বন্ধু

সালমা আক্তার মনি ২৯ ফেব্রুয়ারি ২০১৬, সোমবার, ১১:০৭:৩৩অপরাহ্ন বিবিধ ১৬ মন্তব্য

বন্ধু
সালমা আখতার মনি

নিজেকে শুধু শুনিয়েছি আমি
কখনো তোকে শুনাইনি,
হাত দুটো বন্ধু ধরেছি যখনি
ছাড়তে তো ধরিনি ৷

মুখেও বলিনি চোখেও ভাসেনি
তবু জেনে রাখ তুই ,
নীরবতাই এক আলাদা ভাষা
বুক জুড়ে যার ভুঁই ৷

বন্ধু এক বাঁধন এমন
চাওয়া পাওয়া ওতে নেই ৷
ছিলাম আমি আছিও আমি
থাকবোও আমি এই ৷

কিছুই যদি দিতে না পারি
এটুকু বলতে পারি ৷
যে হাত ধরেছি বন্ধু রে তোর
মরনে তা যাবনা ছাড়ি ৷

৪৯৭জন ৪৯৭জন
0 Shares

১৬টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ