বউয়ের চিঠি পেলাম

images

বউয়ের চিঠি এক অমূল্য সম্পদ । যারা বিদেশে আছেন তাদের প্রতি আমার রীতিমত হিংসে হয় । হিংসে হয় এজন্য যে তারা নিয়মিত তাদের জীবন সঙ্গিনী তথা ‘ সংসার ‘ নামের ব্যবসা প্রতিষ্ঠানের পার্টনার বউয়ের চিঠি পান। দেশে যারা থাকেন তাদের এ সুযোগ খুব একটা হয় না ।

অবশ্য যারা চাকরী করেন এবং ২/৩ মাস অন্তর বউয়ের দেখা পান তারাও অনেক সময় বউয়ের চিঠি পেয়ে থাকেন।
বউয়ের চিঠির মধ্যে একটি আলাদা শিহরণ আছে, আকর্ষন আছে .. শিরশিরে অনুভূতি আছে, আছে রোমাঞ্চ ।

বইয়ের চিঠি নিয়ে কত গান, কবিতা, গল্প, উপন্যাস সিনেমা রচিত হয়েছে তার হিসেব নেই ….

অনেক জনপ্রিয় কয়েকটি গানের একটি হচ্ছে……

চিঠি লিখেছে বউ আমার ভাংগা ভাংগা হাতে……

এই চিঠি লিখার ঠিকানার জন্য মেয়েরা খুইব উদগ্রীব থাকে…..

মেয়েটিও গানের সুরে গাইতে থাকে…..

চিঠি দিও পত্র দিও জানাইও ঠিকানা রে, জানাইও ঠিকানা…..

চিঠি নিয়ে আরো কত কি!

যাক, এই চিঠি একসময় পরস্পরের মনের আকুতি জানাবার একমাত্র মাধ্যম হলেও এখন আর সে যুগ নেই ।
এখন হচ্ছে ডিজিটালের যুগ, মেসেজ এর যুগ , স্কাইফি-্ইমু-ভাইবারের যুগ….

কি জানি হয়তো আগামীতে এমন একটি সংকেত সংযোগে নিজস্ব লাইভ কণ্ঠই সরাসরি প্রিয় জনের কানের মধ্যে প্রতিধ্বনীত হবে মোবাইল ছাড়াই।

ভূ-উপগ্রহের মাধ্যমে কোন নেট, মোবাইল, কম্পিউটার ছাড়াই হয়তো একে অপরের কাছাকাছি হয়ে যাবে ।

এখন বলি আমার কথা । আমি প্রবাসীও নই আবার দুরে কোথায় থাকি তাও নয় । শহরে আমার বাসাতেই থাকি স্ত্রী পুত্র কন্যা নিয়ে । তবু আমি বউয়ের হাতের লেখা চিঠি পাই । এটা অবশ্য আমার বিশাল ভাগ্যই বলতে হবে।

অবশ্য আমি মাঝে মাঝে আবদার করেই বলি- ওগো আমাকে একটি চিঠি লিখনা গো ….

বউ বলতো আপনি আমার সাথেই আছেন । ঠিচিতে কি লিখবো……

কি লিখবা!…….. এই মন জ্বলে, চোখ জ্বলে, কান জ্বলে, পেট জ্বলে এসব লিখবা আরকি!

অভিমানী বউ বলতো এসব আমি পারবো না ।

এসব না পারলেও মাসের শুরুতে সুন্দর একখান চিঠি ধরিয়ে দিতে কিন্তু সে কখনও ভুল করেনি । তেমনি একটি চিঠি সেদিন সকালে বাসা থেকে বের হবার সময় বউ পকেটে ঢুকিয়ে দিয়েছে । অফিসে পৌছার পর আবার মোবাইল করে বলেও দিয়েছে পকেটে চিঠি আছে। দেখতে যেন ভুলে না যাই। পকেট থেকে চিঠি নিয়ে পড়ে দেখলাম।
চিঠিতে সে লিখেছে……..


প্রিয় পতি,

চিনি, চা পাতা, লবন, হরলিক্স, ডেটল সাবান, ৩৭ সাবান, ভিমবার, নুডুলস, সেমাই, ময়দা, চনাবোট, গম, চনার ডাল , সরিষার তৈল, নারিকেল, সাদা সরিষা , বিস্কুট, খাবার স্যালাইন, প্যারাসুট তৈল, পেন্সিল , সাপনার, কলম , সব্জি ।

ইতি – আপনার ঘরণী ।

এখন বলুন তো এই চিঠি পেয়ে আমি গান কোনটি ধরবো…

৯৫০জন ৯৫০জন
0 Shares

২৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ