
যদি আরো একটি বিকেল কভু আসে জীবনে
এই ঝরা পাতার মর্মর শব্দের মতো সুর তুলে-
কোন চঞ্চল চপল চারুলতার বনে,
আমি ছুঁয়ে দেবো তোর কোমল দুটি হাত ঐ ধূসর গোধূলির মতো করে-
সেই বসন্তে; প্রেমোন্মাতাল কোন সাঁঝের বেলায় ।।
যে চলন ছন্দে বিমুগ্ধ ঐ পাপিয়ার দল,
শঙ্কিত ময়ূরীর প্রসারিত পুচ্ছ আজ হয়েছে বিহ্বল,
লজ্জায় নত যতো সুন্দর ঐ প্রকৃতির –
আমি এই বিকেলটা ফিরে ফিরে চাই বারেবার।।
ও পলাশ ও শিমুল ও কি লাবণ্য লহরী পারুলের,
ম্লান তার সবখানি বসন্ত বিহারিনী পুষ্পরাজ গোলাপের,
আঁখি মেলে উঁকি মারে পিয়ে তোর রূপসুধা রূপমাধুরী-
আমি শুধু ছুঁয়ে চলি কোমল পেলব তোর সরু তনুখানি।।
অধরে অধর চেপে যেটুকু সময় আজ ছিলে মোর সাথে,
সহস্র জনম যেন পেরিয়ে এসেছি আমি এই শেষ প্রাতে,
এই মধুপুর আর এই শাল-শালিকের বনে ভাওয়ালের গড়,
সহস্র জনম ধরে স্বাক্ষী রহিলো পড়ে আমাদের প্রেমোপাখ্যানে।।
১৯টি মন্তব্য
ছাইরাছ হেলাল
সাক্ষী নিলেন বৃষ্টি বিলাস কে!
ভাওয়ালের গড় আর শালিক তো দেখতে পাচ্ছিনে!
এ তো অমর প্রেম!
ত্রিস্তান
ওই আর কি ? গল্পের জাদুকর কে দেখতে গিয়েছিলাম, তো সেটাই স্মৃতি হিসেবে রেখে দিলাম।
ফয়জুল মহী
মুগ্ধকর উপস্থাপন, প্রিয় শুভ কামনা I
ত্রিস্তান
অসংখ্য ধন্যবাদ ❤️
সুপর্ণা ফাল্গুনী
ছবি বৃষ্টি বিলাসে আর গাইলেন বসন্তের গান। এত আবেগ, প্রেম উপচিয়ে পড়ছে বসন্তের বুকে। প্রেমোপাখ্যান সার্থক হলো। ভালো থাকুন সবসময় শুভ কামনা রইলো
ত্রিস্তান
আমার কি দোষ? হুমায়ূন স্যার ওখানে শাল বনে বৃষ্টি বিলাস নাম দিলো ক্যান ? ওটা তো বসন্ত বিলাস হলেই ভালো হতো তাই না আপু😄
সুপর্ণা ফাল্গুনী
একদম ঠিক কথা বলেছেন। ধন্যবাদ ভাইয়া
সুপায়ন বড়ুয়া
বৃষ্টি বিলাসে থেকে বসন্ত বিলাস নিয়ে
রোমান্টিক কবিতা
ভালই লাগলো। শুভ কামনা।
ত্রিস্তান
আমার কোন দোষ নাই দাদাভাই, ওটার নাম বসন্ত বিলাস হলেই ভালো হতো বলে মনে করি।
আরজু মুক্তা
রোমান্টিক কবির রোমান্টিকতায় আমি মুগ্ধ।
ত্রিস্তান
অসংখ্য ধন্যবাদ আপু ❤️
সঞ্জয় মালাকার
বৃষ্টি বিলাসে থেকে বসন্ত বিলাস নিয়ে
রোমান্টিক কবিতা।
প্রেম উপচিয়ে পড়ছে বসন্তের বুকে।
শুভ কামনা 🌹🌹
ত্রিস্তান
অনেক অনেক ভালোলাগা দাদাভাই 😍
ইসিয়াক
খুব সুন্দর।
ত্রিস্তান
অসংখ্য ধন্যবাদ দাদাভাই 😍
জিসান শা ইকরাম
প্রেম তো অঝর ধারায় পরছে, শিক্ত করছে মন।
কবিতা ভাল লেগেছে।
ত্রিস্তান
কৃতজ্ঞতা অনিমেষ দাদাভাই 😍
সাদিয়া শারমীন
আপনার প্রেমোউপাখ্যান দারুণ,সুন্দর।
ত্রিস্তান
অনেক অনেক ভালোলাগা প্রিয়❤️