অন্যের কথার উপর নির্ভর না করে নেটে সার্চ দিলেই পেতে পারি আমরা অনেক সত্যি ইতিহাস । স্বাধীনতার ঘোষনা সম্পর্কীয় ২ টি ভিডিও পেলাম যা ১৯৭১ এর ২৬ মার্চ প্রচারিত হয়েছে । ২৫ মার্চ গভীর রাতে পাক আর্মিরা ঢাকায় গণ হত্যা শুরু করার পরদিন বিশ্বের গন মাধ্যমগুলোর প্রচারের শীর্ষে ছিল বাংলাদেশের স্বাধীনতা ঘোষনা । অন্য একটি ভিডিও যেটায় মেজর জিয়ার স্বাধীনতার ঘোষনা আছে তা আমরা প্রায় সবাই শুনেছি । ভিডিও ৩ টি স্বাধীনতার ঘোষনা নিয়ে বিতর্কের অবসান ঘটাতে পারে।
CBS টেলিভিশনে প্রচারিত রিপোর্ট । CBS টিভিতে প্রাচারিত ‘ শেখ মুজিবর রহমান স্বাধীনতার ঘোষনা দিয়েছেন ‘ ‘ এমন নিউজ প্রচার করা হয় । যা ছিল ২৬ মার্চ ।
ABC টেলিভিশনে প্রচারিত রিপোর্ট । ABC নিউজেও ২৬ মার্চ প্রচার করা হয় যে শেখ মুজিবর রহমান স্বাধীনতার ঘোষনা দিয়েছেন।
এই ঘোষণাটি অনেকেই শুনেছেন । তারপরেও আবার দিচ্ছি এখানে সত্যি প্রকাশের স্বার্থে। এই ঘোষনাটি এসেছে ২৭ মার্চ , ১৯৭১ ।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান এর পক্ষে জিয়াউর রহমান এর স্বাধীনতার ঘোষনা ।
আমাদের স্বাধীনতা দিবস ২৬ মার্চ । ২৭ মার্চ নয় । স্বাধীনতার ঘোষণা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে জিয়াউর রহমান এর মৃত্যুর পর। স্বাধীনতার বিরোধী শক্তি বাঙালী জাতীকে বিভক্ত করার জন্য এই বিতর্কের জন্ম দিয়েছে । সঠিক ইতিহাস প্রতিষ্ঠিত হবেই একদিন।
১৮টি মন্তব্য
প্রহেলিকা
আপনাকে অসংখ্য ধন্যবাদ এই পোষ্টি শেয়ার করার জন্য। আমাদের সবার সত্য জানার প্রয়োজন রয়েছে। শুভেচ্ছা জানবেন ভাই। :THANK-YOU:
ব্লগার সজীব
আপনাকেও ধন্যবাদ ভাই ।
মা মাটি দেশ
অনেক ধন্যবাদ সত্য কিছু তথ্য উপহার দেয়ার জন্য। :Yes-Sir:
ব্লগার সজীব
সত্যটা জানা আমাদের জন্য অত্যন্ত জরুরী ।
লীলাবতী
ধন্যবাদ আপনাকে । -{@ -{@
ব্লগার সজীব
আপনাকেও ধন্যবাদ 🙂
রাতুল
ধন্যবাদ এই ভিডিও গুলো শেয়ার করার জন্য 🙂
ব্লগার সজীব
ধন্যবাদ আপনাকেও -{@
নীলকন্ঠ জয়
:THANK-YOU:
ব্লগার সজীব
:THANK-YOU:
শুন্য শুন্যালয়
অনেক ধন্যবাদ এমন পোস্টের জন্য ভাইয়া…
ব্লগার সজীব
ধন্যবাদ আপু 🙂
ছাইরাছ হেলাল
বেশ প্রয়োজনীয় দলিল ।
ব্লগার সজীব
আমার কাছেও তাই মনে হয়েছে ।
আদিব আদ্নান
আবারও দেখলাম ।
বারে বারে দেখতে ইচ্ছে করে ।
ব্লগার সজীব
সত্যি ইতিহাস দেখতে ইচ্ছে করবেই , যেখানে চেষ্টা চলে মিথ্যেকে প্রতিষ্ঠিত করার ।
হতভাগ্য কবি
সত্য লুকায় না
ব্লগার সজীব
লুকানো যায় না ।