বন্ধু
সালমা আখতার মনি
নিজেকে শুধু শুনিয়েছি আমি
কখনো তোকে শুনাইনি,
হাত দুটো বন্ধু ধরেছি যখনি
ছাড়তে তো ধরিনি ৷
মুখেও বলিনি চোখেও ভাসেনি
তবু জেনে রাখ তুই ,
নীরবতাই এক আলাদা ভাষা
বুক জুড়ে যার ভুঁই ৷
বন্ধু এক বাঁধন এমন
চাওয়া পাওয়া ওতে নেই ৷
ছিলাম আমি আছিও আমি
থাকবোও আমি এই ৷
কিছুই যদি দিতে না পারি
এটুকু বলতে পারি ৷
যে হাত ধরেছি বন্ধু রে তোর
মরনে তা যাবনা ছাড়ি ৷
১৬টি মন্তব্য
খসড়া
বন্ধু মানেই আড়ি আড়ি
বন্ধু মানেই ভাব
বন্ধু মানেই উথাল সাগর
উতলা মনে রাগ।
আমি আমি
বন্ধু বলে যাকে হাত শরেছ ভুলেও ছেড়ো না সেই হাত।
ছাইরাছ হেলাল
বন্ধু মানেই বাড়াবাড়ি
বন্ধু মানেই ভাবাভাবি
বন্ধু মানেই উথালী পাথালি,
উতলা মনে রাগারাগি
বন্ধু মানে একই নদীর জলছবি,
সালমা আক্তার মনি
হেলাল ভাইয়া অনেক সুন্দর লিখেছেন। আসলেই বন্ধু একটা দিগন্ত যার শেষ দেখা যায় না , ধন্যবাদ ভাইয়া। আপনার পরবর্তী প্রশ্নের উত্তর অনেক লম্বা হবে সময় নিয়ে দিতে হবে
ছাইরাছ হেলাল
আপনি দেখছি মন্তব্যের জবাব দিচ্ছেন না!!
সমস্যা কথায়? বলে ফেলুন।
ঘুমের ঘোরে কেটে যাওয়া অনন্ত পথ
ভাল লেগেছে
জিসান শা ইকরাম
” বন্ধু এক বাঁধন এমন
চাওয়া পাওয়া ওতে নেই ৷
ছিলাম আমি আছিও আমি
থাকবোও আমি এই ৷”’ —— দারুন সুন্দর
সালমা আক্তার মনি
উত্তর দিয়ে কি হবে আপনি তো আমার লেখা পড়াই ছেড়ে দিলেন
জিসান শা ইকরাম
আপনার লেখা পড়া ছেড়ে দেব কেনো ?
এখানে যারা লিখছেন সবাই সোনেলার সোনালী মানুষ
সোনালী মানুষদের লেখা পড়া কি ছাড়া যায়?
পড়েছি আগেই,মন্তব্য করা হয়নি।
শুভ কামনা আপনার জন্য -{@
আবু খায়ের আনিছ
এমনি ত হতে হয়। প্রতিজ্ঞ করা বন্ধুর হাত না ছাড়ার।
সালমা আক্তার মনি
, জয় হোক শুদ্ধ বন্ধুত্বের
আবু খায়ের আনিছ
শুভ কামনা ।
নীলাঞ্জনা নীলা
বন্ধু মানেই এলিয়ে দেয়া নিরাপত্তার নি:শ্বাস। এই সম্পর্কটি একেবারে নির্ভেজাল এবং শুদ্ধ।
বন্ধুত্ত্বর পুজো আমি করি।
ভালো লিখেছেন।
সালমা আক্তার মনি
নীলাপু ধন্যবাদ, জয় হোক শুদ্ধ বন্ধুত্বের
মোঃ মজিবর রহমান
কিছুই যদি দিতে না পারি
এটুকু বলতে পারি ৷
যে হাত ধরেছি বন্ধু রে তোর
মরনে তা যাবনা ছাড়ি ৷
এখন বন্ধু বন্দনা চলছে বাড়ুক বন্ধু জাগ্রত হোক সকলের মাঝে মানবতা। ভাল লাগলো।
সকল বন্ধুকে -{@
সালমা আক্তার মনি
ধন্যবাদ ভাইয়া, শুভ কামনা