
আমি নিদ্রাহীন শহরে এক-রাত্রী
পৌঁছে গেছে জমে ঘরে মানুষ পোড়া গন্ধ।
বন্দী মা-গো শহর বন্দী
চারদেয়ালের ঘরে,
বন্দী মা-গো বিবেক বন্দী
হিংসা করে মরে /
মা-গো কেউ মরেছে আগুন তাপে
কেউ মরেছে দুঃখে,
মা-গো তোর ছেলেটা মরছে আজ
স্বপ্ন গুলুর পিছে!
বন্দী মা-গো মায়ার মানব
নিন্দিনিয় কাজে,
হঠাৎ মা-গো লেগেছে আগুন
কোথায় দেবো ঝাপ
আগুন তখন ঝাপিয়ে ধরে
করেনিতো মাপ /
মা-গো কেউ মরেছে ঘুমের ঘরে
কেউ মরেছে দুঃখে,
মা-গো তোর ছেলেটা মরছে আজ
স্বপ্ন গুলোর পিছে!
মা-গো লাগেনিতো তোমার নাকে
মানুষ পোড়া গন্ধ,
যদিও লাগে কাঁদিস না-মা
তোর ছেলে টা শান্ত /
মাগো ঢাকা শহর ফাঁকা আজ
শ্মশান ঘাটের ছাঁই,
জমের ঘরে জিয়ন্ত মানব
লাশের বিছানায় /
৩০টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
দাদা অনেক সুন্দর হয়েছে
সঞ্জয় মালাকার
ধন্যবাদ দিদি বিজয়ের সোনালী শুভেচ্ছা রইলো।
নুর হোসেন
অসাধারন লিখেছেন, বিজয়ের শুভেচ্ছা নিবেন।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ দাদা বিজয়ের সোনালী শুভেচ্ছা ও ভালোবাসা নিবেন।
নুরহোসেন
ধন্যবাদ ও শুভ কামনা রইলো।
সাবিনা ইয়াসমিন
বন্দীত্ব থেকে মায়ের সন্তানেরা মুক্তি পাক, এটাই সকল মায়ের প্রত্যাশা।
শুভ কামনা দাদা 🌹🌹
সঞ্জয় মালাকার
বিজয়ের সোনালী শুভেচ্ছা দিদি ,
আপনার জন্যও অজস্র শুভ কামনা।
ইসিয়াক
সুন্দর লিখেছেন ।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ দাদা বিজয়ের সোনালী শুভেচ্ছা রইলো।
ইঞ্জা
মন ছুঁয়ে গেলেন দাদা।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ শ্রদ্ধে দাদা, বিজয়ের সোনালী শুভেচ্ছা ও ভালোবাসা নিবেন।
শুভ কামনা।
ইঞ্জা
আপনাকেও শুভেচ্ছা দাদা।
প্রদীপ চক্রবর্তী
বেশ লিখলেন দাদা
সঞ্জয় মালাকার
ধন্যবাদ দাদা, বিজয়ের সোনালী শুভেচ্ছা ও ভালোবাসা নিবেন শুভ কামনা।
সুপায়ন বড়ুয়া
জমের ঘরে জিয়ন্ত মানব
লাশের বিছানায়
মন ছুয়েছে মন
বন্দী জীবন কাটে না ভাই
আর কতক্ষন ?
সঞ্জয় মালাকার
ধন্যবাদ দাদা বিজয়ের সোনালী শুভেচ্ছা রইলো।
সুরাইয়া পারভিন
চমৎকার উপস্থাপন
বিজয়ের শুভেচ্ছা
সঞ্জয় মালাকার
ধন্যবাদ দিদি, আপনাকেও বিজয়ের সোনালী শুভেচ্ছা।
ছাইরাছ হেলাল
বন্দিত্ব মুক্তি পাক এই পোড়া শহরে
এমন ভাবনা আমরাও ভাবি।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ শ্রদ্ধে দাদা, বিজয়ের সোনালী শুভেচ্ছা ও ভালোবাসা নিবেন শুভ কামনা।
নিতাই বাবু
দারুণ লিখেছেন সঞ্জয় দাদা। বিজয়ের শুভেচ্ছা জানবেন।
সঞ্জয় মালাকার
সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধে দাদা ।
আপনাকেও বিজয়ের সোনালী শুভেচ্ছা।
এস.জেড বাবু
মা-গো কেউ মরেছে ঘুমের ঘরে
কেউ মরেছে দুঃখে,
মা-গো তোর ছেলেটা মরছে আজ
স্বপ্ন গুলোর পিছে!
দারুন লিখেছেন-
সঞ্জয় মালাকার
ধন্যবাদ শ্রদ্ধে বাবু ভাই, ভালো লাগা অফুরন্ত।
বিজয়ের মাস ডিসেম্বর, আপনাকে জানাই বিজয়ের সোনালী শুভেচ্ছা ও ভালোবাসা।
মনির হোসেন মমি
মা-গো কেউ মরেছে আগুন তাপে
কেউ মরেছে দুঃখে,
মা-গো তোর ছেলেটা মরছে আজ
স্বপ্ন গুলুর পিছে!
অনন্য উপস্থাপন।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ শ্রদ্ধে দাদা, মন্তব্যে মুগ্ধতা ও ভালোবাসা,। আপনাকেও জানাই বিজয়ের সোনালী শুভেচ্ছা।
আরজু মুক্তা
স্বপ্নগুলো বাঁচুক।
বিজয়ের শুভেচ্ছা।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ শ্রদ্ধে দিদি,আপনাকেও বিজয়ের সোনালী শুভেচ্ছা ও ভালোবাসা।
জিসান শা ইকরাম
অনেক ভাল হয়েছে কবিতা দাদা।
প্রবাসে ভাল থাকুন।
সঞ্জয় মালাকার
অসংখ্য ধন্যবাদ ভাইজান,
দোয়া করবে যেনো সব সময় ভালো থাকি,
শুভ কামনা 🌹🌹