
এই থমকে যাওয়া ক্লান্ত রাত যখন দারুণ মায়াময়
বিষণ্ণতায় হেঁটে হেঁটে যায়, ঋতুর কান্না নিয়ে,
শুনে শুনে, নিঃস্পৃহ প্লাবনে প্লাবনে,
বৃষ্টির উদ্দাম নাচনে বিষে বিষ ঢেলে;
খাটো হয়ে আসা প্রাণ-চঞ্চলতা হাসপাতাল মৃত্যুর মত
ক্রমান্বয়ে গ্রাস করতে থাকে,
ডুবিয়ে দেয়া বর্ষারা ঝাঁপিয়ে পড়ে
জানান দিয়ে দিয়ে, ডুববে ডুবাবে এমন পণ নিয়ে;
দিশেহারার মত সবাই মিশে যাই কালো-জলের স্রোতে;
সুবর্ণ সন্ধ্যায়
স্বপ্ন-ডানার পাখিদের আর জলকেলি করা হয়-না;
ছবি নেটের।
৯টি মন্তব্য
রিতু জাহান
পাখির ডুবেছে বিষন্নতার ব্যাধিতে,
হাহাকারে মিলেছে সব,,
কলঙ্কিত মলিন সভ্যতা ডুবে যাক,,,
হিংস্রতা ধুয়ে ফেলুক ঋতুরাজ বর্ষা,,,,
ছাইরাছ হেলাল
ঋতুরাজ এবার সংহার মূর্তিতে দেখা দিয়েছেন।
ধুয়ে পুরোটাই সাফ করে দিতে চাচ্ছেন বাছবিচারহীন ভাবে। ।
শুভেচ্ছা আপনাকে।
হালিমা আক্তার
কি যেন এক বিষন্ন হাহাকার। মৃত প্রলয়ের নাচন। বাঁচার আকুতি নিরব যেন জলের ডাকে। স্রোতের ঘূর্ণিপাকে জোৎস্নার আলো পথ হারিয়ে ফেলে। এক সময় সবকিছু থেমে যায়। থামে না শুধু জীবনের গতি। শুভ কামনা রইলো।
ছাইরাছ হেলাল
জীবন এখন দুর্বিসহ, বাঁচার আকুতিতে।
শুধুই ডুবতে গিয়ে বাঁচতে চাওয়া।
ধন্যবাদ।
বোরহানুল ইসলাম লিটন
এ কি ভয়াবহতা!
এ যেন সময়কে সাক্ষী করতে এসেছে চিরকালের তরে।
আন্তরিক শুভেচ্ছা ও শুভ কামনা জানবেন সতত।
ছাইরাছ হেলাল
এ ভয়াবহতা আমাদের হৃদয় উপড়ে নেয়ার মত।
ভাল থাকবেন, এ বিপর্যয়ে।
রোকসানা খন্দকার রুকু
অবস্থা খুবই খারাপ। আর ভালো লাগছে না।
ছাইরাছ হেলাল
আল্লাহ আমাদের সহায় হবেন।
শুভেচ্ছা।
সাবিনা ইয়াসমিন
সব সময়ের মতো এখনো তারই মুখাপেক্ষী আমরা।
পরম করুণাময় সহায় হোন।