কাজল লাগানো চোখ… রেশমি চুঁড়ি হাতে.. কালো একটা ছোট্ট টিপ কপালে…
লাল গোলাপি মিক্সড লিপিস্টিক ঠোঁটে…
এলোমেলো খোলা চুলে –
নবরূপে সেঁজে থেকো প্রতিদিনই আমার জন্য…
আমি তোমাকে প্রতিদিনই দেখতে চাই –
নতুনত্ব রুপে.. মুগ্ধ নয়নে…
দিতে চাই – আমার দেহ মন প্রানের সবটুকু ভালবাসা তোমাকে…
প্রতিদিনই দুষ্টুমির ছলে –
ছোট্ট করে চুমু এঁকে দিতে চাই ,, তোমার মিষ্টি কোমল ওই ঠোঁটে
সারাজীবনের জন্য রাখতে চাই তোমাকে আপন করে আমার কাছে……কারণ…. বড্ড বেশী ভালবেসে ফেলেছি তোমাকে!
২৬টি মন্তব্য
সাবিনা ইয়াসমিন
কাউকে কাছে পাওয়ার আকুল আহ্বান, প্রেমের নিবেদন এমনই হওয়া উচিৎ। বড্ডো ভালোবাসায় ভালোবাসার আবেদন প্রকটরুপ ধারন করেছে। জারি রাখুন, আবেদনপত্র অনুমোদন পেতে বেশি দেরি নেই মনে হচ্ছে। 🙂
শুভ কামনা 🌹🌹
অপু রায়হান
হলে আপনাকে অব্যশই জানাবো দিদি!😍
সাবিনা ইয়াসমিন
হাহাহা, হলে আমরা সবাই জানতে পারবো। না হতেই যাকে নিয়ে এত এত লিখছো, হয়ে গেলে কি করবে আল্লাহই জানেন। 🤔
অপু রায়হান
হলে আমি আরো প্রেমিক হয়ে উঠবো!
বন্যা লিপি
স্বপ্ন মানসীর ভাবনা। কল্পনায় ভালোবসার কি অপরুপ বর্ননা! বড্ড ভালোবেসে ফেলেছেন তাঁকে। খুব করে বুঝিয়ে দিয়েছেন সবটুকু। এরকম কল্পমানসী পেয়ে যান তারাতারি। তখন লেখা আরো বেশি রোমান্টিক হয়ে উঠবে নির্ঘাত!
অপু রায়হান
তার আসতে বড্ড দেরী হয়ে যাচ্ছে নাহ্?
সঞ্জয় মালাকার
সারাজীবনের জন্য রাখতে চাই তোমাকে আপন করে আমার কাছে……কারণ…. বড্ড বেশী ভালবেসে ফেলেছি তোমাকে!
এরকম কল্পমানসী হয়ে যাক তারাতাড়ি,।
এই কামনা করি।
অপু রায়হান
আপ্নার কামনাই পুর্ণ হোক দ্রুত
ছাইরাছ হেলাল
কড়া প্রেম মনে হয় একেই বলে!!
তবে একটু সাবধান, পা হড়কে না যায়।
দারুন ভালোবাসা, একেই হয়ত বলে ভালবেসে ভালোবাসা।
অপু রায়হান
সাবধান করার জন্য খুউব ধন্যবাদ
প্রদীপ চক্রবর্তী
দারুণ ভালোবাসা!
আরজু মুক্তা
আসিফের গানটা আপনার জন্য!ও প্রিয়া তুমি কোথায়?
অপু রায়হান
তুমি দেবে, তুমি মোরে দেবে,
গেল দিন এই কথা নিত্য ভেবে ভেবে।
সুখে দুঃখে উঠে নেবে বাড়ায়েছি হাত দিনরাত;
কেবল ভেবেছি, দেবে, দেবে,
আরো কিছু দেবে!
আরজু মুক্তা
আশায় থাকেন
অপু রায়হান
আপনার?🤣
মনির হোসেন মমি
বড্ড বেশী ভালবেসে ফেলেছি তামাকে…এই একটি লাইনের ভিতর জীবনের সব অধ্যায়।ভালবাসলে এমনি বাসতে হয় পাগলের মতন।খুব সুন্দর অনুভুতি।
অপু রায়হান
আপ্নাকেও বড্ড বেশী ভালোবাসতে শুরু করেছি দাদা!
দোয়া রাখবেন!
মাসুদ চয়ন
সর্বনাম সূচক শব্দ প্রয়োগে আরেকটু সচেতনতা অবলব্দন করলে,লেখাটি আরও বেশী প্রানবন্ত আবহে উদ্ভাসিত হয়ে উঠতো-
মাসুদ চয়ন
অবলম্বন
অপু রায়হান
আচ্ছা মাথায় রাখলাম বিষয়টা
জিসান শা ইকরাম
এমন মন্তব্যেই লেখক উৎসাহ পান লেখায়।
অপু রায়হান
hm dada
জিসান শা ইকরাম
ইচ্ছে পুরন হোক,
ভালোবাসাকে রাখুন যতনে।
অপু রায়হান
মাথায় রাখিনি তুলে পিঁপড়ে খাবে বলে,
রেখেছি দাদা তারে বুকের ভেতরে,
নিতাই বাবু
বেধি ভালো, ভালো না বলেই জানি। তবুও আপনার লেখা পড়ে নতুন করে কাউকে ভাস… মন চাচ্ছে।
অপু রায়হান
বাসুন নাহ