
পদ্ম পাতায় তোমার নাম লিখেছি ;
ভালোবাসার ফাগুনে পুড়বো বলে অহর্নিশি।
শঙ্খচিলের ডানায় স্বপ্নের বাসর রচিবো ;
ঘাসফড়িং হয়ে ফুলের বনে সোমরসে বুঁদ হবো।
শিশিরের কণায় মাল্যদান উত্তরীয় পবন সমীপে-
অভিলাষের আলিঙ্গনে ঔষ্ম হবো নীহারের আবক্ষে।
তোমার প্রতিমূর্তি গেঁথেছি হৃদয়ের রক্তিম ফ্রেমে-
বুকের উন্মুক্ত গালিচায় সুখের আঁচড় লেগেছে মধুক্ষণে;
বসন্তের দূত ফিরে আসুক প্রেমের ভরা-যৌবন পুষ্পরজে।
মন-পবনের নায়ে কামনায় সিক্ত হবো নবীনের আমন্ত্রণে-
তুমি-আমি প্রেমের মহল গড়বো ধরণীর হরিৎ ক্যানভাসে।
ছবি-গুগল
২১টি মন্তব্য
বোরহানুল ইসলাম লিটন
প্রেম ও প্রকৃতির অপূর্ব সমন্বয় প্রিয় কবি।
সুন্দর উপমার সমাহার।
আবেশিত সুধার ধারায় মুগ্ধতা একরাশ।
আন্তরিক শুভেচ্ছা ও শুভ কামনা জানবেন সতত।
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ আপনাকে। প্রথম হবার জন্য অভিনন্দন জানাই। নিরন্তর শুভেচ্ছা ও শুভকামনা রইলো
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
প্রেমময় আবেগের অনন্য প্রকাশ — তুমি-আমি প্রেমের মহল গড়বো ধরণীর হরিৎ ক্যানভাসে।
সুপর্ণা ফাল্গুনী
অফুরন্ত ধন্যবাদ ভাইয়া। ভালো থাকুন নিরাপদে থাকুন শুভকামনা অবিরাম
শামীনুল হক হীরা
ভাবনাটা দারুণ লাগল আমার।।
কোন কথা হবেনা সম্মানিত।
শুভকামনা রইল পাতায়।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ভাইয়া। অফুরন্ত শুভেচ্ছা ও শুভকামনা রইলো। ভালো থাকুন নিরাপদে থাকুন সতত
আরজু মুক্তা
সময়ের সাথে সাথে নবীন হোক।
শুভকামনা
সুপর্ণা ফাল্গুনী
অফুরন্ত ধন্যবাদ ও কৃতজ্ঞতা আপু। ভালো থাকবেন সবসময় শুভ কামনা রইলো
আলমগীর সরকার লিটন
অনেক ফাল্গুনের আগুন শুভেচ্ছা রইল কবি দিদি
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ ভাইয়া। ভালো থাকুন নিরাপদে থাকুন শুভকামনা অবিরাম
রেজওয়ানা কবির
দারুন প্রেমময় আবেগের অনুভূতি, চলো তুমি আমি প্রেমের তাজমহল গড়ি আমাদের রংধনুর ক্যানভাসে। শুভকামনা দি ভাই।
সুপর্ণা ফাল্গুনী
অশেষ ধন্যবাদ আপু। ভালো থাকবেন সুস্থ থাকবেন। ভালোবাসা অবিরাম 💓 ভালোবাসা
জাহাঙ্গীর আলম অপূর্ব
সুন্দর প্রকাশ পেয়েছে
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ ভাইয়া। নিরন্তর শুভেচ্ছা ও শুভকামনা। ভালো থাকুন সতত
সাবিনা ইয়াসমিন
পাথরের পৃথিবীতে কাঁচের হৃদয়
ভেঙে যায় যাক তবু করিনা ভয়…
তাজমহল এর ছবি দেখলেই আমার এই গানটা মনে পড়ে, মানে আমার মন গাইতে থাকে 🙂
কবিতার কথা যদি বলি তাহলে বলবো, এমন আবেগ দিয়েই ভালোবাসার মহল গড়তে হয়।
শুভ কামনা নিরন্তর 🌹🌹
সুপর্ণা ফাল্গুনী
গেয়ে যান, আমাদের কে ও শুনাইয়েন সময় সুযোগ পেলে। সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। অনেক অনেক দিন পর আপনার মন্তব্য পেয়ে খুব ভালো লাগছে। ভালোবাসা অবিরাম 🌹🌹 নিরন্তর শুভেচ্ছা ও শুভকামনা রইলো
ছাইরাছ হেলাল
অলিখিত প্রাণের আদি সরবরে
কত কথা গুমরে মরে
অভেদ্য রাত্রি শেষে
জেগে থাকে হৃদি-স্বপ্ন, সবিতা/কবিতা জীবনে।
জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি।
সুপর্ণা ফাল্গুনী
জন্মদিনের শুভেচ্ছার জন্য অফুরন্ত ধন্যবাদ ভাইয়া। আমার জন্য আশীর্বাদ করবেন। ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বরের কৃপায়
পপি তালুকদার
মনোবাসনার এক দারুন প্রকাশ।অসম্ভব ভালো লাগলো দিদি কবিতা খানি।
সুপর্ণা ফাল্গুনী
আপনাদের ভালোলাগা তেই আমার লেখার সার্থকতা খুঁজে পাই। অফুরন্ত ধন্যবাদ ও কৃতজ্ঞতা। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা সতত
আশরাফুল হক মহিন
হৃদয় বুকে তোমার নাম লিখেছি
তুমি কলিজা হয়ে অনুভব করো
চমৎকার লেখনি প্রিয় কবি।