বাঁচতে শিখো।

সঞ্জয় মালাকার ২৩ জুন ২০১৯, রবিবার, ০২:৪৫:২০পূর্বাহ্ন একান্ত অনুভূতি ২০ মন্তব্য

বাঁচতে শিখো,,

তুমি বাঁচতে শিখো সত্য এবং ন্যায়ের সঙ্গে
তুমি লাঞ্চিত জীবনেও আনন্দ পাবে
পাবে সত্যের অঙ্গীকার।

তুমি কারো আনন্দের মাঝে দিও না বাঁধা
তুমি নিজ দায়ীত্বে তাকে উৎসাহ দাও
সে যেন আরো আনন্দে হাসতে পারে।

তুমি তাকে বাঁচতে শিখাও…….
শিখাও আগামী দিনের কথা
যেন সে দুঃখে না থাকে।

তুমি সাহস দাও……
তাকে আরো উৎসাহ দাও
যেন সে জীবনটা সুন্দর করে সাজাতে পারে।

তুমি তার গন্তব্যে পৌঁছাতে বাঁধা দিও না
কখনো করনা উপহাস,
বুঝতে দিও না, সে দুঃখে আছে
বাস্তবতার সঙ্গে মিসতে পারবে!

তুমি সত এবং শান্তি বান হও
ঈশ্বর আল্লাও তোমাকে আপন করে নিবেন।

৯৭৮জন ৮৩২জন
0 Shares

২০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ