বেনোজলে ভেসে যাই;
অপাংক্তেয় শ্যাওলার মত,
উপড়ে পড়া ঝাড়ের মত,
কুড়েঘরের বাস্তুচ্যুত ছউনির মত।
ভাসতে ভাসতে ঘুরপাক খাই
তীব্র প্রবল কোনও ঘূর্ণিপাকে,
ঘূর্ণিও ঘৃণায় উগরে দিলে,
অতৃপ্ত কোনও হঠাৎ বাঁকে,
জমে থাকা জঞ্জাল স্তুপে মিশে
আবর্জনার দুর্ভাগ্য হই ক্ষণিক।
হিম বিবমিষায় জঞ্জালও পরিত্যক্ত করে,
ভেসে যাই, ডুবে যাই, পাক খাই অবধারিত আক্ষেপে।
অথচ, তুমি সবল এক বাঁধ ছিলে।
কেন তবে নিজেরে ভেঙ্গে ভাসালে আমায়!
৮টি মন্তব্য
জিসান শা ইকরাম
ভেসে যাইয়েন না কবি
কবিতা ভালো লেগেছে ।
রাতুল
আর কত ভাসবেন ? এবার কোথাও স্থির হবার চেষ্টা করুন।
কবিতা সুন্দর হয়েছে।
রিমি রুম্মান
সুন্দর … শুভকামনা… -{@
আদিব আদ্নান
না ভাসার পণ করলেই হয় ।
আপনি খড়কুটো হতে পারেন না ।
ছাইরাছ হেলাল
বাঁধে ভাল করে লেপ্টে থাকুন ,
তাহলে আর বানভাসি হতে হবে না ।
শুন্য শুন্যালয়
ভাংগে আবার মানুষ নতুন বাঁধ বানায়..
ভেসে সে থাকেনা ..
নতুন করে গড়ুন ..সুন্দর কবিতা
নীহারিকা
বাহ!
যাযাবর
শুধু এটুকু জানি ভেসে যাওয়া যাবেনা । ভালো লিখেছেন ভাই । (y)