বদলে যাব না

ছাইরাছ হেলাল ১৯ ফেব্রুয়ারি ২০১৭, রবিবার, ০৪:০৩:১৩অপরাহ্ন একান্ত অনুভূতি ১৪ মন্তব্য

বদলে যেতে যেতেও যাইনি,
শ্লথ চাকায় ঠেস দিয়েও দাঁড়াইনি
বিপুল ব্যাপ্তির গাছের আড়ালে,
চুপিসারে পথের উন্মুক্ততাও খুঁজে পাইনি।
বিষাদ মুখোশের পদচিহ্ন খুঁজে খুঁজে পথ হারাইনি,
ফুলের সম্ভারে নিখুঁতের সুখও খুঁজিনি;
এক মুজরোয় রাত পার!!এমন ভাবনাও ভাবিনি,
অঝোরের বাচালতায় থমকে যাইনি।
মাটির অনুজ্জ্বল বাদামী নকশায় গাছেদের ছায়ায়
ফুলেদের চঞ্চল চঞ্চলতায় হাঁ হইনি
হব-ও না।

৭৪৩জন ৭৪৩জন

১৪টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ