কলিং বেলের মিহি সুরেলা শব্দে বিদ্যা দেবীর সাথে রফা করার চেষ্টা বিফল রেখে ঝটতি চাবি নিয়ে গেটের কাছে পৌঁছলাম। চমকে গিয়ে থমকালাম, প্রায় ছ’ফুটি এক ভাকুর্তার (ভয়ের প্রতীক) মুখোমুখি নিজেকে আবিষ্কার করলাম তব্ধা খেয়ে। ফুল প্রুফ হেজাবি। শুধু চোখ দেখা যাচ্ছে। ‘কী হলো তালা খুলছো না কেন ?’ কথা নেই বার্তা নেই তালা! খুলতে বলে! নেতিয়ে পড়া চাবি খুঁজছি আর ভাবছি,
কে সে? তুমি করে প্রায় হুকুমের সুরে বলে? কুল কিনারা না করতে পারা সত্ত্বেও তালা খুলে ভেতরে আসতে বললাম। ভেতরে এসে নেকাব সরিয়ে গরুচোখা চোখ মেলে আমার ফ্যালফ্যালা চোখে চোখ রেখে মৃদু হেসে জানতে চাইল ‘কেমন আছ???’
বিজলির চমক, বান ডাকা আনন্দে। বয়সের ভারে……ম্লান হলেও ঔজ্জ্বল্যের ঐশ্বর্য হারায়নি নিভাঁজ রূপ-লাবণ্যের সমুদ্র। তিরিশ বছর পর আবার!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
‘সুরাইয়া মেহজাবীন’???????????????????

কলেজের প্রথম বর্ষে ছেলেটি বিভিন্ন সময়ে অনেকগুলো ক্লাস পালিয়ে দূরে দাড়িয়ে থেকেছে শুধু এক-আধবার মেয়েদের কমন রুমের জানলায় মেয়েটিকে দেখবে বলে। দেখেছে সে, দেখা দিয়েছিল বলে। দু’একবার নোটের সামান্য আদান-প্রদান হয়েছিল মাত্র। হয়নি আর কোন কথা। হয়ত কথা হয়েছিল না বলা অনেক কথায়।

সময়ের স্রোতে বিচ্ছিন্নতার নোনা জল কোথা থেকে কোথায় গড়িয়েছে তার হিসাব কেউ রাখে না। রাখিনি আমিও । হয়তে রেখেছে তা কেউ মনের গহীনে না জানিয়েই কাউকে। আর তাই তো আবার দেখা।
এত্ত এত্ত কাল পরে। আচম্বিতে।
_______________________________________________________________

প্রথম পুরুষে লেখার জন্য লেখাটি মিছমিছে ফিক ফিক ফিসকে হাসির আনুকূল্য পাবে। তা পাক, সমস্যা নেই।

চলবে——–
দেখি, নূতন করে কী গল্প ফাঁদতে পারি।

————————————————————

৪৯৯জন ৪৯৮জন
0 Shares

৩২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ