বানভাসি

বোকা মানুষ ২৩ ফেব্রুয়ারি ২০১৪, রবিবার, ১২:০৮:২৯পূর্বাহ্ন কবিতা, সাহিত্য ৮ মন্তব্য

বেনোজলে ভেসে যাই;
অপাংক্তেয় শ্যাওলার মত,
উপড়ে পড়া ঝাড়ের মত,
কুড়েঘরের বাস্তুচ্যুত ছউনির মত।

ভাসতে ভাসতে ঘুরপাক খাই
তীব্র প্রবল কোনও ঘূর্ণিপাকে,
ঘূর্ণিও ঘৃণায় উগরে দিলে,
অতৃপ্ত কোনও হঠাৎ বাঁকে,
জমে থাকা জঞ্জাল স্তুপে মিশে
আবর্জনার দুর্ভাগ্য হই ক্ষণিক।

হিম বিবমিষায় জঞ্জালও পরিত্যক্ত করে,
ভেসে যাই, ডুবে যাই, পাক খাই অবধারিত আক্ষেপে।

অথচ, তুমি সবল এক বাঁধ ছিলে।
কেন তবে নিজেরে ভেঙ্গে ভাসালে আমায়!

১জন ১জন
0 Shares

৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ