
“Spring in my mind
But the Autumn leaves fallen.
It’s spring in my mind,
As I am walking by I collect them all,
And I’m walking blind upon this road
Search of higher ground,
Don’t look back and don’t look down.”
***************************************************
খুব পছন্দের একটি লিরিক।
****************************************************
কুড়িয়ে নিয়েছি, শরত-ঝরা পাতাদের
রেখেছি বুকের অলিন্দে, পেছনে ফিরিনি;
দ্বিভাষিক কুলোপনা ভুলে সুদৃষ্টির জানালায়
আজ বসন্ত হাসে,
হাঁটছি ভ্রান্তি-ভঙ্গুর কবিতার টানে!
থেকে থেকেই কুহু-কুহু ধ্বনি ঐ ডাকে/ভাসে
খেয়াল-হৃদয় জুড়ে, ঝুঁকে পড়া সু-শীতল আক্রোশে;
কস্তূরী চাঁদ চটুল হেসে সামনে দাঁড়ায়
লুকিয়ে তুখোড়-ছুড়ি, রীতি মত চোর-পুলিশের
রক্তাক্ত সংঘাত, কবিতা তার চাই-ই!
রক্ত হৃদয়ে/হৃদয়ের রক্তে দ্রিম দ্রিম মৃদঙ্গে
সৃষ্টির বেদনা, প্রতীক্ষিত বসন্ত দূরত্বে দুরন্ত নয়;
কাছ ঘেঁষে দাঁড়িয়েছে, কুট্টি ভালুক ছানাটি লুকিয়ে।
ছবি……নেটের
২৯টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
এতো এতো কবিতা তাও কবিতা তার চাই-ই। আসলে এযে মনের খোরাক, তৃষিত হৃদয় তাই ভরেনা । শুভ হোক বসন্ত। ঐতো দরজায় কড়া নাড়ছে …
ছাইরাছ হেলাল
অনেক সুন্দর করে মন্তব্য করেছেন প্রথমেই,
দরজার কড়া নাড়িয়ে ভেগে যাওয়ার পাঁয়তারা করছে কী না কে জানে!
ফয়জুল মহী
মুগ্ধকর উপস্থাপন, শুভ কামনা I
ছাইরাছ হেলাল
ধন্যবাদ।
সাবিনা ইয়াসমিন
কবিতা আসুক কবিতা নিয়ে
দূর-বসন্তে, দুরন্ত বসন্ত-সঙ্গী হয়ে..
শীতের ঝরা পাতা উড়ে যাক
ভালুক দিবসের আন্দোলনে ;
হাহা, বসন্তকে ধরে যেভাবে টানাটানি শুরু হয়েছে , কবিতা না এসে যাবে কই!
হ্যাপি টেডি ডে মহারাজ। মোক্ষম দিনেই কুট্টি ভালুকের দেখা পেয়েছেন 😀😀
★ রেখছি বুকের অলিন্দে, পেছনে ফিরিনি;
এই লাইনে একটা ে কার দিতে ভুলে গেছেন 🙂
ছাইরাছ হেলাল
কবিতারা আসে, আগুন রঙের ফুলঝুড়িতে,
সাময়িক হাতছানিতে, ভেলকি দেখিয়ে।
তবুও কবিতা আমাদের প্রিয় থেকেই যায়, এহেন টানাপোড়নে!
আপনাকেও ভালুকের শুভেচ্ছা।
বানান ঠিক করে নিয়েছি।
কামাল উদ্দিন
কোকিল এবং কবি সবাই এখন বসন্ত নিয়ে ভুল করে। দুজনেই দেখছি অগ্রীম সূর তুলে ধরণী তলে……শুভেচ্ছা জানবেন ভাই।
ছাইরাছ হেলাল
ঋতুরাজ কে বরণ করে নিতেই হয়, আমরা নেই-ই।
আপনাকেও শুভেচ্ছা।
কামাল উদ্দিন
তাহলে আমাকেও সাথে নেন 😀
ছাইরাছ হেলাল
আপনি সাথেই আছেন/থাকবেন ও।
তৌহিদ
এমন কবিতায় বসন্ত দূরে নয় কাছে টানে। বসন্তের অপেক্ষায় আছি আর আপনার কবিতারও।
ছাইরাছ হেলাল
তা না হয় বুঝলাম,
আপনার বসন্তকে একটু ভাল করে আমাদের দেখান।
মোঃ মজিবর রহমান
বাহ কবি অনন্ত হৃদ মাঝে।
বসন্ত হোক দুরুন্ত বা ফুলহীন
সময়ের ঘোরে সময় আত্বায় জাগ্রত পাতাহীন
ফুলেরা হৃদয়ান্তরে রসবোধ দুস্টামি রক্তহীন।
ছাইরাছ হেলাল
আপনাকেও বসন্তের শুভেচ্ছা।
মোঃ মজিবর রহমান
শুভেচ্ছা রইল রক্তিম শিমুলের গন্ধহীন ভালবাসা।
ছাইরাছ হেলাল
আপনাকেও শুভেচ্ছা।
সঞ্জয় মালাকার
তৃষিত হৃদয় তাই ভরেনা,
প্রতীক্ষিত বসন্ত দূরত্বে দুরন্ত নয়
হৃদয়ান্তরে রসবোধ দুস্টামি রক্তহীন।
রক্ত হৃদয়ে/হৃদয়ের রক্তে দ্রিম দ্রিম মৃদঙ্গে
সৃষ্টির বেদনা, প্রতীক্ষিত বসন্ত দূরত্বে দুরন্ত নয়;
কাছ ঘেঁষে দাঁড়িয়েছে, কুট্টি ভালুক ছানাটি লুকিয়ে
ছাইরাছ হেলাল
ভাল থাকবেন।
হালিম নজরুল
কবিতায় শব্দমালার গাঁথুনি চমৎকার
শাহরিন
বসন্ত প্রতিবারই আসে, আসবে। প্রকৃতি আমাদের মনে রাখে কিন্তু কাছের মানুষেরা না।
ছাইরাছ হেলাল
প্রকৃতি নিয়ম মেনেই আসা-যাওয়া করে।
কিছু না-বলা ভালোবাসা থেকেই যায়, চলে/কমে যায় না।
বহুদিন পর আপনার নাগাল পেলাম, নিত্য-ব্যস্ততার অজুহাত ছাড়াই।
অনেক ধন্যবাদ পড়ার জন্য।
জিসান শা ইকরাম
দেশে তীব্র টেডি সংকটে আসি আসি বসন্তে নিয়ে এলেন কুট্টি ভাল্লুক।
আজকাল সবকিছুই লাগে 🙂
ছাইরাছ হেলাল
বসন্তে(মেকি) সব, সব কিছুই লাগে।
সংকট-ফংকট বলে দুনিয়ায় কিচ্ছু নেই
আরজু মুক্তা
কবিতা দিয়ে ছোট কথায়, অনেক কিছু বলা যায়। আর আপনি খুব সুন্দর করে এটা পারেন।
ছাইরাছ হেলাল
অল্প কটি কথায়, অল্প একটু মন্তব্য অনেক অনেক
প্রশংসা আপনি করে ফেলেছেন।
অনেক ধন্যবাদ।
সুরাইয়া পারভীন
কবি কবিতাকে
নাকি কবিতা কবিকে
কে কাকে ফালাফালা করছে যেনো-
তুখোড় ধাঁরালো ছুড়ি দিয়ে?
ছাইরাছ হেলাল
আরে নাহ্,
আমরা তো কবিতায় বাঁচি, কবিতায় হাসি,
কবিতা-অন্ত প্রাণে কবিতাকেই ভালবাসি।
দালান জাহান
যেন বসন্তে র মতোই ছড়িয়ে গেল কথার বসন্ত
ছাইরাছ হেলাল
পড়ার জন্য ধন্যবাদ দিচ্ছি।