ফেবুতে ছবি দেয়া প্রসঙ্গে

স্বপ্ন নীলা ৯ জানুয়ারি ২০১৫, শুক্রবার, ১১:৩২:০৬পূর্বাহ্ন বিবিধ ২৯ মন্তব্য

২০১৩ সালের কথা — আমার পরিচিত অনার্সে পড়ুয়া মেয়েটি ছিল অসাধারণ টেলেন্ট ও শান্ত স্বভাবের-। এক পর্যায়ে ফেবুর সুবাদে একজন ছেলের সাথে তার পরিচয় হয়, ভাল লাগা হতে ভালবাসাও হয়ে যায়- কিন্তু এক পর্যায়ে মেয়েটি জানতে পারে যে ছেলেটির আরো দু’জন মেয়ের সাথে মানসিক ও শারিরীক সম্পর্ক আছে–। ভেঙ্গে পড়ে মেয়েটি–। যোগাযোগ ধীরে ধীরে মেয়েটি কমিয়ে দেয়–। কিন্তু ছেলেটি বলে যদি তার সাথে সম্পর্ক না রাখে তবে তার ফেবুর ওয়াল হতে ছবি নিয়ে বিকৃত করে ছড়িয়ে দিবে–। মেয়েটি কিছুতেই সম্পর্ক বজায় রাখতে রাজি হয় না-সে বিশ্বাসই করতে পারে নাই যে ছেলেটি সত্যি সত্যিই এই ধরণের কাজ করতে পারে- এক পর্যায়ে মেয়েটির ছবি বিকৃত করে ছড়িয়ে দেয়–। এতে মেয়েটির মানসিক অবস্থা চরমভাবে বিপর্যয় ঘটে–পরিবারের অন্যান্য সদস্য রাস্তায় বের হলেই অনেকেই টিটকারী দিতে থাকে—পরে পাড়ার কিছু মেয়ে এই দুঃসময়ে মেয়েটিকে মানসিকভাবে সহায়তা করে–। কিন্তু বিধি বাম–পরিবারের সদস্যগণ তাদের বাসা অন্যত্র সিফট করতে বাধ্য হয়- এখন পর্যন্ত জানি যে মেয়েটির লেখাপড়া বন্ধ আছে।

আপুরা ! ফেবুতে ছবি দেয়ার সময় সাবধানে ছবি দিন—বন্ধু নির্বাচন করার সময় সাবধানতা অবলম্বন করুন–কোন ফেবু বন্ধু বাজে কমেন্ট করার সাথে সাথেই তাকে ব্লক করুন, ছবির রেজুলেশন কমিয়ে পক্ষান্তরে একটু ঝাপসা ছবি দিন–।শুধুমাত্র বেশি বেশি লাইকের আশায় এত ছবি আপলোড করার আদৌ দরকার আছে কি !! অহেতুক কৌতুহলের উপর ভর করে অল্প পরিচিত কারো সাথে চ্যাট করা হতে বিরত থাকাই ভাল। যদি সংগত কারণে চ্যাট করেন তবে ছবি বা ভিডিও লিংক না দেয়াটাই বুদ্ধিমানের কাজ। কারণ আপনি ইতিবাচক মূল্যবোধের চর্চা করলেও অন্যদের মানসিকতায় ইতিবাচক মূল্যবোধের ছোঁয়া নাও থাকতে পারে—

ভাইরা ! আপনারা আপনার স্বজনদের/বোনদের গল্পের ছলে সাবধান করে দিন

বছরের পর বছর ধরে একজন মানুষের সাথে সম্পর্ক থাকলেও তার মনের রহস্য বোঝা যায় না — আর এতো ফেবু বন্ধু !!! তাই সতর্ক হোক !! দুষ্ট গরুর চেয়ে শুন্য গোয়াল অনেক ভাল –

৫৩৮জন ৫৩৭জন
0 Shares

২৯টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ