
নিপুণ-প্রয়োগ আত্মসমর্পণের পদ্ধতি খাটিয়ে
শিমুল/পলাশ বলছে, কড়ে-আঙ্গুল স্পর্শে,
সে আর কোথাও যায়নি/যাচ্ছে না;
এখানে, এই এখানে, অবশ্যই তার শেষ ঠিকানা!
বসন্ত এলেই বসন্ত আসে ফি বছর,
এরপর এভাবেই, সবার বুক কাঁপিয়ে/মাড়িয়ে
দিব্যি হাওয়া, অন্য কোন ঘাটে, অন্য কোন বন্দরে;
এ-ও এক নিঃশর্ত-নান্দনিকতা।
যথারীতি বসন্ত-নাগর অপেক্ষায় আছে,
শিমুল/পলাশ বনের অন্য প্রান্তে,
ফি বছরের মত।
ছবি……নেটের
২০টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
সত্যিই । বসন্ত আসে, বসন্ত চলেও যায়। আবার অপেক্ষার প্রহর গোনা। ভালো লাগলো। ভালো থাকুন
ছাইরাছ হেলাল
আসা আর যাওয়ার মাঝে আমাদের শুধুই প্রহর গোনা।
ভালো থাকুন প্রথম হয়ে।
সুপায়ন বড়ুয়া
বসন্ত নিয়ে সুন্দর উপস্হাপনা
আপনার জন্য শুভ কামনা।
ছাইরাছ হেলাল
আপনাকেও বসন্তের শুভেচ্ছা।
ফয়জুল মহী
অসাধারণ! শুভ কামনা আপনার জন্য
ছাইরাছ হেলাল
ধন্যবাদ আপনাকে।
আরজু মুক্তা
বসন্ত আসে চুপিচুপি।
ফাগুনি শুভেচ্ছা।
ছাইরাছ হেলাল
আপনি বলতে পারেন আসে সরবে, চলে যায় চুপে।
শুভেচ্ছা।
ত্রিস্তান
বসন্ত !!!
ছাইরাছ হেলাল
হ্যা।
কামাল উদ্দিন
আমরাও চাই বসন্তদের ঠিকানা হোক আমাদের এই দেশ। যারা বলে ভবিষ্যতে বাংলাদেশ এক ঋতুর দেশ হয়ে যাবে তাদের আশার গুড়ে বালি পড়ুক।
ছাইরাছ হেলাল
বসন্ত আসে কুহকিনীর বেশে!
কুহক শেষে ফিরে যায়, আসে আবার সেই আদি রূপে!
সাবধান কিন্তু।
হালিম নজরুল
যথারীতি বসন্ত-নাগর অপেক্ষায় আছে,
শিমুল/পলাশ বনের অন্য প্রান্তে,
ফি বছরের মত।
ছাইরাছ হেলাল
পড়ার জন্য ধন্যবাদ।
জিসান শা ইকরাম
বসন্ত-নাগর এর জন্য আমরা কি দু:খ প্রকাশ করব? 🙂
তার কি বসন্ত আসেনা ?
ছাইরাছ হেলাল
নাগর কোন ব্যাপার না,
বসন্ত নানান ঘাটে নাও ভিড়ায়।
তৌহিদ
বসন্ত আসে যায়, তবে সবার পালে কিন্তু হাওয়া লাগেনা মহারাজ। আমাদের মন উড়ুউড়ু করে একেকক্ষেত্রে একেকসময়, বসন্তের আর কি দোষ বলুন!
ছাইরাছ হেলাল
দেখুন পাল ঠিকঠাক ভাবে বাগিয়ে ধরুন, হাওয়া লাগতে বাধ্য।
তবে মনে রাখতে হবে তা খুব-ই সাময়িক শান্তি মাত্র।
বসন্ত আসে যাওয়ার জন্য, শুধু এইটুকু খেয়ালে আনুন।
সাবিনা ইয়াসমিন
বসন্তের অপেক্ষায় থাকে বলেইতো বসন্তের এত ভাব! কখনো এই ঘাটে কখনো ঐ হাটে নেচে-ঘুরে ফিরে আসে, ফিরে যায় আর-বছর/ ফি বছরের মতোই।
বসন্তের ভাব-সাব বজায় থাকুক আপন মহিমায় 🙂
ছাইরাছ হেলাল
ঘাটে ঘাটে নৌকা ভিড়িয়ে চলার অপর নাম বসন্ত!
তা সে বজায় রাখে, রাখবেও!