙂
নিহারীকা জান্নাত
এখনো পর্যন্ত আপনি র/ড় জগাখিচুড়ি করে ফেলেন। শেখার ইচ্ছে থাকলে বয়স কি? ৭০ বছরের মহিলাও এবছর ক্লাস ফাইভের সমাপনী পরীক্ষা দিয়েছে। এক গ্লাস দুধ খেয়ে প্রতিদিন সকাল-সন্ধ্যা পড়তে বসে যাবেন 🙂
হ্যা লিংক আমি দিতে পেরেছি একা একাই।
শুন্য শুন্যালয়
ব্যাকরণ ছাড়াই হয়তো অভ্যাসের বশে এই বানানগুলো মোটামুটি ঠিক হয় তবে ভুল বানানও বেশ প্রচলিত।
ষ্টেশন, দুর্বিসহ এসব লিখতে দেখি অনেককেই।
ই/ঈ নিয়ে আরো পোস্ট চাই।
নিহারীকা জান্নাত
এবার থেকে দেবো ভুল বানান/সঠিক বানান। তাতে মনে হয় সুবিধে হবে সবার।
ধন্যবাদ তোমাকে।
মৌনতা রিতু
ম্যাডাম আফা, আবারো নাইন টেনের ব্যাকরণ পড়তে হবে। তয় আমি ছাত্রী কিন্তু অতোটা ভাল না। খাতা ভুল বিস্তর আকারে পাবেন। তবে ভুল ধরতে মজা লাগে :p যেমন ছেলের খাতায় ভুল পেলে গাল টানি চুলও টানি। লিখাই বার বার।
অনেক ভাল একটা সিরিয়াল লিখছো। পড়ছি একটু দেরি হলেও। লিখে যাও। অন্তত আবারো ঝালাই হবে।
নীহারিকা জান্নাত
হাহাহাহা আমি কিন্ত কঠিন মাস্টর। বেত নিয়ে ঘুরি 🙂
অনেক ধন্যবাদ আপনাকে।
মৌনতা রিতু
;( ;( ;(