
তোমার অপেক্ষায় বৃদ্ধ হয় সময়ের তিথি;
তোমার অপেক্ষায় দেবতার ফুল সমাহিত হয় ডায়েরীর কফিনে।
তোমার জন্য বঙ্কিম-সমরেশ-শীর্ষেন্দু-শরত বাবু পরে রয় এলোমেলো সন্ধ্যায়;
তবুও তুমি আসো না বর্ষার কদম হয়ে, বিলের শাপলা-শালুকে নৈস্বর্গিক পসরা হয়ে।
আসো নাকো শরতের শিউলি তলায় বাসন্তী সাজে, বকুলের সোনা বাঁধানো সিক্ত-কঙ্কন বিছানো ছায়াতলে।
তুমি থাকো স্বীয় স্বার্থে আপনারে নিয়ে;
সুখ-বিলাস মন্থনে পেয়েছো কি অমৃতের সন্ধান?
ব্যস্ততার উত্তাল ঢেউয়ে ভেসে আসে কি মনি-মুক্তা, হীরা-জহরত?
পৃথিবীর অবহেলায় ঝরে পড়ে সহস্র নক্ষত্র রাজি;
তবুও জংলী ফুল গন্ধ বিলায়, ঘাসফড়িং উড়ে বেড়ায় অবিরত পথমাড়ানো ঘাসের ডগায়।
কোন সে অবুঝ সাধনে নিজেকে বিলাও নিরন্তর ব্যর্থতায়?
তোমার ফিরে আসার অপেক্ষায় পরিযায়ী স্বপ্নরা,
ঝরে পড়া নক্ষত্র বালুকাবেলায় পাপড়ির ভাঁজ খুলে।
ছবি-গুগল
১০টি মন্তব্য
রোকসানা খন্দকার রুকু
ফিরে আসার অপেক্ষায় স্বপ্নরা থাকুক। কোনএকদিন সে নিশ্চয়ই আসবে। শুভ কামনা দিদিভাই।।
সুপর্ণা ফাল্গুনী
অনেক দিন পর আপনার মন্তব্য প্রথম পেলাম। অভিনন্দন আপনাকে 💕💕। আপনার জন্য ও অজস্র শুভ কামনা রইলো
বোরহানুল ইসলাম লিটন
ফিরে আসে না অতীত
তবুও অতীতকে আঁকড়েই যেন বেঁচে থাকা!
সুন্দর উপমা ও শব্দ চয়ণে অনন্য নিবেদন।
আন্তরিক শুভেচ্ছা ও শুভ কামনা জানবেন সতত।
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ ভাইয়া। নিরন্তর শুভেচ্ছা ও শুভকামনা
মনির হোসেন মমি
অতীত ফিরে আসে না তবে স্মৃতিগুলো ধরা দেয় মনের কোণে নিশিত রজনীতে।
সুন্দর কবিতা।
সুপর্ণা ফাল্গুনী
ঠিক বলেছেন ভাইয়া। অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা । অফুরন্ত শুভকামনা রইলো
আলমগীর সরকার লিটন
বেশ আবেগময় ভাবনার ছোঁয়া কবি দিদি ভাল থাকবেন সব সময়
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ভাইয়া। অবিরাম শুভ কামনা
হালিমা আক্তার
হয়তো ফিরে আসবে, হয়তো ফিরে আসবে না। তবু অপেক্ষার প্রহর কাটবে স্মৃতির মালা গেঁথে।
সুপর্ণা ফাল্গুনী
অজস্র ধন্যবাদ ও কৃতজ্ঞতা আপু। অফুরন্ত শুভেচ্ছা ও শুভকামনা