প্রেমকে থ্রেট।

সুরাইয়া পারভীন ৭ জানুয়ারি ২০২০, মঙ্গলবার, ০৩:২৯:৪৪অপরাহ্ন চিঠি ২১ মন্তব্য

প্রিয় প্রেম,
প্রতিনিয়ত মস্তিষ্কে বিচরণ করা তুমি নামক শব্দটিকে চিরতরে রিমুভ করে দেবো ভাবছি ভাবছি করেও কিছুতেই রিমুভ করতে পারছি না। অনেক কষ্টে যদিওবা রিমুভ করতে সক্ষম হচ্ছি তবে তা কয়েক মুহূর্তের জন্য। খানিক বাদে আবার ফিরে ফিরে আসছো আমার মস্তিষ্কে। রিসাইকেল বিন থেকে মুছে দিতে পারছি না যে কিছুতেই। তুমি বিষাক্ত সায়ানাইডের তীব্র দহন। তুমি মায়া নামক বিষাক্ত গরল। তুমি সুখের চেয়ে অসুখ বেশি। তুমি যতোটুকু ভালোবাসা তারচেয়েও বেশি ‌সর্বনাশা। তোমার জন্য দগ্ধে দগ্ধে মরছি। প্রতি মুহূর্তে তোমার যন্ত্রণায় জ্বলছি, জ্বলে পুড়ে ভস্ম হয়ে উড়ছি। শোনো আমি এবার সিরিয়াসলি তোমাকে রিমুভ করবো,করবোই। প্রয়োজনে রিসাইকেল বিন থেকেও চিরতরে ডিলিট করবো। তুমি আর কিছুতেই জ্বালাতে পারবে না আমাকে। তুমি আর আমার মস্তিষ্ক নিজের দখলে রাখতে পারবে। কিছুতেই না। চিরতরে নিষিদ্ধ তুমি আমার জীবনে। আজীবনের জন্য ত্যাগ করলাম তোমাকে। শুনেছো তুমি।

ইতি,

————–

৬৬৫জন ৪৯৮জন
0 Shares

২১টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

ফেইসবুকে সোনেলা ব্লগ