এই তোমার হাতটা এত শক্ত লাগছে কেন ? এমনতো ছিলনা!
-কতদিন পর হাতটা ধরলে বলতে পারবে?
হবে ২০বছর পর।
-তোমার কি মনে হয়না ২০ বছর অনেক সময়। এই সময়টাতে আমি প্রচুর কষ্ট করেছি । এক সময় দেশের সবচেয়ে নামকরা কলেজে তোমার সাথে পড়েছি। বিশ্ববিদ্যালয় শেষ করার পর সংসারে ঢুকেছি আর বের হতে পারিনি।এখন ছেলে বড় হয়ে গেছে ,হাসবেন্ড নিজের বিজনেস নিয়ে ব্যাস্ত।ছোট একটা বুটিক সপ চালানোর চেষ্টা করছি যাতে নিজে কিছু করতে পারি এবং কিছু মানুষের কর্মসংস্হান করতে পারি ।নিজ হাতে ফ্যাকটরির শ্রমিকদের সাথে দিনরাত কাজ করেছি।হাতের কোমলতা এখন অপ্রয়োজনীয় মনে হয়।নিজে কিছু করবো এই জিদ আমাকে তাড়িয়ে বেড়ায় সবসময়। এখন কিছুটা স্টেবল হয়েছি কিন্ত অভ্যেসটা পরিবর্তন করতে পারিনি।
বুঝলাম , তাইবলে নিজের খেয়াল রাখবেনা। চোখের নিচে কালিতো পারমানেন্ট করে ফেলেছো।
-তুমি আমার সবকিছু খেয়াল করো কেন ,আমারতো কষ্ট লাগে,যাদের খেয়াল করার কথা তারাতো কিছুই বলেনা।
আমিতো এমনই ,তোমাকে সবসময় বাহির থেকে দেখি ,ভেতর থেকে দেখার অধিকার কখনো ছিলনা।
-সেটাতো আমি ভালোভাবেই জানি ।তুমি জানো আমার খুব কান্না পাচ্ছে ,জীবনে আসলে কী চাই সেটা এখনও বুঝতে পারলামনা।একটা কথা বলি কিছু মনে করবেনা কিন্তু ।
বলো,কী এমন কথা ?
– পাশে বসে আমার কাঁধে তোমার হাতটা একটু রাখতে পাবরে,আমি একটু প্রান খুলে কাঁদবো।
তোমার চুল এমন কেন …কতদিন যত্ন নেওনা,পিঠও ঘামে ভেজা।
-কি !কর্রমজীবি নারীর ঘামের গন্ধ পেলে,বুকের ভেতর সুগন্ধি রুমাল রাখতে ভুলে গেছি।আচ্ছা একটা সত্যকথা আমাকে বলবে আজকে ।
ঠিক আছে বলবো।
-তুমি কী আমাকে ভালোবাসো?
উত্তরটা দেবার আগে তোমাকেই আমি প্রশ্নটা করতে চাই,উত্তর দিতে পারবে।
-উত্তর আমার জানা নেই তবে এটা বুঝতে পারি তুমি আমার খুব কাছের একজন বন্ধু ,বন্ধুত্বের মধ্যেও একটা ভালোবাসার রেশ থাকে,সেটা অস্বীকার করার কোন উপায় নেই।যোগাযোগটা বন্ধ করবেনা প্লিজ।
“চলে গেলেইতো শেষ, শেষ করতে কার বা ভালো লাগে?
থেকে গেলে বরং
চোখের ভেতর মন দেখতে, মনের আলো লাগে।”
(কবিতা~ সাদাত হোসাইন)
৬টি মন্তব্য
এস.জেড বাবু
চোখের ভেতর মন দেখতে, মনের আলো লাগে।”
কেমন যেন অপূর্ণ রয়ে গেল,
আরও পড়তে পারলে ভাল লাগতো।
শুভকামনা
সুপর্ণা ফাল্গুনী
সুন্দর হয়েছে অনুগল্প। ধন্যবাদ আপনাকে। ভালো থাকুন শুভ কামনা
হালিম নজরুল
শুরুটা চমৎকার
ফয়জুল মহী
সুন্দর উপস্থাপন ,বেশ ভালো লাগলো ।
কামাল উদ্দিন
আমি বলি আজ দু’জনার দুটি পথ ওগো……… 😀
মনির হোসেন মমি
দারুণ! অতীত সূখকর হলেও ফিরে পাওয়া মুশকিল।