বটবৃক্ষ কুবি

ছাইরাছ হেলাল ২৩ সেপ্টেম্বর ২০১৬, শুক্রবার, ০৩:৩০:০৭অপরাহ্ন বিবিধ ৪০ মন্তব্য

অবিশ্বাস্য মনে হচ্ছে, এই তো সেদিনের সোনেলা! কালে কালে অনেক পথ পেরিয়ে
ভিড়েছে পঞ্চম কালের বন্দরে, অনাবিল আনন্দে ভেসে ভেসে। প্রাপ্তি অনেক,
ঘুঘু ডাকা বিষণ্ণতা এড়িয়ে, অকুণ্ঠিত স্বীকারোক্তি সময়ের পথরেখায়,
ক্ষনিকের জন্যও পাশে ছিলেন যারা;

একটি প্রাপ্তি জ্বলজ্বল করছে(ভাগ্যিস জ্বলে ওঠেনি)!
আমাদের বটবৃক্ষ কুবি, যার কুবি প্রতিভায় আমরা ব্যতিব্যস্ত! চলনে কুবি বলনে কুবি,
মন্তব্যের বলিহারিতেও কুবি এবং কুবি।

আসুন সোনেলার সোনারা ,এই ক্ষণজন্মা কুবির পুনর্জন্ম কামনা করি।

সোনা তৈস্য, সোনা তৈস্য
সোনা পটাতম,সোনে সোনাম
কুবিগুরুং কুবি নং
সোনা মং সোনা মং
সোনা ভং সোনা ভং
সোনে সোনাম!!!
নাছিরং নাছিরং…………

৪৭০জন ৪৬৯জন

৪০টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ