ফান্দে পড়িয়া বগা কান্দে রে
ফাঁদ বসাইছে ফান্দি রে ভাই পুঁটি মাছো দিয়া
ওরে মাছের লোভে বোকা বগা পড়ে উড়াল দিয়া রে।।
ফান্দে পড়িয়া বগা করে টানাটুনা
ওরে আহারে কুংকুরার সুতা, হল লোহার গুনারে।।
ফান্দে পড়িয়া বগা করে হায়রে হায়
ওরে আহারে দারুন বিধি সাথী ছাইড়া যায় রে।।
আর বগা আহার করে ধল্লা নদীর পারেরে।।
উড়িয়া যায় চখুয়ার পঙ্খী বগীক বলে ঠারে
ওরে তোমার বগা বন্দী হইছে ধল্লা নদীর পারে রে।।
এই কথা শুনিয়া রে বগী দুই পাখা মেলিল
ওরে ধল্লা নদীর পারে যাইয়া দরশন দিল রে।।
বগাক্ দেখিয়া বগিক কান্দে রে
বগীক্ দেখিয়া বগা কান্দেরে।।
৭টি মন্তব্য
"বাইরনিক শুভ্র"
ছোট বেলা থেকে শোনা একটা গান ও কবিতা ।
লেখক কে এটা কি বলতে পারবেন ??
প্রজন্ম ৭১
খুব ছোট বেলা থেকে শুনে এসেছি গানটা। অসাধারন আবেগ মাখানো একটি গান । ধন্যবাদ আপনাকে ।
বনলতা সেন
ভুলেই গিয়েছিলাম , আবার মনে করিয়ে দিলেন ।
জিসান শা ইকরাম
অনেক ধন্যবাদ আপনাকে গ্রাম বাংলার গান গুলোকে শেয়ার দেয়ার জন্য
আমরা এসব গান তো প্রায় ভুলতে বসেছি ।
মিসু
ভিডিও লিংকে গিয়ে গানটি শুনলাম । এই শিল্পীর গলাটা এত সুন্দর যা বলার মত না।
তানিশা আপু নিয়মিত এমনি গান চাই আপনার কাছে -{@
ব্লগার সজীব
অনেক ধন্যবাদ এইসব গান শেয়ারের জন্য ।
jamal
এটা তো ভাওয়াইয়া গান?