
প্রিয় প্রেম,
প্রতিনিয়ত মস্তিষ্কে বিচরণ করা তুমি নামক শব্দটিকে চিরতরে রিমুভ করে দেবো ভাবছি ভাবছি করেও কিছুতেই রিমুভ করতে পারছি না। অনেক কষ্টে যদিওবা রিমুভ করতে সক্ষম হচ্ছি তবে তা কয়েক মুহূর্তের জন্য। খানিক বাদে আবার ফিরে ফিরে আসছো আমার মস্তিষ্কে। রিসাইকেল বিন থেকে মুছে দিতে পারছি না যে কিছুতেই। তুমি বিষাক্ত সায়ানাইডের তীব্র দহন। তুমি মায়া নামক বিষাক্ত গরল। তুমি সুখের চেয়ে অসুখ বেশি। তুমি যতোটুকু ভালোবাসা তারচেয়েও বেশি সর্বনাশা। তোমার জন্য দগ্ধে দগ্ধে মরছি। প্রতি মুহূর্তে তোমার যন্ত্রণায় জ্বলছি, জ্বলে পুড়ে ভস্ম হয়ে উড়ছি। শোনো আমি এবার সিরিয়াসলি তোমাকে রিমুভ করবো,করবোই। প্রয়োজনে রিসাইকেল বিন থেকেও চিরতরে ডিলিট করবো। তুমি আর কিছুতেই জ্বালাতে পারবে না আমাকে। তুমি আর আমার মস্তিষ্ক নিজের দখলে রাখতে পারবে। কিছুতেই না। চিরতরে নিষিদ্ধ তুমি আমার জীবনে। আজীবনের জন্য ত্যাগ করলাম তোমাকে। শুনেছো তুমি।
ইতি,
————–
২১টি মন্তব্য
কামাল উদ্দিন
ডঃ জাফর ইকবাল সাহেবের একটা গল্পের ইয়ে পড়েছিলাম। হার্ডড্রাইভ ফরমেট দিয়ে সব কিছু কিভাবে নতুন করে শুরু করে তার গল্প। আপনার ল্প পড়ে সেইটাই মনে পড়ে গেল………শুভ বিকাল আপু।
সুরাইয়া পারভীন
হা হা হা হা,,, শুভ অপরাহ্ন।
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকবেন সবসময়
কামাল উদ্দিন
আপনিও ভালো থাকুন, সব সময়।
ছাইরাছ হেলাল
ডেকে ডেকে বলে কয়ে বুঝি ডিলিট হয়!
হয়! তবে তা ডিলিট না হয়ে অন্য কিছু হয়।
সুরাইয়া পারভীন
জানি তো ডেকে ডেকে বলে কয়ে তো ডিলিট হবেই না। যা হবে তা আর কইবো না🙊🙊
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকবেন সবসময়
নৃ মাসুদ রানা
থ্রেট কেন,?
সুরাইয়া পারভীন
কখনো কখনো এমনিই দিতে হয়
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকবেন সবসময়
সুপর্ণা ফাল্গুনী
বিষয়টি মজার হলেও আইডিয়া টা মন্দ না। ভবিষ্যৎ এ এমন হতেই পারে। শুভ কামনা আপু
সুরাইয়া পারভীন
হা হা হা হা,,,দিদি
আন্তরিক ধন্যবাদ জানবেন
ভালো থাকবেন সবসময়
ফয়জুল মহী
আমি বলি হে প্রিয় তুমি আমার লাল মিষ্টি কুমড়া। বা লাল চেরিফল ।
সুরাইয়া পারভীন
হা হা হা হা হা
ভালো থাকবেন সবসময় ভাইয়া
আরজু মুক্তা
নতুন আইডিয়া। ভালো লাগলো।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন আপু
ভালো থাকবেন সবসময়
জিসান শা ইকরাম
ডিলিট আর হইছে,
এমন ভাবে ডিলিট করা যায় নাকি?
মায়া খুব সাংঘাতিক জিনিস।
অনেক ভালো লেগেছে লেখা ছোট আপু।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকবেন সবসময়
মনির হোসেন মমি
জ্বলে পুড়ে মরার নামইতো ভালবাসা।ভালবাসায় যত পুড়ে ততই যেন এর মোহ বাড়ে।কখনো এর ধ্বংস নেই,নেই শেষ।এ চিঠির পর আমরা পাঠকরা ফিরতি চিঠিও পড়তে চাই।
খুব ভাল হয়েছে।
সুরাইয়া পারভীন
হা হা হা হা
কে লিখবে ভাইয়া ফিরতি চিঠি?
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকবেন সবসময়
সুপায়ন বড়ুয়া
থ্রেট দিলে ভাই যাব কই ?
পাশে যে আমি থাকতে চাই।
শুভ কামনা।
সুরাইয়া পারভীন
হা হা হা হা
আন্তরিক ধন্যবাদ জানবেন দাদা
ভালো থাকবেন সবসময়
সাবিনা ইয়াসমিন
“তুমি যতোটুকু ভালোবাসা তারচেয়েও বেশি সর্বনাশা”
এটা উপলব্ধি করার পর আর কিছু বলা/ ভাবার থাকে না। কিন্তু প্রেম খুব বেহায়া, এত বকা খেয়েও পিছু ছাড়ে না।
শুভ কামনা 🌹🌹
সুরাইয়া পারভীন
হা হা হা হা হা
দারুণ বলেছেন আপু👏👏
আন্তরিক ধন্যবাদ জানবেন 💓💓