প্রেমঃ সেতো দুর্মর চঞ্চলতা

ইসিয়াক ২৭ ডিসেম্বর ২০১৯, শুক্রবার, ০৭:২৪:০০অপরাহ্ন কবিতা ২০ মন্তব্য

তোমাতে উতলা ঊরা প্রেমের বিরহে,
আমার হৃদয়ের বাম অলিন্দ কামঠ কামড় আঘাতে….।
অন্তঃকরণ সদাসর্বদা দিকভ্রান্ত হয়।

দীর্ণ হৃদয় অবনীধামে
যেন সদা আকুলীভুত।

প্রেম সেতো দিব্য নাকি?
কলিযুগে দুর্মদ ভ্রষ্ট!

মদিরা আসক্ত হৃদয় তদবধি
শুধু তোমার ই পানে ধায়।

২৬৭৪জন ২৫৭৭জন
0 Shares

২০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

ফেইসবুকে সোনেলা ব্লগ