প্রিয় সোনেলা

মোঃ মজিবর রহমান ২৩ সেপ্টেম্বর ২০২১, বৃহস্পতিবার, ১২:৩৭:২৯অপরাহ্ন একান্ত অনুভূতি ২২ মন্তব্য

সোনেলায় আজ আনন্দহীন
সকলের মনে কালো মেঘের ধোঁয়া
বিচলিত ছন্দপতন ধরায় আজ আশ্রয়হীন
তবুও কর্মহীন থাকা নয় খাদ্য জোগাড়ে আশায়।

যতই কষ্ট বুকে ততই আসিব ফিরে
যতই আশাহীন তবুও আশায় বাধি বুক
বার বার আসিব তোমারি পাতায় ফিরে
ধরায় থাকি যতদিন আশায় বাধি বুক।

সোনেলা তোমার আলোয় উদ্ভাসিত
তোমার পাতায় পদচারণ তোমাকে স্মরে
আসিব ফিরে পড়িব ক্ষনে ক্ষনে উল্লসিত
তোমার পাতায় জাগিবে অতি তড়িত।

দু’হাত তুলি করি স্মরণ আল্লাহ তোমারে
দুনিয়ায় তুমি পাঠায়েছো আমাদের
কর্ম ইবাদতে মশগুল থাকিতে
তোমারি সহযোগিতা চাই, স্মরণ তোমারে ।

প্রিয় সোনেলা প্রিয় থাক সবার হৃদয়ে, সোনেলার জন্মদিনে এটাই প্রত্যাশা।

২৩২৫জন ২২০৩জন
0 Shares

২২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ