বাঁচতে শিখো,,
তুমি বাঁচতে শিখো সত্য এবং ন্যায়ের সঙ্গে
তুমি লাঞ্চিত জীবনেও আনন্দ পাবে
পাবে সত্যের অঙ্গীকার।
তুমি কারো আনন্দের মাঝে দিও না বাঁধা
তুমি নিজ দায়ীত্বে তাকে উৎসাহ দাও
সে যেন আরো আনন্দে হাসতে পারে।
তুমি তাকে বাঁচতে শিখাও…….
শিখাও আগামী দিনের কথা
যেন সে দুঃখে না থাকে।
তুমি সাহস দাও……
তাকে আরো উৎসাহ দাও
যেন সে জীবনটা সুন্দর করে সাজাতে পারে।
তুমি তার গন্তব্যে পৌঁছাতে বাঁধা দিও না
কখনো করনা উপহাস,
বুঝতে দিও না, সে দুঃখে আছে
বাস্তবতার সঙ্গে মিসতে পারবে!
তুমি সত এবং শান্তি বান হও
ঈশ্বর আল্লাও তোমাকে আপন করে নিবেন।
২০টি মন্তব্য
নিতাই বাবু
মানুষের প্রতি সুন্দর উপদেশ নিয়ে লেখা কবিতায় মুগ্ধ হয়ে গেলাম। আপনার এই কবিতাটি বানী হয়ে থাকবে বলে মনে করি।
সঞ্জয় মালাকার
ধন্যযোগ্য দাদা,
আপনাকে অসংখ্য ধন্যবাদ ও শ্রদ্ধা ভালোবাসা।
ভালো থাকুন সব সময় শুভ কামনা।
মনির হোসেন মমি
ধরা দাও চির সত্যের দুয়ারে…চমৎকার উৎসাহ ব্যাঞ্জণ কবিতা।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ দাদা….
অনেক অনেক শ্রদ্ধা ভালোবাসা রইলো।
শিরিন হক
খুবই সুন্দর মনের প্রকাশ ঘটালেন। মানুষ যেন এমনি হয়।বিধাতার কাছে তবে সে গ্রহনযোগ্য হবে।
শুভ কামনা
সঞ্জয় মালাকার
হু – ঠিকই বলেছেন আপু, এমনি হওয়া উচিত ।
ধন্যবাদ দিদি অনেক অনেক শুভেচ্ছা রইলো
ভালো থাকুন সব সময় নিরন্তর কামনা।
সাবিনা ইয়াসমিন
পরিবেশ পরিস্থিতি যেমনই হোক বাঁচতে শিখতে হবে। যে বেঁচে থাকতে চায়, তাকে সব প্রতিকূলতা জয় করে বাঁচতে হয়।
শুভ কামনা দাদা। 🌹🌹
সঞ্জয় মালাকার
ধন্যবাদ আপু ,
ঠিকই বলেছেন যে বেঁচে থাকতে চায় তাকে প্রতিকূলতা জয় করেই বাঁচতে হয়।
অনেক অনেক শুভেচ্ছা আপু।
নাজমুল হুদা
বাঁচতে চাই ,বাঁচার পরিবেশ চাই।
ছবিটি বিবেক কাঁপানো । লেখাটির মাধ্যমে আরো গতি পেল।
ধন্যবাদ দাদা
সঞ্জয় মালাকার
অজস্র ধন্যবাদ দাদা, শুভেচ্ছা অবিরাম।
ভালো থাকুন সব সময় শুভ কামনা।
তৌহিদ
লেখার সাথে ছবিটির দারুন সমন্বয় হয়েছে। আর লেখা নিয়ে কি বলবো! প্রতিটি বাক্যই দারুন, মনে নাড়া দিয়ে গেলো।
লিখুন দাদা, আপনার মতন করে।
সঞ্জয় মালাকার
ধন্যময় হালাম দাদা,
আপনাকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
ভালো থাকুন সব সময় শুভেচ্ছা অফুরন্ত।
আরজু মুক্তা
পরিবেশে যারা মানানসই তারা বেঁচে যায়।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ আপু, অনেক শুভেচ্ছা রইলো।
মাহবুবুল আলম
মানবিক কবিতা। মানবতা আজ বিবেকহীনদের আশ্রয়ে লেপমুড়ে ঘুম যায়।
তবে এ জন্য কবিদেরই জেগে থাকতে হয় জেগে থাকতে হবে।
সঞ্জয় মালাকার
প্রপ্তি,
অসংখ্য ধন্যবাদ দাদা, শুভেচ্ছা অবিরাম।
ভালো থাকুন সব সময় শুভ কামনা।
জিসান শা ইকরাম
শত প্রতিকুলতার মাঝেও বেঁচে থাকার প্রেরনা দিতে হবে।
শুভ কামনা।
সঞ্জয় মালাকার
হু, ঠিকই বলেছেন ভাই,
অসংখ্য ধন্যবাদ ভাই সকালবেলার শুভেচ্ছা রইলো।
শুভ সকাল।
রেহানা বীথি
ভীষণ ভালো লাগলো
সঞ্জয় মালাকার
ধন্যবাদ আপু,
অনেক অনেক শুভেচ্ছা ওভালো লাগা রইলো।
শুভ কামনা।