প্রচলিত শিক্ষাব্যবস্থার প্রতিযোগিতায় মেধা হারাচ্ছে আগামী প্রজন্ম। কারো মনে জন্ম নেবে না আর মুক্ত চিন্তা।
বয়সের তুলনায় মাত্রাতিরিক্ত মেধার উপর চাপই এই শিশুদের মৃত্যুর কারণ। কারণ প্রচলিত শিক্ষাব্যবস্থার এই প্রতিযোগিতার সাথে পাল্লা দিচ্ছে মা-বাবারা; তারা শিশুর মেধার উপর পরাশোনার অতিরিক্ত বোঝা চাঁপিয়ে দিচ্ছে। তাদের প্রত্যের মনেই এক বাসনা: আমার সন্তানকে প্রথম হতে হবে।অথবা আমার সন্তানকে ভালো স্কুলে ভর্তি হতে হবে।
স্কুল থেকে কোচিং থেকে প্রাইভেট থেকে আবার বাসা— এভাবে সকাল থেকে গভীর রাত পর্যন্ত নির্বিচারে-নিভৃতে চলে এ শোষন। শিশুরা আজ ক্লান্ত। তাদের বয়সের তুলনায় পরাশুনার অতিরিক্ত চাপ ধ্বংশ করে দিচ্ছে এদের স্বাভাবিক বুদ্ধিবৃত্তি। মুক্তধারার চিন্তাশক্তিও এদের নষ্ট হয়ে যাচ্ছে। বিশেষ করে কিন্ডারগার্টেন ও ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে মাত্রাতিরিক্ত পরাশুনার চাপ সহ্য করতে পারছে না এই কোমলমতী শিশুগুলো।
শিশুদের জন্য নেই পর্যাপ্ত খেলার মাঠ। খেলার জন্য নেই সময়। তাই দিনে-দিনে এরা শারিরীক ও মানসিকভাবে অসুস্থ্য হয়ে পড়ছে। লক্ষ্য করলে দেখা যাবে শহরের আধুনিক ফ্ল্যাট বাড়িতে থাকা শিশুগুলোর মানসিক বিকাশ ক্ষীন, এসব আধুনিক শিক্ষালয়ে অধ্যায়নরত শিশুগুলো যেন একেকটি ব্রয়লার মুরগীর মতন; অপরদিকে মুক্তভাবে বেড়ে ওঠা শিশুগুলো খুবই দুড়ন্ত। এই দুড়ন্তপনাই এদের ভবিষ্যৎ বুদ্ধিবৃত্তির সহায়ক। আর একদিন এই দুড়ন্ত শিশুগুলোই জয় করবে আগামীর বিশ্বকে!
আসুন, শিশুদের রক্ষার জন্য এই সামাজিক আন্দোলনে সকলে হাতে হাত রেখে কাজ করি।
৭টি মন্তব্য
খসড়া
মেতে উঠেছে বাবা/মা এরা। কিন্তু তারা বুঝতে পারছে না তারা নিজেদের সন্তান্দের কিভাবে হত্যা করছে। টাকা আছে সমাজে স্ট্যাটাস বাড়াতে ইংলিশমিডিয়ামে ভর্তি করাচ্ছে। হায় রে বাবা/মা একবারও ভাবে না যে বাচ্চাদের দেখাশুনা তারা বড় জোর এইচ, এস সি পর্যন্ত পারবে তারপর? এ নিয়ে হতাশ আমি।ু
আদিব আদ্নান
ইদুর দৌড় এত সহজে থামানো যাবে বলে মনে হয় না ।
আপনার সচেতনতার জন্য ধন্যবাদ ।
জিসান শা ইকরাম
ভালো লিখেছেন ।
ফাহিমা কানিজ লাভা
very true 🙁
লীলাবতী
সহমত (y) (y)
নিশিথের নিশাচর
সহমত প্রকাশ করলাম।
আর আপনার চিন্তা ধারা কে সাধুবাদ।
বর্তমান আমাদের পিতা-মাতার একটায় কথা
প্রথম হতে হবে। না হলে সব শেষ।
এই বইয়ের ভারে আজ কোমলমতি শিশুদের বইয়ের বাইরের জ্ঞান খুবই অল্প।
তারা দিন দুনিয়ার কিছুই জানে না। তাদের একটা কাজ জোর করে চাপিয়ে দেয়া হচ্ছে প্রথম হও।
পিঠে তার ক্ষমতার বেশী বোঝা উঠিয়ে দিয়ে।
রেসে নামিয়ে দিয়েছে।
তোমার যত কষ্ট হোক তুমি মরে যাও তাতে কি রেসে তোমাকে জিততে হবে।
ধিক্কার জানায় এই শিক্ষা ব্যাবস্থা ।
প্রিন্স মাহমুদ
sohomot সহমত ।
চিন্তা ধারাকে সাধুবাদ ।