বন্দী

সঞ্জয় মালাকার ১৪ ডিসেম্বর ২০১৯, শনিবার, ০২:৪৪:৩৩পূর্বাহ্ন অন্যান্য ৩০ মন্তব্য

আমি নিদ্রাহীন শহরে এক-রাত্রী
পৌঁছে গেছে জমে ঘরে মানুষ পোড়া গন্ধ।

বন্দী মা-গো শহর বন্দী
চারদেয়ালের ঘরে,
বন্দী মা-গো বিবেক বন্দী
হিংসা করে মরে /
মা-গো কেউ মরেছে আগুন তাপে
কেউ মরেছে দুঃখে,
মা-গো তোর ছেলেটা মরছে আজ
স্বপ্ন গুলুর পিছে!

বন্দী মা-গো মায়ার মানব
নিন্দিনিয় কাজে,
হঠাৎ মা-গো লেগেছে আগুন
কোথায় দেবো ঝাপ
আগুন তখন ঝাপিয়ে ধরে
করেনিতো মাপ /

মা-গো কেউ মরেছে ঘুমের ঘরে
কেউ মরেছে দুঃখে,
মা-গো তোর ছেলেটা মরছে আজ
স্বপ্ন গুলোর পিছে!

মা-গো লাগেনিতো তোমার নাকে
মানুষ পোড়া গন্ধ,
যদিও লাগে কাঁদিস না-মা
তোর ছেলে টা শান্ত /
মাগো ঢাকা শহর ফাঁকা আজ
শ্মশান ঘাটের ছাঁই,
জমের ঘরে জিয়ন্ত মানব
লাশের বিছানায় /

১১০৫জন ৯৬৫জন
0 Shares

৩০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ