
ব্লগ নিয়ে লিখতে হলে প্রথমেই জানতে হবে ব্লগ কি ? ব্লগ সম্পর্কে অনেক কিছু জানি তা নয়, তবে যতটুকু জানি/ বুঝি তা থেকেই বলার চেষ্টা করবো। ব্লগ হচ্ছে ডায়েরি লেখার মতো। নিজের প্রাত্যহিক জীবনে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা সমূহ নিজস্ব দৃষ্টি ভঙ্গিতে বিচার বিশ্লেষণ করে লেখার মাধ্যমে অন্যদের জানানোটাই হলো ব্লগ। যিনি ব্লগ লিখেন তাকে ব্লগার বলা হয়।
একজন ব্লগার যেকোনো একটি নির্দিষ্ট বিষয় নিয়ে ধারাবাহিক ভাবে লিখতে পারেন, অথবা বিভিন্ন বিষয় নিয়ে ভিন্ন ভিন্ন মতাদর্শ নিয়েও লিখতে পারেন। ব্লগার যা ভাবেন সেটাই তিনি স্বাধীনভাবে প্রকাশ করার চেষ্টা করেন। নিজ মনোভাব প্রকাশে ব্লগের ভুমিকা অপরিসীম। এটা এমন একটি প্লাটফর্ম যেখানে খুব সহজেই নির্ধারিত বিষয়ের উপর নিজের বিবেচনা ও অন্যের মতামত আদান প্রদান করা যায়। বিশ্বের সব দেশেই নিজ নিজ ভাষার ব্লগ আছে। ব্লগে রাষ্ট্রের সাধারণ মানুষ হতে শুরু করে দলমত নির্বিশেষে সবাই অংশ নিতে পারেন। আমাদের দেশেও বড়ো ছোটো প্রচুর পরিমানে ব্লগ আছে। কোনোটি ব্যাক্তিগত আবার কোনোটি উন্মুক্ত। কিছু কিছু ব্লগ দলীয়ভাবেও আছে। রাজনীতি, খেলাধুলা, শিক্ষা, চিকিৎসা, সাংস্কৃতিক, ধর্মীয়, আস্তিক, নাস্তিক, মুক্তমনা, এমন শতশত রকমের ব্লগ নেটে সার্চ দিলেই পাওয়া যাবে। চাহিদা ও রুচির অনুযায়ী নানা জনে নানারকম ব্লগ বেছে নেন। অনলাইনে যারা লেখা-পড়া করেন তারা ব্লগ সম্পর্কে বেশি আগ্রহী থাকেন। এমন কোনো তথ্য উপাত্ত নেই যা ব্লগ থেকে পাওয়া যায়না। সমসাময়িক ঘটনাবলি সহ শিল্প-সাহিত্য সব কিছুই ব্লগে বিদ্যমান।
বর্তমানে ব্লগ ছাড়াও অন্যান্য সোস্যাল মিডিয়াতেও মানুষ লেখালেখি করে থাকেন। ফেসবুক লেখার জগতে জনপ্রিয়তার সবচেয়ে শীর্ষে। ফেসবুকের কল্যাণে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ রাতারাতি লেখকে পরিনত হয়ে যেতে পারেন। ব্লগ ও ফেসবুক দুটোই লেখাপড়ার ক্ষেত্র হলেও এ দু’টোর মাঝে মিল খুব সামান্যই। একজন ফেসবুকার ইচ্ছে করলেই যে কারো লেখা কপি করে নিজের বলে চালিয়ে দিতে পারেন, বিতর্কিত লেখা লিখে মন্তব্য নিজ নিয়ন্ত্রণে রাখতে পারেন, এমনকি তার লেখার পাঠক সংখ্যাও নির্ধারিত করে রাখতে পারেন। কিন্তু ব্লগ ফেসবুক থেকে একেবারেই বিপরীত। ব্লগে একজন লেখকের কাছে অন্যের লেখা কপি করা বা অন্যের লেখা নকল করাকে অসম্মানজনক মনে করা হয়। একজন ব্লগার কখনোই নিজের আত্মসম্মান বিসর্জন দিতে রাজি নন। নিজের চিন্তা চেতনা, মেধা আর শ্রমের সমন্বয়ে তিনি লেখেন। তার রচিত রচনা কেবল তারই সৃষ্টি হিসেবে পরিচিতি পায়। উন্মুক্ত মনে স্বাধীনভাবে সে যা কিছু গড়ে তোলেন তাই পরবর্তীতে অন্যদের নিকট অনুস্মরণীয় হয়ে উঠে। ব্যাক্তিগত ব্লগে যারা লেখেন তারা খুব একটা সমস্যায় না ভুগলেও উন্মুক্ত ব্লগে ব্লগারদের নানাবিধ সমস্যায় পড়তে হয়। অনেক সময় অতি সাধারণ লেখার কারণে মতামতের ভিন্নতায় বড়ো ধরনের বিপর্যয়ের মুখোমুখি দাঁড়াতে বাধ্য হয়। কারণ উন্মুক্ত ব্লগে লেখক-পাঠক কেউই দূর্বল নন। মন্তব্য-প্রতি মন্তব্য, কঠোর সমালোচনা কোনো কিছুই নিয়ন্ত্রিত থাকে না। অনেক ব্লগাররা এসব কারণে ব্লগিং ছেড়ে দিতেও বাধ্য হয়ে পড়েন। আমাদের দেশে ব্লগ ও ব্লগিংয়ে কতজন চিরতরে হারিয়ে গেছেন তা জানতে হলে খুব বেশি দূরের ইতিহাস ঘাটতে হবে না। একটি দেশ বা জাতির উপর ব্লগ এবং ব্লগারদের ভুমিকা অত্যন্ত বলিষ্ঠ রূপ নিতে সক্ষম। আমাদের দেশে অস্থিতিশীল ব্লগিংয়ের জন্যে শেষ পর্যন্ত বাংলাদেশ সরকার ব্লগ ও ব্লগারদের জন্যে আইন আরোপ করতে বাধ্য হয়েছেন।
আমার ব্লগ জীবনের শুরুটা বেশ সাদামাটা ভাবেই হয়েছিলো। ফেসবুকের এক নামকরা গ্রুপের সাথে এ্যাড থাকার সুবাদে বিভিন্ন ব্লগে ঘোরাঘুরি করতাম। গ্রুপটা ব্লগারদের মিলনস্থল ছিলো। নানামতের নানা স্বভাবের ব্লগারদের দেখতাম। কখনো হয়তো লিখতাম, কমেন্ট-রিপ্লাইয়ের তোড়ে ভুলেই যেতাম কী লিখেছি। এক সময় সব বাদ দিয়ে থিতু হয়ে গেলাম। কী হবে ব্লগার হয়ে যদি ঘাড়ে মাথাই না থাকে !! ব্লগার মানেই নাস্তিক কথাটা শুনে শুনে সেই যে কান একটা বাঁকা হলো তা এখনো মাঝে মাঝে সোজা হয় না।
একদিন খুব প্রিয় শ্রদ্ধেয় একজন আমায় দেখালেন তার অতিপ্রিয় সোনেলার উঠোন। প্রথম দেখাতেই মন জয় করে নিয়েছিল সোনেলার সৌন্দর্য। তার আমন্ত্রণের উত্তরে বলেছিলাম, এখন না। পরে হয়তো কোনোদিন দেখা হবে আপনার সোনেলায়। তারপর কেটে গেছে দিন-মাস-বছর। উঠোনে প্রবেশ না করেই ধীরে ধীরে চিনে নিয়েছি সোনেলার সোনালী মানুষদের। তাদের লেখা পড়ে হেসেছি , তাদের হাসি-আনন্দ দূর থেকে দেখেছি। ভালো লাগার তালিকায় যোগ করেছি সোনেলার সোনালী উঠোন। তারপর একদিন সোনেলার বাসিন্দারা আমায় ডেকে নিলেন তাদের মাঝে। মায়া, মমতা, ভালোবাসা, সম্মান, স্নেহ , সহযোগীতা সব কিছু উজার করে দিলেন আমার দুহাত ভরে। আমার ঠিকানা হয়ে গেলো সোনেলা ব্লগ। আমার পরিবারের নাম সোনেলা পরিবার।
সোনেলা নামকরণই বলে দেয় সোনেলা ব্লগের স্বকীয়তা। সোনেলার আভিধানিক কোনো অর্থ নেই। সম্পূর্ণটাই উপলব্ধির। এক কবি এক ঝকঝকে দুপুরে আনমনে বসে ছিলেন। হঠাৎ করেই সোনালি রোদের সৌন্দর্যে বিমোহিত হলেন। নির্মল আকাশ চারিদিকে প্রাকৃতিক সৌন্দর্য এর মাঝে ঝক্ঝকে রোদ। তিনি এই উজ্জল রোদকে তার প্রেমিকা হিসেবেই কল্পনা করলেন, যে তার সমস্ত অস্তিত্বকে এক অপার আলোতে উজ্জল করে দিয়েছে। এই প্রেমিকার নাম দিলেন সোনেলা। সম্ভবত সেই কবি ছিলেন জীবনানন্দ। সোনেলা হচ্ছে এক উজ্জল প্রেমময় রোদের নাম। সোনেলা ব্লগের নাম সোনেলা হয়েছে ব্লগ পরিবারের অবিচ্ছেদ্য একজনের কারণে। সোনেলার নামকরণ করেছেন, ব্লগের খ্যাতিমান কবি সম্রাট ছাইরাছ হেলাল। সোনেলাকে ভালোবেসেই তিনি এই নাম দিয়েছেন। সোনেলা যদি আমাদের উঠোন হয় তবে ছাইরাছ হেলাল সাহেব এই উঠোনের সবচেয়ে শক্তিশালী ইমারত। জিসান সাহেব এবং ছাইরাচ্ছ হেলাল সাহেবের অতন্দ্র প্রহরায় ব্লগবাসিগন এখানে তাদের যাবতীয় অনুভূতি, উপলব্ধি লেখার আকারে জমা রাখেন।
২০১২ইং এর ২৩শে সেপ্টেম্বর থেকে সোনেলার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। সোনেলার প্রতিষ্ঠাতা জিসান শা ইকরাম এই ব্লগটিকে পরম যত্নে গড়েছেন। উন্মুক্ত করে দিয়েছেন সবার মাঝে। এই ব্লগে কোনো সংঘাত বৈষম্য নেই। এখানে লেখকই পাঠক , পাঠকই লেখক। সবাই এখানে সসম্মানে নিজেদের লেখা প্রকাশ করেন, এবং সাবলীল ভাবে বিচরণ করেন। প্রায় সমস্ত ব্লগার অত্যন্ত আন্তরিক ও বন্ধু মনোভাব সম্পন্ন। অন্যান্য ব্লগে লিখতে হলে আগে ভালো লেখক হয়ে ঢুকতে হয় , কিন্তু সোনেলায় অবিরত/অবারিত উৎসাহ দিয়ে লেখক তৈরি করে। এর জন্য সোনেলা অন্যান্য সকল ব্লগ থেকে ভিন্ন এবং ব্যাতিক্রম। সোনেলা কর্তৃপক্ষের কঠোর নীতিমালা ও দক্ষ পরিচালনা সোনেলাকে একটি পরিচ্ছন্ন ব্লগ হিসেবে সুপ্রতিষ্ঠিত করেছে। বাংলা ব্লগ জগতে সোনেলা এক আলোকিত সূর্য।
সোনেলা ব্লগ আমাদের গৌরব। সোনেলা আমাদের প্রাণের উঠোন। সোনেলার নিরন্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করি।
৫১টি মন্তব্য
ছাইরাছ হেলাল
পরে পড়ে আসি।
সাবিনা ইয়াসমিন
পড়া শেষ ?
মাহমুদ আল মেহেদী
সোনেলার ইতিহাস, ইতিহাস হয়ে থাকবে এই চমৎকার লেখাটা। অনেক অনেক ভালো লেগেছে পড়তে। পড়ার সময় মনে হয়েছে নিজেদের উাঠানের ইতিহাস পড়ছি। অনেক চমৎকার ভাবে উপস্থাপনা করেছেন আপু।
সাবিনা ইয়াসমিন
ধন্যবাদ মেহেদী ভাই। প্রিয় ব্লগ নিয়ে লেখা শুরু করলে শেষ করা যাবেনা। যতটুকু পেরেছি তাই লেখার চেষ্টা করলাম। সোনেলা আমার আপনার এবং আমাদের সকলের উঠোন।
ভালো থাকুন, 🌹🌹
ছাইরাছ হেলাল
ইতিহাস জেনে আনন্দ লাভ করছি।
সোনেলা নামের ইতিহাস-ও জানার আওতায় এনে দিয়েছেন অনেক দিন পর, কষ্ট করে এত্ত এত্ত লিখেছেন,
তবে এই সোনেলা নামটি এখানে কে এনেছেন তা লিখে দিলে শান্তি-শান্তি লাগত!!
সাবিনা ইয়াসমিন
মহারাজ ,আপনিও ফাঁকি দেয়া শিখেছেন !! পড়া-শোনা ঠিকমতো করছেন না বোঝাই যাচ্ছে। পুরো লেখা আবার পড়ুন, তারপর শান্তিভাব কতটা এলো ঝটপট বলে ফেলুন। ☺
ছাইরাছ হেলাল
তাই তো ভাবছি এত্ত বুদ্ধি বালিশে রেখে কেমনে ঘুমান!!
শান্তি পাইছি ব্যাপক!!
সাবিনা ইয়াসমিন
বালিশে রাখিনা, বিছানার পাশে মোবাইলের ভিতর বুদ্ধি চার্জে দিয়ে ঘুমাই।
থাকুন শান্তি আর সমৃদ্ধি নিয়ে। শুভ কামনা রইলো 🌹🌹
🎖প্রহেলিকা🎖
পোত্থম পোত্থম! মেডেল সব আমার!
উপরে যারা আছে তাদের মাঝে দাবীদার কেউ নাই, তারা স্বজন ফজন মানুষ। মেডেল আমার। 🎖🎖🎖
সাবিনা ইয়াসমিন
হু, সব মেডেল আপনার। আরও লাগলে বইলেন। সবারটাও আপনার জন্যে নিয়ে আসবো। আপাতত এইগুলো রাখেন 🥇 🥈🥉🏅🎖
আরজু মুক্তা
একজন লেখকের উঠোন!এটা ভালো লাগলো।এখান থেকে সবাই ভালো লেখক হবে।এটাই আশা! আপনার জন্য শুভকামনা!
সাবিনা ইয়াসমিন
শুভ কামনা আপনাকেও। ভালো থাকবেন। 🌹🌹
মোঃ মজিবর রহমান
সোনেলা সোনেলায়।
সাবিনা ইয়াসমিন
সোনেলা শুধু সোনেলায় নয় ভাইজান। আমাদের মনের আকাশেও সোনেলা বিরাজমান।
ভালো থাকুন, শুভকামনা 🌹🌹
মেহেরী তাজ
আমার আমাদের প্রাণের উঠান ,ভালোবাসার জায়গা । এক অর্থে দূর্বলতা আর এক দিক দিয়ে শক্তির নাম আমাদের সোনেলা। সোনেলাকে ভালোবাসি ,ভালোবাসি সোনেলার প্রতিটি সহ লেখকে।
আপুউউউউ ইয়ে আপনাকে ও কিন্তু …।
☺️☺️
সাবিনা ইয়াসমিন
হ্যা তাজ, আমাদের শক্তি আর দূর্বলতা আমাদের এই প্রানের উঠোন। ভিন্ন ভিন্ন মতের মানুষ হওয়া সত্তেও এখানে এসে এক হয়ে যাই প্রানের টানে। আমাদের হাসি-কান্না সবকিছু ধারন করে আছে সোনেলা।
লাভ ইউউ টু ডিয়ার। সব সময় ভালো থাকো। শুভ কামনা আর অবিরত ভালোবাসা ❤❤
ইঞ্জা
সত্যই বলেছেন প্রিয় আপু, আপনার মতোই আমারও অনুভূতি প্রায় একি, সোনেলা আমাদের গৌর, সোনেলায় আমাদের প্রিয় উঠোন, যাকে ভালোবেসে এগিয়ে যাচ্ছি আমরা, ভালো থেকো সোনেলা, ভালো থাকুক সোনেলার সোনামনিরা।
আপু আপনাকে স্যালুট এমন একটি লেখা দেয়ার জন্য, আপনার লেখাটি আমি প্রিয়তে নিলাম। 😊
সাবিনা ইয়াসমিন
সোনেলায় আপনার অবদান কম নয় ইঞ্জা ভাইজান। সোনেলার জন্যে আপনার ভালোবাসা অনেকের চাইতেও বেশি। নিত্ত নতুন লেখক নিয়ে এসেছেন আপনি, ব্যস্ততম সময়ে থেকেও সবাইকে লিখতে উৎসাহ দিয়ে যান সব সময়। এই আমার ভুলভাল লেখা পড়েও সব সময় অকুন্ঠচিত্তে প্রশংসা করেছেন। সোনেলা আজ এতো প্রতিষ্ঠিত হতে পেরেছে আপনাদের মতো সোনালী মনের মানুষদের জন্যেই।
খুব ভালো থাকুন। কৃতজ্ঞতা সহ অনেক অনেক শুভ কামনা রইলো ভাইজান। 🌹🌹
ইঞ্জা
লজ্জা পেলাম আপু, ভালোবেসেই যা করার করেছি বা করবো, এতে আমার আত্মতুষ্টির কিছুই নেই, বরঞ্চ আপনারা যখন বলেন তাতে লজ্জাই পাই।
আপনি ভুলভাল লিখেন মানে, আপু ব্লগারদের মধ্যে সবচেয়ে ভুল বেশি আমিই লিখি তা জানেন নিশ্চয়। 😂
আপনিও ভালো থাকবেন প্রিয় আপু।
সাবিনা ইয়াসমিন
আমরা ভাই–বোন দুজনেই অনেক ভুল করি, এটা আর বলার দরকার নেই। 😜😜
মনির হোসেন মমি
আহা শান্তি!!!
এ যেন আপণ ঘর।
সাবিনা ইয়াসমিন
আমাদের শান্তির ঘর। এখানে আমরা হাসি আনন্দ করি, সুখ-দুঃখ ভাগ করি আবার অভিমানও করি। কিন্তু না এসে থাকতে পারিনা। মিলেমিশে একসাথেই থাকি।
শুভ কামনা মমি ভাই। ভালো থাকুন 🌹🌹
তৌহিদ
ব্লগ এবং ব্লগিং সম্পর্কে অনেক কিছু জানলাম আপনার লেখা পড়ে। আর সোনেলা সম্পর্কে এবং এর বলিষ্ঠ নীতিমালা সম্পর্কে যখন অবগত হয়েছি সোনেলাকে ভালোবেসে ফেলেছি।
আজ যতটুকু লিখতে পারছি এর পুরো কৃতত্বই সোনেলার। সোনেলার প্রতি কৃতজ্ঞতার শেষ নেই আসলে।
শুভেচ্ছা জানবেন আপু।
সাবিনা ইয়াসমিন
আপনার আমার মত সোনেলায় যারা লিখছি, তাঁদের অধিকাংশেরই ব্লগার হিসেবে হাতে খরি এই সোনেলা, আমাদের প্রাণের উঠোন।
আপনার জন্যও শুভেচ্ছা 🌹🌹🌹
তৌহিদ
ধন্যবাদ ভাই
তৌহিদ
আপু আপু, দুঃখিত।
সাবিনা ইয়াসমিন
সমস্যা নেই তৌহিদ–পু 😂😂
শামীম চৌধুরী
আমার জন্য লেখাটা খুবই উপযোগী হয়েছে। অনেক অজানা তথ্য জানলাম। ব্লগেই আছি সোনেলার সাথে আছি।
সাবিনা ইয়াসমিন
আপনি প্রথম পাখি গবেষক হিসেবে সোনেলায় এলেন। অল্পদিনের মধ্যেই আপনি জনপ্রিয় হয়ে গিয়েছেন। এর প্রধান কারণ হচ্ছে, আপনি কেবল আপনার লেখায় সীমাবদ্ধ নন, অন্যদের লেখায়ও আপনার সরব উপস্থিতি। একই পরিবারের সদস্য হয়ে সোনেলার উঠোনে বিচরণ করবো আমরা সবাই।
আপনাকে অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা 🌹🌹🌹🌹
শামীম চৌধুরী
ধন্যবাদ সাবিনা আপু।
আমি মনে করি এই সোনেলা উঠানে যিনিরা আছেন তিনিরা স্ব স্ব প্রতিভায় শ্রেয়ঃ ও গুনীজন। গুনীজনদেরতো সরাসরি আর ভালোবাসা বা শ্রদ্ধা নিতে পারবো না। আর সেই সুযোগটাও নেই ভার্চুয়াল জগতে। তাই ভাবলাম সবার সাথে সম্পর্কটা আরো নিবিড় করতে হলে সবাইকে বিরক্ত করা দরকার গঠনমূলক,উৎসাহ মূলক ও নেতিবাচক মন্তব্য দিয়ে। তাই বিনে পয়সায় সেই সুযোগটা নিচ্ছি। আর জনপ্রিয়তার কথা বলছছেন? সেটার কোন ভাবনা নেই আমার মাথায়। শুধু একটিই ভাবনা পুরস্কারের স্বীকৃতি নয় ভালোবাসার স্বীকৃতি চাই।
আপনার জন্যও অনেক শুভ কামনা রইলো আপু।
সাবিনা ইয়াসমিন
আলোচনা / সমালোচনার জন্যে সব সময় স্বাগতম। আপনি যেকোনো সময় সুযোগ কাজে লাগাতে পারবেন। পারমিশন দিয়ে রাখলাম। আর উৎসাহ তো আমাকে দিতেই হবে, নইলে লিখবো কিভাবে!!
আপনিও ভালো থাকবেন 🌹🌹
নীলাঞ্জনা নীলা
সোনেলা, যেখানে না এসে শান্তি পাইনা।
দারুণ লিখেছেন আপু।
সাবিনা ইয়াসমিন
আমার তো ঠিকানা হয়ে গিয়েছে এই সোনেলার নীড়। অন্য কোথাও না পেলে এখানে আমাকে পাবেনই 🙂
অনেক ভালোবাসা নীলাপু 🌹🌹🌹🌹
জিসান শা ইকরাম
অত্যন্ত সহজ সরল ভাবে পোষ্টটি লিখলেন,
আর একটি তথ্য দিলে মনে হয় লেখাটি পূর্ণতা পেতো। বাংলাদেশে যুদ্ধাপরাধীদের বিচারে গণজাগরণ মঞ্চ প্রতিষ্ঠিত হয়েছিল এই ব্লগারদের কারনেই, যে আন্দোলনে সরকার যুদ্ধাপরাধীদের বিচারের জন্য জাতীয় সংসদে আইন সংশোধন করতে বাধ্য হয়েছিলেন।
সোনেলা আমাদের সকলের প্রানের উঠোন।
লেখাটি প্রিয়তে নিলাম।
শুভ কামনা।
সাবিনা ইয়াসমিন
সুন্দর মন্তব্য দেয়ার জন্যে ধন্যবাদ। যতটুকু সম্ভব ছিলো তাই লিখেছি।
ভালো থাকবেন, শুভ কামনা 🌹🌹
মনির হোসেন মমি
কহন পোষ্ট দেন আগেই জানাইয়েন,,,কমেন্টস এর সিরিয়াল পিছে পইড়া যাই।সুন্দর লেখা,যুক্তি কারেক্ট।
সাবিনা ইয়াসমিন
আচ্ছা, এখন থেকে লেখা দিয়েই আপনাকে ডাকবো। 😊😊
আবু খায়ের আনিছ
শুরুটা কোথায় তা বলব না, তবে বিকশিত হয়েছিল সোনেলায়, আর তাই ব্লগিং এর নাম এলেই প্রথমেই ছুটে আসি এখানে।
সাবিনা ইয়াসমিন
সোনেলা আমাদের ব্লগ। আমাদেরই বিকশিত করেছে/ করছে শুরু থেকে আজঅব্ধি। ভাবতেই ভালো লাগে আনিছ ভাই।
খুব ভালো থাকুন। শুভ কামনা নিরন্তর 🌹🌹
লীলাবতী
খুবই সুন্দর ভাবে বুঝিয়েছেন ব্লগের সব কিছু। আমরা যারা সোনেলার প্রথম থেকে আছি তাঁদের দু একজনের নাম দিলে পারতেন আপু 😛
সাবিনা ইয়াসমিন
হাহাহাহা, প্রথম থেকে সোনেলার ব্লগারদের তালিকা লিখলে লীলাবতীর নাম অবশ্যই লিখতে হতো, আর আমারটা আসতো লেট এর তালিকায়। আমার বুঝি তাতে মন খারাপ হতো না !!
আমি না লিখলেও সবাই জানে লীলা ছাড়া সোনেলা অসম্পূর্ণ। 😊😊
ভালোবাসা অবিরত ❤❤
শাফিন আহমেদ
টুকিটাকি যা লেখালেখি হতো তা শুধু ফেসবুকের মধ্যেই সীমাবদ্ধ ছিল । আমার মত নতুন ব্লগারদের ব্লগ নিয়ে নানা কৌতুহলের অবসান ঘটবে আশাকরি এই লেখাটি পরে ।
অসংখ্য ধন্যবাদ এরকম একটা তথ্যবহুল লেখা দেয়ার জন্য ।
শাহরিন
কেন পাঠকদের জন্য কিছুই নাই, আরে ভাই পাঠক না থাকলে কি চলবে!
সাবিনা ইয়াসমিন
নাহ, একদম চলবেনা। আমিওতো সোনেলার নিবেদিত পাঠক। শুনেছি সোনেলা ব্লগ আপনাদের পারিবারিক সম্পদ। তা, আমাকে কি আপনাদের এই সম্পদের কিছু ভাগ দেয়া যায়? মানে,, পাঠক তালিকায় যদি একটু স্বীকৃতি দিতেন তাহলেই ধন্য হয়ে যেতাম। 😊😊
বন্যা লিপি
ব্লগ ব্লগিং নিয়ে অনেক ঝাপসা মেধা, এখন আরেকটু পরিপক্ক হলো। আমি শুধু জানি সোনেলা আমার “যেমন ইচ্ছে লেখার পাতা “।
শুধু সময় সুযোগের টানাপোড়েনে নিয়মিত লিখতে পারছিনা। তোমাকে অজস্র ভালোবাসা, চমৎকার লেখাটির জন্য ❤❤❤
সাবিনা ইয়াসমিন
*সোনেলা আমাদের যেমন খুশি তেমন লেখার পাতা * দারুন বলেছো। তা-ইতো যা খুশি তা লিখে যাই। ভুল হলো কি শুদ্ধ এসব নিয়ে কখনো ভাবি না।
ভালোবাসায় থাকো বন্যা, শুভ কামনা সব সময়। ❤❤
নাজমুল হুদা
সোনেলা সম্পর্কে কথাগুলো আরো অনুপ্রেরণা পেলাম।
সাহিত্যের ধারক বাহক সোনেলা, সোনেলা এগিয়ে চলুক আপনাদের মতো একঝাঁক গুণী মানুষের হাত ধরে।
জয় হোক সোনেলার…
সাবিনা ইয়াসমিন
সোনেলার জয় হবে ভাই, আমি তুমি আমরা সকলে মিলেই সোনেলার জয় নিশ্চিত করবো। আজ আমি লিখেছি সোনেলা নিয়ে, কাল তুমি লিখবে আমাদের সোনেলা নিয়ে,,,, এভাবেই সোনেলার সফলতা আর সম্মৃদ্ধি নিয়ে কেউ না লিখে যাবে। সোনেলার সবাই সোনালী মনের, এখানে যে থাকবে তার লেখায় সোনা রঙ ছড়াবে।
ভালো থেকো, শুভ কামনা অফুরন্ত 🌹🌹
নাজমুল হুদা
অসংখ্য ধন্যবাদ দিদি
সঞ্জয় মালাকার
সোনেলা ব্লগ আমাদে গৌরব ধন্যবাদ আপু।
সাবিনা ইয়াসমিন
স্বাগতম দাদা। ভালো থাকবেন সব সময়। শুভ কামনা 🌹🌹