বলতে পারো

নীলাঞ্জনা নীলা ৯ আগস্ট ২০১৫, রবিবার, ১০:৫৫:১৯পূর্বাহ্ন কবিতা ৬২ মন্তব্য
বিষণ্ণ ধূসর মেঘ
বিষণ্ণ ধূসর মেঘ

কেন আমি বদলে গেছি
বলতে পারো ?
কেন আমার এমন হলো
বলতে পারো ?

কেউ দেখেনা
কেউ জানেনা
বইছে কেমন সময় আমার
কেমন আছি আমি
বলতে পারো ?

সবাই ভাবে,
চেহারাতে- চলা বলা্‌য়
কিম্বা বোধের নাট্যকলায়
একই রকম সেই তো আমি
যেমন ছিলাম আগের মতো
বলতে পারো নদীর মতো
সেই কি আছি — জানি না তা।

বলতে পারো,
কেন আমার উচ্ছ্বলতা
ভালোবাসার বিহ্ববলতা
কোকিল ডাকা ভর দুপুরে
অলস ঘুমে স্বপ্ন গ্রহণ,
আর টানেনা জলের মতো;
বলতে পারো,কেন আমি এমন হোলাম?
ধূপের মতো জ্বলে জ্বলে সোনার ধানে
সোনার তরী ভরিয়ে দিলাম, ভরিয়ে দিলাম
কেন আমি এমন হোলাম ?

সেদিনের সেই মেয়ে  পুটিয়া রাজবাড়ী, রাজশাহী
সেদিনের সেই মেয়ে
পুটিয়া রাজবাড়ী, রাজশাহী

শমশেরনগর চা’বাগান , মৌলভীবাজার
১৯ অক্টোবর, ১৯৯৬ ইং।

**লেখাটির জন্যে কৃতজ্ঞ আমার শ্রদ্ধেয় শিক্ষক অধ্যাপক আবু রায়হান সেলিম স্যারের কাছে। ইনি আজও আমায় প্রতিনিয়ত প্রেরণা যুগিয়ে যাচ্ছেন।

৫৯১জন ৫৯১জন
0 Shares

৬২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ