বলতে পারো

নীলাঞ্জনা নীলা ৯ আগস্ট ২০১৫, রবিবার, ১০:৫৫:১৯পূর্বাহ্ন কবিতা ৬২ মন্তব্য
বিষণ্ণ ধূসর মেঘ
বিষণ্ণ ধূসর মেঘ

কেন আমি বদলে গেছি
বলতে পারো ?
কেন আমার এমন হলো
বলতে পারো ?

কেউ দেখেনা
কেউ জানেনা
বইছে কেমন সময় আমার
কেমন আছি আমি
বলতে পারো ?

সবাই ভাবে,
চেহারাতে- চলা বলা্‌য়
কিম্বা বোধের নাট্যকলায়
একই রকম সেই তো আমি
যেমন ছিলাম আগের মতো
বলতে পারো নদীর মতো
সেই কি আছি — জানি না তা।

বলতে পারো,
কেন আমার উচ্ছ্বলতা
ভালোবাসার বিহ্ববলতা
কোকিল ডাকা ভর দুপুরে
অলস ঘুমে স্বপ্ন গ্রহণ,
আর টানেনা জলের মতো;
বলতে পারো,কেন আমি এমন হোলাম?
ধূপের মতো জ্বলে জ্বলে সোনার ধানে
সোনার তরী ভরিয়ে দিলাম, ভরিয়ে দিলাম
কেন আমি এমন হোলাম ?

সেদিনের সেই মেয়ে  পুটিয়া রাজবাড়ী, রাজশাহী
সেদিনের সেই মেয়ে
পুটিয়া রাজবাড়ী, রাজশাহী

শমশেরনগর চা’বাগান , মৌলভীবাজার
১৯ অক্টোবর, ১৯৯৬ ইং।

**লেখাটির জন্যে কৃতজ্ঞ আমার শ্রদ্ধেয় শিক্ষক অধ্যাপক আবু রায়হান সেলিম স্যারের কাছে। ইনি আজও আমায় প্রতিনিয়ত প্রেরণা যুগিয়ে যাচ্ছেন।

৬০৩জন ৬০৩জন

৬২টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ