সোনেলায় আজ আনন্দহীন
সকলের মনে কালো মেঘের ধোঁয়া
বিচলিত ছন্দপতন ধরায় আজ আশ্রয়হীন
তবুও কর্মহীন থাকা নয় খাদ্য জোগাড়ে আশায়।
যতই কষ্ট বুকে ততই আসিব ফিরে
যতই আশাহীন তবুও আশায় বাধি বুক
বার বার আসিব তোমারি পাতায় ফিরে
ধরায় থাকি যতদিন আশায় বাধি বুক।
সোনেলা তোমার আলোয় উদ্ভাসিত
তোমার পাতায় পদচারণ তোমাকে স্মরে
আসিব ফিরে পড়িব ক্ষনে ক্ষনে উল্লসিত
তোমার পাতায় জাগিবে অতি তড়িত।
দু’হাত তুলি করি স্মরণ আল্লাহ তোমারে
দুনিয়ায় তুমি পাঠায়েছো আমাদের
কর্ম ইবাদতে মশগুল থাকিতে
তোমারি সহযোগিতা চাই, স্মরণ তোমারে ।
প্রিয় সোনেলা প্রিয় থাক সবার হৃদয়ে, সোনেলার জন্মদিনে এটাই প্রত্যাশা।
২২টি মন্তব্য
মনির হোসেন মমি
যতই কষ্ট বুকে ততই আসিব ফিরে
যতই আশাহীন তবুও আশায় বাধি বুক
বার বার আসিব তোমারি পাতায় ফিরে
ধরায় থাকি যতদিন আশায় বাধি বুক।
চমৎকার লিখেছেন।মন ভরে গেল।
শুভেচ্ছা সহ ধন্যবাদ।
মোঃ মজিবর রহমান
আপনার প্রতি রইল সোনেলার প্রতি আপনার ভালোবাসা চিরজাগ্রত থাক।
সাবিনা ইয়াসমিন
অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন সোনেলাকে।
অজস্র শুভেচ্ছা আপনাকেও ভাইজান।
ভালো থাকুন, সোনেলার সাথে-ই থাকুন,
হ্যাপি ব্লগিং 🌹🌹
মোঃ মজিবর রহমান
আছি, থাকব ইনশা আল্লাহ।
ছাইরাছ হেলাল
আমাদের সাথে আপনাকেও আল্লাহ সহি সালামতে রাখুক এই কামনাই রাখি।
মোঃ মজিবর রহমান
হ্যাঁ কবি ভাই, সবাই সহিহ সালামতে ভালো থাকি।
সুপর্ণা ফাল্গুনী
সোনেলার জন্য অবিরাম শুভেচ্ছা ও শুভকামনা। প্রিয় সোনেলার সাথেই আছি থাকবো। ঈশ্বর সবার মঙ্গল করুন।
মোঃ মজিবর রহমান
অবিরাম সোনালিয় শুভেচ্ছা রইল।
বোরহানুল ইসলাম লিটন
মসৃণ হোক সোনেলার পথ
সফলতার সিঁড়ি বেয়ে এগিয়ে যাক আগামীর সারে।
নিরন্তর শুভ কামনা রেখে গেলাম সোনেলা ও আপনার জন্য।
মোঃ মজিবর রহমান
নিরন্তর সোনালিয় শুভেচ্ছা।
রোকসানা খন্দকার রুকু
সোনেলার জন্মদিনে অনেক অনেক শুভকামনা। আমরা সবাই এগিয়ে চলি এভাবেই।❤️❤️❤️❤️
আপনিও অনেক ভালো থাকুন ভাই।।।
মোঃ মজিবর রহমান
সোনেলার জন্মদিনে অনেক অনেক শুভকামনা রইল।
হালিমা আক্তার
ভালো থাকুক সোনেলা, ভালো থাকুক সোনেলা পরিবারের সকলে। শুভ কামনা রইলো।
মোঃ মজিবর রহমান
সোনেলা সকলের হৃদয় জাগ্রত থাকুক সবার গতিতে সোনেলা বেগবান থাক উল্কার মত।
জিসান শা ইকরাম
সোনেলার একান্ত আপনজনদের মধ্যে আপনি একজন।
সোনেলার আত্মায় মিশে একাকার হয়ে গিয়েছেন আপনি।
জন্মদিনের পোস্টের জন্য ধন্যবাদ ভাই।
শুভেচ্ছা ও শুভ কামনা।
মোঃ মজিবর রহমান
আপনাদের ও সোনেলার ভালো বাসায় মুগ্ধ ভাইজান। দোয়া করবেন আল্লাহ যেন সর্বদা এভাবেই থাকার সৌভাগ্য দেয়।
আলমগীর সরকার লিটন
এই জন্মদিনে সবাই কে প্রাণঢালা শুভেচ্ছা জানাই
মোঃ মজিবর রহমান
আপনার প্রতি অশেষ শুভেচ্ছা ও ভালোবাসা রইল বাউল কবি।
সাবিনা ইয়াসমিন
সোনেলা আমাদের ভালোবাসার আঙিনা। লেখক পাঠকের বিচরণে সোনেলা মুখরিত হয়ে থাকুক সব সময়।
শুভেচ্ছা ও শুভ কামনা রইলো 🌹🌹
মোঃ মজিবর রহমান
সেই আশা দীপ্ত মনে, সকলের ভালবাসায় সিক্ত হোক সোনেলা।
উর্বশী
শুভ জন্মদিন সোনেলা।
ভালোবাসার এই উঠোনে সবাই ভাল থাকুন। মুখরিত হোক সবার বিচরণে সোনেলার উঠোন। মুগ্ধতা ছড়িয়ে পড়ুক চারদিকে সোনেলার পথ চলায়।সফলতার চূড়ায় পৌঁছে যাক। শুভ কামনা সব সময়। আপনাকেও অশেষ ধন্যবাদ ও শুভ কামনা রইলো
মোঃ মজিবর রহমান
করি সেই প্রার্থনা সবাই এখানে মুখরিত থাকি সবার প্রতি সদা ভালো থাকি।