কবি
শুভেচ্ছা নিবেন। ঘুম কাতর চোখে দেখলাম আজ আপনার জন্মদিন।
প্রিয়কবি
ভালোবাসা নিবেন, আপনার জন্মদিন জেনেই ঘুম পালালো চোখ থেকে।
কবি
আপনার জন্মদিনে আপনাকে ঘিরে কবিতা লেখার ইচ্ছে ছিলো। খারাপ ভালো যাই হোক। ব্লক খেয়েছি কিনা জানিনা। আমি রাইটার না। রাইটার রা ব্লক খায় লিখতে পারছিনা।
কবি
লিখতে না পারার কারণ পেয়েছি। গুরুকে নিয়ে কবিতা? সে যে ছন্দের অছন্দ, অন্তমিলের সংঘাতময় অবস্থা।
হে কবি
ভালোবাসা নিবেন , শত কিংবা হাজার বছর বাচুন এমন আশা প্রকাশ কিংবা জন্মদিনের সাধারণ ফর্মালিটিজ পালন করতে পারছিনা
প্রিয় কবি
বেচেঁ থাকুন। যতদিন স্রষ্টা হায়াৎ দান করেছেন। সুখে থাকুন।
কবি
শিষ্য হিসেবে খারাপ নই। তবে জোড় করছিনা বেয়াদব শিশ্যের মত। গুরুর কাছে মিনতি করছি। অন্তত অন্তিমশয্যায় যাবার আগে কিছু শিখিয়ে দিবেন।
প্রিয়কবি
আমরা দরিদ্র সকলেই। কর্মজজ্ঞে আমাদের অবস্থান , তার মাঝেই লেখালেখি। অচিরেই প্রতিষ্টিত হোন। যেনো আপনার মুখে যেমন তাদের জয়গান আমি যেনো গাইতে পারি আপনার জয়গান।
কবি
এখানেই শেষ করছি। ক্ষমা করবেন আমি আপনার জন্মদিনের ছোটো একটা ট্রিট চাচ্ছি। খাদ্য নয় সার্থক চাই। হৃদয় নামে একটা কবিতা লিখে দিন।
কবি
প্রেমহীনা ছলনাগ্রস্থ হৃদয়ের জীবনে অভিশাপ তাড়ানো কোনো এক নারী। প্রয়োজন বোধে নাম ব্যাবহার করবেন রাফিয়া।
প্রিয়কবি
হৃদয়ের সাথে রাফিয়া নাম টা কি খুব আনাড়ি?
কবি
না চাইলে না দিবেন তবে ভালোবাসার ভাগ চাইনা সম্পুর্ন দাবী করি।
প্রিয় কবি
রাফিয়া নাম কল্পনায় বানানো অক্ষর মিলিয়ে নাম। আপনার জানা জরুরী , যদি কিছু দেন
প্রিয় কবি
তবে শেষ করেও শেষ হচ্ছেনা তবু করছি। ভুল হলে ক্ষমা করবেন.
কবি
প্রিয় কবি
শেষ কথা বলার ছিলো
আপনাকে প্রচুর ভালোবাসি
শুভ জন্মদিন বলছি না কিন্তু কবি।
শুধু বলি এই দিন টার সার্থকতা এই যে এ দিনেই জন্ম নিয়েছেন আপনি। এ দিনের সোভাগ্য রাতের অলঙ্কার
৩৪টি মন্তব্য
প্রহেলিকা
আপনিতো ভাইয়া লজ্জায় ফেলে দিলেন, আনন্দিত বোধ করার আড়ালে যদি ঋণগুলো পুঞ্জিভূত হয় তাহলে ভারে না আবার নুয়ে পরি সেটাই ভাবছি। আপনার ভালবাসায় মুগ্ধ হলাম, কৃতজ্ঞতা জানুন সুপ্রিয়। তবে জানাই রাখি আমি কিন্তু গরু টরু হতে পারবো না, গরু হইলে আমার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে এমন পোষ্ট কি কেউ কখনো দিবে?
আপনি ঠিক বলেছেন আমরা সকলেই কিছু না কিছু কাজের সাথে জড়িত এর মাঝেই মনের খোরাক যোগান দিতেই এখানে পদচারণ, ক্লান্তির ঘামগুলো অদৃশ্য পবনের সাথে মিশে উড়ে যায়। উত্থান কেবল উত্থানেই সম্ভব তারপরও আপনার শুভকামনায় জানুন অশেষ কৃতজ্ঞতা। তবে সবকিছুই বেশি বেশি বলে ফেলেছেন, ইশ্বর উপরে বসে মুচকি হাসছে তাও জানি।
বাজার করে এনেই যেমন খাওয়া যায় না ঠিক তেমন হুট করে কোনো কিছু লেখা যাবে না, তবে হ্যা অবশ্যই মনে থাকবে ভুলে যাবো না তা নিশ্চিত। পোষ্ট দ্বিতীয় পাতায় যাবার আগেই কিছু লিখে দিবো তবে পদ্যে নয় গদ্যে।
ধন্যবাদ সুপ্রিয় হৃদয়ের স্পন্দন ভাই, জানুন অকৃত্তিম ভালবাসা। নষ্ট সময়ের ভিড়েই ভালো থাকুক আনন্দের সহযোগে।
ছাইরাছ হেলাল
ও আচ্ছা, কবি প্রহেলিকার জন্মদিন! ঠিক আছে আমরাও শুভেচছা জানাচ্ছি এই ভোর রাত্রে।
কিন্তু সে কবি হলো কখন আমরা তো জানতে পারলাম না। ভাল ভাবে আমাদের জানিয়ে দেয়ার ব্যবস্থা
হতেই পারে, তা হওয়াই উচিৎ। শিষ্যের ও ভালো জীবন কামনা করছি।
যা মনে হয়েছে তা বলতে পারলাম না।
প্রহেলিকা
কবি? তা হলো কবে আমিও জানি না, উচ্চাঙ্গ সঙ্গীতে পারদর্শী তা কিন্তু জানি আবার।
জিসান শা ইকরাম
‘ কবি প্রহেলিকা ‘ – এমন নিক হলে কিন্তু ভালোই লাগে দেখতে
একটি দেখেছিলাম কোথাও ‘ কবি শফিকুল ইসলাম ‘ 🙂
আমাদের এখানে কবি প্রহেলিকা নিক দেখতে পাইলে আনন্দ পাইতাম।
ছাইরাছ হেলাল
কবি প্রহেলিকা নামটি বড়ই সৌন্দর্য্য…………
প্রহেলিকা
ভুইলা যাইয়েন না কেউ, এই দিন দিন না আরো দিন আছে অথবা রং দেখছেন রঙের ডিব্বা দেখেন নাই।
হৃদয়ের স্পন্দন
😀
হৃদয়ের স্পন্দন
ধন্যবাদ ভাইয়া, এমন মন্তব্যের জন্য, যা মনে হয়েছে তা বললে বেশ উপকৃত হতাম 😀 মানে জানার চেষ্টা করতাম
হৃদয়ের স্পন্দন
আমি কি একটা ইমো কমেন্ট দিয়ে সব এড়িয়ে যেতে পারি? ধন্যবাদ আপনাকেও
আবু জাকারিয়া
জন্মদিনে অনেক অনেক শুভ কামনা কবি প্রহেলিকা। শুভ জন্মদিন।
মোঃ মজিবর রহমান
কবির এই জন্মদিনে
চাই নতুন কবিতা
জন্মদিনে -{@
মামুন
শুভ জন্মদিন কবি!
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
কবি ও সকলের প্রিয়মুখ বেচে থাকুক হাজার বছর।মিষ্টি ছাড়াই জন্ম দিনের শুভেচ্ছা। -{@ -{@ -{@ -{@
জিসান শা ইকরাম
শুভ জন্মদিন প্রহেলিকা—
স্পন্দনকে ধন্যবাদ সহ-ব্লগারকে নিয়ে এমন পোষ্ট দেয়ার জন্য।
হৃদয়ের স্পন্দন
ধন্যবাদ ভাইয়া
নুসরাত মৌরিন
শুভ জন্মদিন প্রহেলিকা ভাই।
ভাল থাকুন সবসময়…।
জন্মদিনে কোনো পার্টি হবে না?? :p
প্রহেলিকা
বোনগুলো সব কিপ্টা।
নওশিন মিশু
জন্মদিনের পার্টি হবে তারপর শুভেচ্ছা জানাবো।
আপাতত Pending …. :p
হৃদয়ের স্পন্দন
উনার শুভেচ্ছার দরকার নাই 🙁 উনি পেন্ডিঙ্গেই খুশি। কেকের কথা শুইনা ভাগিচ্চে
খেয়ালী মেয়ে
জন্মদিনে অনেক অনেক অনেক শুভেচ্ছা রইলো–
শুভ জন্মদিন প্রহেলিকা -{@
হৃদয়ের স্পন্দন
😀 প্রহেলিকা ভাইয়া কিন্তু কেক খাওয়াইনাই
লীলাবতী
শুভ জন্মদিন প্রহেলিকা ভাইয়া।কেক কে খাওয়াবে?
হৃদয়ের স্পন্দন
াপনি খাওয়ালেও হবে। আমরা আমরাই তো 😀
স্বপ্ন
শুভ জন্মদিন কবি।
শুন্য শুন্যালয়
কাঁটা দিয়ে কাঁটা তোলার কথা শুনেছি, কবিতা দিয়ে কবিতা লিখিয়ে নেয়ার এই সিস্টেম তো পুরাই ডিজিটাল :p হা হা, দুস্টুমি করলাম।
কবি ভাই, শুভ জন্মদিন -{@ স্পন্দন ভাই আপনাকেও ধন্যবাদ পোস্টের জন্য।
বিনা কেকে এর চাইতে ভালো মন্তব্য করতে পারলাম না। :p
হৃদয়ের স্পন্দন
ধন্যবাদ আপু। বেশ কয়েকদিন পরে দেখলাম।
স্বপ্ন নীলা
অনেক দেরী করে ফেললাম, ইস কয়েকদিন ধরে ব্লগে আসি না আর কত কিছুই মিস হয়ে যাচ্ছে —
হুমমম যার জন্য এত আয়োজন সেই ব্লগারকে মন হতে শুভকামনা জানাচ্ছি
হৃদয়ের স্পন্দন ! আপনি প্রিয় ব্লগার প্রহেলিকার জন্মদিন মনে করিয়ে দিয়েছেন সেজন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ-
সোনেলা পরিবারের বন্ধন আরো অটুট হতে অটুট হোক
হৃদয়ের স্পন্দন
সব কিছুই ফিরিয়ে আনবো। কোনো কিছুই মিস হবেনা। আপু ল্কিজ লাগে কেক খাওয়ান
শাহানা আফরিন স্বর্ণা
জন্মদিন শেষ কি না 🙁
শুভ জন্মদিন প্রহেলিকা 🙂
আপনার প্রতি আমার ভালবাসা অন্যরকম 🙂 সবসময় আপনার মন্তব্যের অপেক্ষায় থাকি। আপনার কাছ থেকে সবসময় ই ইনোভেটিভ কিছু শুনতে পাই।
জন্মদিনের বিলম্বিত ভালবাসা নেবেন 🙂
হৃদয় আপনার অটুট ভালবাসা দেখতে পেলাম 🙂
হৃদয়ের স্পন্দন
হা হা হা
আমার ভালোবাসা ভেজাল বেশী
তবে সহমত জানাচ্ছি আপনার সাথে আমিও প্রহেলিকা ভাইয়ার মন্তব্যের অপেক্ষায় থাকি। যদিও এখন দিন ফুরোবার পালা
ফাতেমা জোহরা
যদিও খুবই দেরী করে ফেললাম 🙁
এরপরেও শুভ জন্মদিন -{@ অনেক অনেক শুভকামনা রইলো 🙂
হৃদয়ের স্পন্দন
তাইলে কি কেক টা আপনার কাছে আশা করা যায়? যেহেতু লেট করেছেন
ছারপোকা
কবির জন্য এত্ত গুলা শুভ কামনা রইল ।
কবি তো কেকের কথা শুইনা আর আহে না :p
হৃদয়ের স্পন্দন
ঘটনা কিন্তু সত্য