
কী লিখিব অশ্রু ভেজা নয়নে
ব্যাথাতুর অপ্রকাশিত কথনে
সোনেলা
তোমার আজ
এই;
শুভ জন্মদিনে৴
জন্ম মৃত্যু বিয়ে এই তিনটি শর্ত স্বয়ং স্রস্টার কন্ট্রোলে।ইচ্ছে করলেও কেউ খন্ডাতে পারে না।জন্মালে মরতে হবে এটা যেমন সত্য তেমনি কঠিন সত্য হলো মৃত্যু।জন্ম মৃত্যুর মাঝে বিয়ে একটি উৎসব ।ক্ষণস্থায়ী জীবনের খানিকটা আনন্দের ব্যবস্থাটাও স্রস্টা রেখেছেন।এরই মাঝে বিশেষ কিছু আনন্দ সময় এসে যায় তার মধ্যে অন্যতম যে কোন সৃস্টির জন্মোৎসব।
হ্যা আমি আমাদের সবার প্রিয় সোনেলা ব্লগ এর কথাই বলছি ৴আজ ২৩ সেপ্টেম্বর তার দশম জন্ম বার্ষীকি।দীর্ঘ নয়টি বছর পাড়ি দিয়ে দশ বছরে পা ফেলল।
২০১২ সালের ২৩ সেপ্টেম্বর সৃস্টি হওয়া৴প্রিয় সোনেলা ব্লগ তোমাকে শুভেচ্ছা, অভিবাদন৴৴
“শুভ জন্মদিন”
বাংলা ব্লগ দুনিয়ায় এতোটা বছর জনপ্রিয়তায় সমান তালে বৌঠা বেয়ে যাওয়া শ্রদ্ধেয় বড় ভাইজান জিসান এবং হেলাল ভাইজান এবং সাথে থাকা ব্লগের কারিগর নাজমুল আহসান– ব্লগটিকে ৴তলিয়ে যাওয়া অসংখ্য ব্লগের মধ্য হতে ভাসিয়ে রেখে আমাদের লেখার সুযোগ করে দেয়ার জন্য জানাচ্ছি কৃতজ্ঞ এবং ধন্যবাদ।
সৃস্টি করে দিলেই তার যৌবন আসেনা।যৌবন আসতে অপেক্ষা করতে হয় সময়ের আর একটি ব্লগকে সচল রাখতে প্রয়োজন পড়ে এডমিন মডারেটর। সোনেলায় যারা এ সব দায়ী্ত্বে আছেন বা ছিলেন অনেকটা পরিশ্রম করে অনেক প্রতিকুলতা ডিঙিয়ে ব্লগারদের মন সন্তুষ্ট রেখে ব্লগটিকে সচল রাখা অত্যান্ত ধৈর্য্যশীলদের অবদান। আমাদের সোনেলা এদিক দিয়ে বেশ সফল।
এ দেশের ঘূণে সমাজে একজন নারীকে বেশ হুশিয়ার ভাবে চলতে হয়।বিশেষ করে শিক্ষকতা,লেখালেখি, ব্লগিং করা এ সমাজ সহজ চোখে দেখেনা।নারীর আবার কীসের শিক্ষাদীক্ষা সেই বেগম রোকেয়া থেকে শুরু করে নারী সম্পর্কে পুরুষের আজও এমন ভাবটিই বিদ্যমান।নারী শুধু ঘর সংসার সামলাবে এমন ধ্যান ধ্যারণার মানুষ এখনো অনেক।
তারপরও সকল প্রতিকুলতা ডিঙিয়ে এ দেশে নারী লেখকের সংখ্যা কম নয়।সাহসের সহিত কেউ ব্লগিং করছেন৴কেউ করছেন লেখালেখি কেউবা সংস্কৃতি অঙ্গণ ৴অফিস আদালতে।আমাদের সোনেলার মাঝেও এর ব্যাতিক্রম নেই।এখানেও লিখতে এসে অনেক নারী ব্লগার তার আশপাশে বেশ সমস্যার সম্মুখীন হয়তো হয়েছেন।তবুও হাল ছাড়েনি কেউ। তাদের প্রতি সোনেলর এই জন্মদিনে আমাদের সমবেদনা জানাচ্ছি।
নীলাভা জীবনে সোনেলাকে আমরা বড় বেশী ভালোবেসে ফেলেছি।তাইতো ফিরে আসি বার বার এই সোনেলা পরিবারে- সোনেলা রৌদ্দুর উঠোনে।সোনেলাকে কেউ ভুলতে পারে না ৴সোনেলা কাউকে ভুলে থাকতে দেয় না।দীর্ঘ দিনের এই ব্লগিং সময়টাতে ব্লগারদের সোনেলা মনে করে বার বার ৴মনে করে সোনেলার সোনালী ব্লগারদের।
বিপদের বন্ধুই হলো প্রকৃত বন্ধু।সোনেলা তেমন কিছু অকৃ্ত্রিম লেখক বন্ধু পেয়েছে।৴ তাদের মধ্যে শিপু ভাই৴ গোলাম সারোয়ার ভাইজান৴এম ইঞ্জ ভাইজন৴তৌহিদ ভাই৴মজিবর ভাই৴তীর্থক আহসান রুবেল ভাই৴রওশন জাহান আরা আপু৴অন্তর মিতু আপু৴ঘরে ফেরা রিতু আপু৴নীরা আপু৴সাবিনা ইয়াসমিন আফা৴বন্যা আপু ৴যূথী আপু৴সূপর্ণা ফাল্গুনি আপু৴রুকু আপু৴কুবরা আপু৴রেজওয়ানা আপু৴প্রবাসী ব্লগার রিমি৴সূরাইয়া পারভীন৴সূরাইয়া নার্গীস৴উর্বোসী আপু সহ আরো অনেকে
এবং যাদের নাম না বললে হয়তো সোনেলার প্রকৃত বন্ধুর লিষ্ট পরিপূর্ণ হবে না তারা হলেন ব্লগার মেঘ বালিকা যিনি অল্প বয়সে পৃথবীর মায়া ত্যাগ করেছেন।
আর একজন হলেন আরজু মুক্তা আপু। যিনি মৃত্যুর আগ পর্যন্ত ব্লগটিকে আপন মনে করে অনেক বেশী ভালোবেছিলেন।তাঁর এডমিনত্বের বিচক্ষণতায় ব্লগটিকে সরব রাখতে সচেষ্ট ছিলেন।এইতো সেই দিন কথা হয়েছিলো চ্যাটিংয়ে-সোনেলার জন্মদিন ঘোষনা দিবেন- সোনেলা ব্লগাররা সম্মেলিত ভাবে একটি বই বের করার প্রস্তাব।সে আজ নেই তার কর্ম কথাগুলো আজও জীবিত।
ব্লগার ম্যানেজ করার অবাক করা সক্ষমতা ছিলো তাঁর।ভাল মানুষ গড়ার এই মানুষটি তার পেশাগত শিক্ষকতা জীবনেও ছিলেন বেশ দায়ীত্বশীল। তার হঠাৎ মৃ্ত্যুতে কেউ আমরা প্রস্তুত ছিলাম না।সোনেলাকে ভালবাসার জ্বলন্ত প্রমাণ – মৃত্যু পরবর্তী সোনেলায় শোকের ছায়া। তার স্বরণে ব্লগারদের পোস্টকৃত লেখাগুলো।
সোনেলার আজ এ দশম জন্মদিনে তাঁর অনুপস্থিতি আমাদের কাদায়।হয়তো তিনি বেচে থাকলে আজকের এই দিনটি হতে পারত সোনেলা ব্লগারদের জন্য কালের সেরা দিন। সোনেলা গত জন্মদিনে মতন সোনেলা ব্লগের পর্দায় ডিজিটাল ফুল ঝরত।আনন্দের মহাখুশিতৈ ব্লগটির বুক ভরে যেত লেখকের পদ চারণায়।মিলন মেলা থেকে শুরু করে ই বুক আড্ডাবাজি সব হতো।
তবে আজ কী হবে জানি না৴খুশির জোয়ারে দুঃখের স্রোতে দিন অতিবাহিত হলেও জানা অজানা সোনেলার সকল প্রয়াত ব্লগার শুভাকাঙ্খিদের জন্য প্রার্থণা করবো
সোনেলা ব্লগের আজকে এই দিনটি হওয়ার কথা ছিলো ব্লগারদের একটি বিশেষ আনন্দময় দিন কিন্তু কিছু সময় আসে যে সময়টায় শত উৎসব মুখর আয়োজনেও মুখে হাসি থাকে না উৎসবে মন বসেনা।তেমনি একটি সময়কে আমরা অতিবাহিত করছি আর অপেক্ষায় আছি সু-সময়ের জন্য।
স্বাভাবিক হউক করোনার কালো আধাঁরে ঢেকে থাকা এই পৃথিবী।দূর হউক প্রিয়জন হারানো ব্যাথাগুলো।ফিরে আসুক মানুষে মানুষে হৃদ্যতা ৴মুক্তি পাক বন্দি জীবনের আনন্দগুলো।
সবাইকে আবারো সোনেলা ব্লগের জন্মদিনে জানাই৴
‘শুভেচ্ছা
“শুভ কামনা”
২৬টি মন্তব্য
মোঃ মজিবর রহমান
আমি লিখতে পারি নাই, তাতে কষ্ট কিন্তু আমার প্রিয় মমি ভাইজান। লিখেছে তাতে খুবই খুশি। পরে আসছি।
মনির হোসেন মমি
ভাই ব্লগে লিখতে গেলেই আরজু আপার কথা মনে পড়ে তখন লেখালুখা সব ভুলে যাই।ভেবেছিলাম সোনেলার জন্মদিনের পোস্টে কোন দুঃখের কথা ব্যাথার কথা লিখবো না কিন্তু লেখাতো ইচ্ছে করলেই লেখা যায় না মন সায় দিতে হয়- কেনো জানি আজ ব্লগের অতীত আনন্দ ইতিহাস গুলো লিখতে গিয়েও বার বার সোনেলা ব্লগের বর্তমান এই অসময়টা এসে যায়। আনন্দগুলো নিরান্দে দেখা দেয়।
আশা করছি তা দুএক মাসের মধ্যেই কেটে যাবে তখন আমরা ব্লগ আনন্দ আয়োজনে সিদ্ধান্তে যেতে পারব।
আপনিও লিখুন ভাই৴ আজ সোনেলার জন্মদিন বলে কথা।
শুভেচ্ছা রইল।
মোঃ মজিবর রহমান
হ্যাঁ, আপনার পোষ্ট পড়ে থাকতে পারলাম না। মন তো আছে বলেই মনে পড়বে ভাই। ইচ্ছে করলেই ভুলা যায়! যায় না। পড়েছি মন্তব্য পরে দেব ভাইজান।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
সোনেলার জন্মদিনে সুন্দর একটা লেখা লিখেছেন ভাই। ধন্যবাদ জানাই আপনাকে। শুভ জন্মদিন সোনেলা।
মনির হোসেন মমি
ধন্যবাদ প্রিয়।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
শুভ কামনা রইলো ভাইয়া।
ছাইরাছ হেলাল
সত্যি বলতে কি, আপনার মতই লিখতে বসে তাঁর স্মৃতি এড়িয়ে যেতে পারিনি/পারছি না,
অনেক অনেক পরিকল্পনা ছিল তাঁর লেখা নিয়ে, অন্যদের যেমন তাঁর নিজের বিষয়ে ও,
আমরা ভাবি এক, বিধাতা ভাবেন অন্য কিছু, এই তো জীবন এই তো সময়।
আপনাদের সবার আন্তরিকতায় সোনেলা আজ এখানে, ভাল মন্দের হিসেব করি না, রাখিও না।
ভালোবাসি এই সোনেলাকেই, অনেক অনেক স্মৃতি বলা/না-বলায়, সব ই সোনেলা কে ঘিরে।
আপনি ভাল থেকে আমাদের সাথে রাখবেন, এ আশা সব সময়ের, সব ক্ষণের।
মনির হোসেন মমি
জি ভাইজান।অনেক প্রিয়তায় মনে হয় এমনটি হয়।
ধন্যবাদ।
প্রদীপ চক্রবর্তী
আজ সোনেলার জন্মদিন।
আরজু আপু থাকলে হয়তো এতক্ষণে সোনেলাকে শুভেচ্ছা জানিয়ে রাখতেন।
কিন্তু তিনি আমাদের মাঝে নেই।
.
ঈশ্বর তাঁকে ভালো রাখুক।
.
ভালোবাসি প্রিয় সোনেলাকে।
ভালো থাকুন, দাদা।
মনির হোসেন মমি
জি দাদা।
ধন্যবাদ।
সুপর্ণা ফাল্গুনী
আমরা সবাই সোনেলাকে ভালোবেসেই সাথে আছি। যারা চলে গেছেন এতো অল্প বয়সে তাদের জন্য ঈশ্বরের শান্তি বর্ষিত হোক আর সোনেলাও তাদের মনে রাখবে । আপনি কত সুন্দর করে সবাইকে মনে রেখে শুভেচ্ছা বার্তা দিলেন। এজন্য অজস্র অজস্র ধন্যবাদ ও কৃতজ্ঞতা ভাইয়া। দশম বছরে পদার্পণ এর জন্য সোনেলাকে নিরন্তর শুভকামনা ও শুভেচ্ছা। শুভ ব্লগিং জয়তু সোনেলা।
মনির হোসেন মমি
শুভেচ্ছা আপনাকেও।ধন্যবাদ।
রোকসানা খন্দকার রুকু
আপনি অনেক সুন্দর করে লিখলেন ভাই। আমরা সবাই আপন পাশে আছি সোনেলার। জয়তু সোনেলা।।।
মনির হোসেন মমি
জয়তু সোনেলা।
ধন্যবাদ।
উর্বশী
শুভ জন্মদিন সোনেলা।
একটি পরিবার।সেই পরিবারের হঠাৎ কেউ হারিয়ে গেলে শূন্যতায় ভরে যায়।তবুও জীবন চলতে হয়,চলেও যায়।আজ সোনেলার জন্মদিন টি অন্যভাবেই হতো লেখার মাঝেই আনন্দের জোয়ার বয়ে যেত।কেউ চলে গেলে তার শূন্যতা রয়েই যায়।যারা আছেন,বা থাকছেন তাদের সকলের উচিৎ প্রিয় আরজু মুক্তা আপুর কোনো ইচ্ছে থাকলে বা আশা করেছিলেন এরকম কিছু জানা থাকলে সেটা পূরণ করে শতভাগ তাকে জাগ্রত রাখার চেষ্টা করা যেতে পারে।
মাননীয় সোনেলার কর্তৃপক্ষের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি।
মমি ভাই চমৎকার বিশ্লেষণ করেছেন।এক কথায় অতুলনীয়।
সোনেলা দীর্ঘ জীবি হোক।সফলতার চূড়ায় পৌঁছে যাক, অফুরান শুভ কামনা সব সময়।
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।
মনির হোসেন মমি
অসংখ্য ধন্যবাদ।
বোরহানুল ইসলাম লিটন
অনেক ত্যাগের বিনিময়ে প্রতিষ্ঠিত হয় সফলতার সিঁড়ি।
এরই মাঝে যেমন আছে পাওয়ার সুখ
তেমনি আছে হারানোর বেদনা।
সুন্দর হোক সোনালার সামনের পথ।
আন্তরিক শুভ কামনা রাখলাম আপনার জন্য সতত।
মনির হোসেন মমি
অসংখ্য ধন্যবাদ কবি।
হালিমা আক্তার
সোনেলার জন্মতিথিতে খুব সুন্দর লিখেছেন। স্মৃতিরা কাঁধে এসে ভর করে, কলমের গতি যায় থেমে থেমে। ভালো থাকুক সোনেলা। ভালো থাকুক সোনেলা পরিবারের সকলে। ভালো থাকুক ওপারে যারা গিয়েছেন চলে। শুভ ব্লগিং।
মনির হোসেন মমি
আমীন।
ধন্যবাদ আপু
জিসান শা ইকরাম
সোনেলার মায়ায়, ভালোবাসায় আমরা সবাই ফিরে ফিরে আসি সোনেলার উঠোনে।
আরজু মুক্তার মৃত্যু সোনেলার জন্ম মাসে প্রভাব ফেলেছে।
এমন পোস্টের জন্য ধন্যবাদ মনির ভাই।
আমার বসে থাকতে কষ্ট হচ্ছে,
তারপরেও সংক্ষিপ্ত মন্তব্য করলাম।
শুভেচ্ছা সহ শুভ কামনা।
মনির হোসেন মমি
ভাল থাকুন।সুস্থ থাকুন এটাই প্রার্থণা।
ধন্যবাদ প্রিয়।
আলমগীর সরকার লিটন
সবাই কে অনেক অনেক শুভেচ্ছা জানাই
মনির হোসেন মমি
শুভেচ্ছা আপনাকেও কবি।ধন্যবাদ।
সাবিনা ইয়াসমিন
প্রাপ্তি আর হারানোর বেদনা নিয়ে সোনেলার এবারের জন্মমাস পালিত হলো। আল্লাহ তায়ালার কাছে আরজু মুক্তার বিদেহী আত্মার জন্য শান্তি প্রার্থনা করি।
সোনেলার পথচলা সুদীর্ঘ হোক।
শুভ কামনা নিরন্তর 🌹🌹
মনির হোসেন মমি
ঠিক তাই ।।
শুভেচ্ছা সহ ধন্যবাদ।