বদলে যেতে যেতেও যাইনি,
শ্লথ চাকায় ঠেস দিয়েও দাঁড়াইনি
বিপুল ব্যাপ্তির গাছের আড়ালে,
চুপিসারে পথের উন্মুক্ততাও খুঁজে পাইনি।
বিষাদ মুখোশের পদচিহ্ন খুঁজে খুঁজে পথ হারাইনি,
ফুলের সম্ভারে নিখুঁতের সুখও খুঁজিনি;
এক মুজরোয় রাত পার!!এমন ভাবনাও ভাবিনি,
অঝোরের বাচালতায় থমকে যাইনি।
মাটির অনুজ্জ্বল বাদামী নকশায় গাছেদের ছায়ায়
ফুলেদের চঞ্চল চঞ্চলতায় হাঁ হইনি
হব-ও না।
১৪টি মন্তব্য
মিষ্টি জিন
মাঝে সাজে এক আধটু বদলে দেখুন না ,
খুব একটা খারাপ লাগবে না।
এত কঠিন হলে হপে? 🙂
ছাইরাছ হেলাল
কাজটি সহজ নয়,
আপনি বলছেন বটে,
ভালুবাসা এখন ধনুকে মিলায়,
নিহারীকা জান্নাত
এমন কঠিন সিদ্ধান্তের কারণ কি?
সময়ের প্রয়োজনেই বদলাতে হয়।
ছাইরাছ হেলাল
আসলে সময়ের প্রয়োজনে আমারা বদলে যাই, বদলে যেতে হয়,
না চাইলেও, যদিও মেনে নেয়া কষ্টের।
জিসান শা ইকরাম
এমন থাকাই ভাল,
শান্তি আছে।
সবাই বদলে যেতে পারেনা, পারবেও না।
ছাইরাছ হেলাল
অনেক সময় অনেকের জন্য বদল খুব কঠিন।
আবু খায়ের আনিছ
সব কিছু যে বলদে গিয়েছে এমন নয়, পরিবর্তনই জীবন এই কথাটা মানতে পারি না আমি, আমি যা তাই আমার জীবন।
সবার সাথে বদলে গেলে পার্থক্যটা থাকলো কোথায় অন্যদের সাথে?
ছাইরাছ হেলাল
ঠিক, বলেছেন, বদলে যেতেই হবে এমন কথা নেই,
তবে সব কিছুই বদলে যায় চোখের সামনে,
মৌনতা রিতু
একরাত পার করতে কতো মুজরা লাগে কুবিভাই ;?
পথের উন্মুক্ততা চুপিসারে কেন খুঁজতে গিয়ে হোঁচট খাব!
কখনো কখনো অন্যের রঙে রাঙিন হতে সমস্যা কি শুনি
ছাইরাছ হেলাল
রাত্তির আ-মাপা হলে কত মুজরা যে লাগবে তা কেউ জানে না,
সব রং, রং না, কুহক মাত্র,
তাই রঙ্গীন হতে পারা সহজ কথা নয়,
নীলাঞ্জনা নীলা
বদলে যাওয়া অতো কি সহজ! কইন ছান দেহি?
মানুষ নিজের ভেতরের চরিত্রকে চাইলেও বদলাতে পারেনা কুবিরাজ ভাই। 😀
ছাইরাছ হেলাল
আমিও তাই ই বলি, বদলে যাব না,
নীলাঞ্জনা নীলা
“বদলে যাব না” না, বদলাতে পারবেনই তো না।
আপনার ডাকিনী-ভুত এরা আছে না? 😀
ছাইরাছ হেলাল
ওরাই আপন,
নট নড়ন-চড়ন নট কিচ্ছু!!